হ্যাক হলো দেশ টিভির ওয়েবসাইট(হ্যাকারের ছবিসহ আপডেট)

বাংলাদেশের ওয়েবসাইটগুলোর উপরে একের পর এক খড়ক নেমে আসছে একের পর এক হ্যাক হচ্ছে সাইটগুলো ।আজ দেখলাম হ্যাক হলো দেশ টিভির ওয়েবসাইট ।আসলে কিছুই করার নাই যার ক এর পর খ লিখতে ১০ টা কলম ভাঙ্গে তাদের দিয়ে সাইট বানালেতো বাচ্ছা পুলাপাইনেও হ্যাক করবো। অবশ্য এর ভালো দিক ও আছে এখন থেকে সাইট বানাতে একটু হলেও চিন্তা করে বানাবে। তবে কে হ্যাক করেছে তা এখনও বুঝা যাচ্ছেনা তবে যে দুটি নাম সাইটে দেয়া আছে তা দিয়ে সার্চ দিয়ে দেখলাম খুব সম্ভবত মধ্যপ্রাচ্যের কোন দেশের কেউ হ্যাক করেছে।তবে সাইটের খুব একটা ক্ষতি করেনি কিন্তু ম্যালওয়্যার ঢুকিয়ে দিয়েছে তাই পিসিতে এন্টিভাইরাস না থাকলে ভিজিট করার দরকার নাই।আর সাইটটিতে অটোস্কীপ্ট দিয়ে ইচ্ছামত পরিবতর্ন করছে হ্যাকাররা iframe ঢুঁকিয়ে দিয়েছে। এই লিংকটি দিয়ে স্ক্রিপ্ট চলছে - http://likkiaz.net/?click=242894250 এই লিঙকে ক্লিক করলে নিজ দায়িত্বে করুন

আপনারা সাইট দুটি নিজে গিয়ে দেখে আসুন http://www.desh.tv
হ্যাকরদের মাঝে amir salar লিখে নেটে সার্চ দিলে নিচের ছবিটা আসে এবং এই ছেলে আবার নিজেকে Blackhat বলে দাবি করেছে তার টুইটারে

আমার ব্যক্তিগত ব্লগ Bloggermamun.co.cc তে প্রকাশিত

Level 0

আমি বিল্লাহ মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 142 টি টিউন ও 1447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

করি মায়ের ভাষায় চিৎকার........ http://bloggermamun.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দেশটাকে নিয়া বড় চিন্তায় আছি।যার যেমন ইচ্ছা তেমন ভাবে ব্যবহার করছে।আমাদের অবস্থান কোথায় কে জানে???????????

10 min age Image ta thik kora hoise… Bt akhn o ak jaigate dekhaitese je “Be **** Admin”!!!

    কোন ইমেজই ঠিক করা হয়নাই । ইমেজগুলো চেন্জ হচ্ছে খুব সম্ভবত এটা অটোস্কীট দিয়ে করছে

    Ager cmmntar jnne sry… Ami image link ta khojar try krte silam,onekbar reload diyeo image ta aseni… Tai vabsilam may be thik krse…

    But asol ktha holo,admin saheb mne hoi nake tel diye ghumaitese…

খুব ভাল হইছে হ্যাক হয়ে

এই মাত্র ক্রাকিং এ সাফল্য পাইলাম।

দেখচেন কত ভদ্র হ্যাকার। সাইটের খবর গুলোর কোন ক্ষতি না করে হ্যাক করচে, যেন জনসাধারণের খবর পেতে কোন সমস্যা না হয়। এর মধ্যে আমি এই সাইটে ঢুকচি। খবর গুলোও পড়েছি ।কোন এন্টিভাইরাস ইউস করি না। আমার পিসির খবর আছে।
( এখন এন্টিভাইরাস ইন্সটল করে আপডেট নিচ্ছি, তারপর সিস্টেম স্ক্যান দিব)

Level 0

শুনে খারাপ লাগল………..

হূমম কাল সামুতে শুনছিলাম হ্যাক করছে http://www.facebook.com/people/Amir-Salar এই লোক যার ব্লগ http://www.amirsalar511.blogfa.com

হূমম কাল সামুতে শুনছিলাম হ্যাক করছে। আর এই কাজটা করছে wwwডটfacebookডটcom/people/Amir-Salar এই লোক যার ব্লগ wwwডটamirsalar511ডটblogfaডটcom

    হুম সামুতে আমি ছবি সহ দিয়ে দিয়েছি।কিন্তু টেকটিউনস এ ভেজাল করে এজন্য দেয়া হই নাই।

good hacker.
Amar site tak korta bolan.
dake bokar pata koto….