সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি -
“বর্তমানে বাংলালিংকের কোন ফ্রি ইন্টারনেট সুবিধা নেই। বিভিন্ন ফেইসবুক পেইজ, ব্লগ থেকে ফ্রি ইন্টারনেটের কথা বলা হয়। এই ধরনের গুজবে কান দিবেন না।”
ঠিক ৩ দিন আগে বাংলালিংকের ফেসবুক ফ্যান পেজে এমন একটা পোস্ট করা হয়েছিল । শুনে খুব মজা পেয়েছিলাম । গ্রামীণফোন , এয়ারটেল যেখানে সম্মিলিত ভাবে **** খাচ্ছে সেখানে বাংলালিংক ক্যাঙ্গারুর মত লাফাচ্ছে । তাই আজ হাজির হলাম বাংলালিংক সিম দিয়ে ফ্রী নেট চালানোর সিস্টেম নিয়ে । বক বক বাদ দিয়ে কাজের কথাই আসি ।
সিন্দুক থেকে একটা বাংলালিংক সিম খুজে বের করুন যেটাতে আল্লাহ্র অশেষ রহমতে ১ পয়সাও নাই । এবার P1 লিখে একটা এস এম এস পাঠাই দিন 3343 নাম্বারে । ব্যাস হয়ে গেলো নেট চালু ।
এবার আপনার ফোনে নিচের মত ম্যানুয়াল কনফিগারেশন করে নিন ।
Name = TipsTune.com
Apn= internet
Proxy= 080.239.242.241
Port= 80
নিচের স্ক্রিনশট দেখুন = = >
আর কোন কিছু লিখবেন না । এটাকে ডিফল্ট কনফিগারেশন হিসেবে সিলেক্ট করুন ।
এবার ঘ্যাচাং করে নিচের লিঙ্ক থেকে ওপেরা মিনি লেটেস্ট ভার্শনের Handler টা ডাউনলোড করে নিন । তবে যে কোন ওপেরা Handler এ কাজ হবে ।
ডাউনলোড শেষ হলে আগের কোন ওপেরা মিনি থাকলে সেটা রিমুভ করে এটা সেটআপ দিয়ে ফেলুন । এটা ওপেন করলে Child Lock নামের একটা কোড চাইবে । ওখানে দিন -
www. nextwap. net
[মাঝে কিন্তু স্পেস দেবেন না]
নিচের স্ক্রিন শট দেখুন =
এরপর ওকে প্রেস করলে একটা Handler মেনু ওপেন হবে । নিচের দিকে Remove Port এ টিক মেরে দিন । Proxy Type সিলেক্ট করুন HTTP।
নিচে Proxy Server এ লিখুন –
0.facebook.com:80
বুঝতে না পারলে নিচের স্ক্রিন শট দেখুন == >
কাজ শেষ । Save এ ক্লিক করুন । বারবার Handler মেনু দেখতে না চাইলে Show On Start এর টিক টা তুলে দিন ।
এবার ওপেরা মিনি সেট আপ নেবে । সেট আপ শেষ হলে ব্রাউজার রেডি । এবার এখানে যান =
Settings == Advanced == Protocol == HTTP করে দিন ।
আপনি সরাসরি কোন সাইট ভিজিট করতে পারবেন না কিন্তু । ওপেরার অ্যাড্রেস বারে নিচের কোডটি লিখুন =
0.facebook.com/l.php?u= কাঙ্খিত address [ অবশ্যই http:// - এটা সহ ]
উদাহরণঃ টেক টিউন্স ভিজিট করতে লিখুন –
0.facebook.com/l.php?u=https://www.techtunes.iom
এবার নিচের দিকে Confirm তে ক্লিক করুন । তাইলেই আপনি কাঙ্খিত লিঙ্কে ঢুকতে পারবেন । হয়ে গেলো কাজ । নিচের স্ক্রিন শট দেখুন == >
এই পদ্ধতি ১০০% কাজ করছে । ট্রাই করে দেখুন । ব্যালেন্সে কিন্তু ভুলেও টাকা রাখবেন না । ঘ্যাচাং করে কেটে নেবে । আশা করি সবাই সফলভাবে কাজগুলো শেষ করতে পারবেন । তারপরও কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা করবেন । ভাল লাগলে অবশ্যই কমেন্ট করবেন , প্রবলেম হলেও জানাবেন । ভবিষ্যতে আরো ভালো কিছু নিয়ে আপনাদের সামনে আসার চেস্টা করবো । আর এই ফ্রী নেটটা যে কোন মুহূর্তে বন্ধ হতে পারে , তার জন্য আমি দায়ি না । কষ্ট করে পোস্টটা পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ । একটা পোস্ট করতে যে কি পরিমানে কষ্ট হয় তা যে পোস্ট করে সেই বোঝে । তাই কেও এই পোস্টটা কপি পেস্ট করলে আমার আর টিপস টিউনের নামটা দিয়েন । বাংলাদেশে অ্যান্ড্রয়েড দিয়ে বাংলালিংকে ফ্রী নেট চালানোর প্রথম কমপ্লিট টিউটরিয়ালটা আমি দিলাম । সবাই ভালো থাকুন । আল্লাহ্ হাফেজ ।
আমি সকালে বাংলালিংক এর ফ্রী নেট নিয়ে একটা পোস্ট করেছিলাম । সেটা অবশ্য টেক টিউন্স টিম ডিলেট করে দিয়েছে । আমার একটা কথা বলার আছে , সেটা হচ্ছে কোন কোম্পানি যদি ফ্রী নেট টিপস পোস্ট করার পর বন্ধ করে দেয় আমার কি করার আছে সেখানে? আশা করি আমি উত্তরটা পাবো ।
পোস্টটি সর্বপ্রথম টিপস টিউনে প্রকাশিত =
আমি অনিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
চরম দাদু