আজকে একটি ভালমানের সফটওয়্যার নিয়ে এসেছি সবার জন্য।কিছু সফ্টঅয়ার আছে যেগুলো ফ্রিব্যবহার করতে দেয় আবার কিছু সফ্টঅয়ার আছে যা৩০/৯০দিনের জন্য ট্রায়াল হিসেবে দিয়ে থাকে।যখন ৩০/৯০ দিন শেষ হয় তখনসেটি বন্ধ হয়ে হয়ে যায়।সেটি বন্ধ হলেএকটা নির্ধারিত টাকার বিনিময়ে ক্রয়করে ব্যবহার করতে হবে।আপনি ইচ্ছে করলে একটি ছোট্ট সফট (মাত্র ১.১ এমবি) দিয়ে ডেমো কিংবা ট্রায়াল সফটওয়্যার সারাজীবন ব্যবহার করতেপারবেন।
সফটটির নাম টাইমস্টপার।টাইমস্টপার আপনাকে সাহায্য করবে ট্রায়াল সফটএর দিনগননাকে বন্ধ করতেযেটা সফট ইন্সটল এর দিন থেকে শুরু হয়েছিল।
ডাউনলোড লিঙ্কঃ (Downloader) http://timestopper.blinkweb.com/
Direct Download Link (without downloader): Click Here
Direct Download Link টা আমার এক বড় ভাই আপলোড করেছেন। আগে টেকটিউনস্ এ কেউ এ বিষয়ে যদি টিউন করে থাকে তাহলে তার কাছে ক্ষমা চাইছি।প্রথমে একবার এ পোষ্টটি টিটি delete করে দিয়েছিল। এর কারণটি যদি টিটি আমাকে বলে তাহলে পরবর্তী পোষ্টগুলিতে শতর্কতা অবলম্বন করতাম।
আমি Arpan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 27 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ…
ভাই স্কান ক্যাপচার দিয়ে দেখালে ভালো হতো নতুনদের জন্য।
এই ঠিকানায় স্কান ক্যাপচার সহ টোটাল নিয়ম টা
https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/41717