আবারো এন্ড্রুয়েডে ফ্রি নেট চালান। এই পর্বে বাদ যাবেনা কোন ফোনই

সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন । গতদিন ফ্রী নেট নিয়ে টেক টিউন্সে একটা পোস্ট করেছিলাম । লাভের মধ্যে জিপি মামা wap.gpworld.com বন্ধ করে দিল । ব্যাপার না , আমিও তাই আমার পোস্টে আরও ২টা পদ্ধতি যোগ করে দিয়েছি । টেক টিউন্সে পোস্ট করতে ভয় হয় । কারন এখানে পোস্ট করলেই জিপি মামা সেটা বন্ধ করে দেন । তাই এটাই ফ্রী নেট নিয়ে টেক টিউন্সে আমার শেষ পোস্ট ।

গতদিনের পোস্টটা নাকি Ice Cream Sandwitch এবং Jelly Bean ব্যবহারকারী ভাইয়েরা কাজে লাগাতে পারেন নি , তাই আজকের পোস্টটা মুলত তাদের জন্যই । এটা Sony Xperia J ( Unrooted - Jelly Bean ) এ পরীক্ষিত । তবে Ginger Bread ব্যবহার কারীরা হতাশ হবেন না , এটা আপনাদেরও কাজ করবে । আগেই বলে রাখি ফ্রী নেট চালানোর এই পদ্ধতি অনেকেরই জানা , শুধু যারা জানেন না তাদের জন্য এটা শেয়ার করলাম ।অনেক বকবক করলাম আসুন শুরু করি ।

প্রথমে আপনার মোবাইলের এখানে যান == >


Menu == >
Settings == >
More == >
Mobile Networks == >
Access Point Names == >

তারপর নিচের মত একটা ম্যানুয়াল কনফিগারেশন তৈরি করুন –


Name = TipsTune.com
APN = gpmms
Proxy = 10.128.1.2
Port = 8080
Username = Not set
Password = Not set
Server = Not set
MMSC = Not set
MMS proxy = Not set
MMS port = Not set
MCC = 470
MNC = 01
Authentication type = Not set
APN type = Not set
APN protocol = IPv4

সবার নাকি এ পি এন টাইপ নিয়ে ঝামেলা হয় । এ পি এনে কিছু লিখার দরকার নাই । নিচে স্ক্রিন শট দিলাম , দেখে নিন == >

আশা করি আজ আর কারো কোন সমস্যা হবে না । এটাকে ডিফল্ট কনফিগারেশন হিসেবে অ্যাক্টিভ করুন ।

এবার যে কোন একটা UC Browser ডাউনলোড করুন । তবে UC Handler না । আগে থেকে ডাউনলোড করা থাকলে তো আরও ভালো । আমি একটা লিঙ্ক দিলাম । এখান থেকে ডাউনলোড করতে পারেন । গুগল প্লে স্টোর থেকেও সহজে ডাউনলোড করা যাবে । আগেই বলে রাখি , আমি UC Browser 9 ব্যবহার করেছি , তবে অন্য Version এও কাজ হবে আশা করি ।

http://www.androiddrawer.com/10651/download-uc-browser-for-android-9-0-1-app-apk

ডাউনলোড করে সেটআপ দেওয়া হলে ওপেন করুন । আপনার কাজ শেষ । এবার আপনার Browser সাইট ভিজিট করতে প্রস্তুত । তবে আপনাকে অবশ্যই Proxy ইউজ করা লাগবে । আমি নিচে কিছু লিঙ্ক দিলাম এবং কয়েকটা Proxy এড্রেস দিলাম । Facebook , Google, Yahoo, Youtube এবং Wapka এর যেকোনো সাইট HTTPS লিখে প্রবেশ করুন ।

https://facebook.com

https://google.com

https://mail.google.com

https://tipstune.com

https://m.youtube.com

এগুলোর মধ্যে ফেসবুক সবচেয়ে জনপ্রিয় । তাই এটারই একটা স্ক্রিন শট দিলাম -

আপনি কোন সাইটে ঢুকতে গেলে “ The security certificate of this site is expired. Continue to visit ? এই লেখাটা আসতে পারে । তখন আপনি “ Yes, continue to visit this site. (No recommended) ” এটা সিলেক্ট করুন । তাহলেই আপনি কাঙ্খিত সাইটে ঢুকতে পারবেন । নিচের স্ক্রিন - শট দেখুন ==>

ভাল Browse করতে এই Proxy টা ব্যবহার করুন । ফাকা ঘরে এড্রেস লিখে Enter আ ক্লিক করে প্রবেশ করুন । এটা দিয়েও ছোট ফাইল ডাউনলোড করা যাবে ।

https://proxy-server.at/

নিচের স্ক্রিন - শট দেখুন ।

এবার আসুন কিভাবে বড় ফাইল ডাউনলোড করা যায় তা দেখি । Resume Support সহ বড় ফাইল ডাউনলোড করতে নিচের Proxy Server টা Use করুন ।

https://zacebook.com/

আমি এটা দিয়ে 94MB পর্যন্ত ডাউনলোড করেছি । নিচের স্ক্রিন - শট দেখুন । ফাকা ঘরে এড্রেস লিখে Unblock এ ক্লিক করে প্রবেশ করুন ।

তবে একটা কথা মনে রাখবেন যেই সাইট Resume Download সাপোর্ট করে শুধু সেখান থেকে আপনি বড় ফাইল ডাউনলোড করতে পারবেন । আমি কিছু লিঙ্ক দিলাম এখান থেকে যেই ফাইল ইচ্ছা ডাউনলোড করতে পারবেন -

http://www.djmaza.com

http://fusionbd.com

http://funmaza.com

http://songs.pk

আমি ২টা স্ক্রিন শট দিলাম -

বোনাসঃ

Android Internet Speed Meter Full version.

http://f14.wapkafiles.com/download/0/4/0/2005001_040907c3594250245c214b7a.apk/8c0dae636d5b41c27818/Internet.Speed.Meter.Anik%28TipsTune.com%29.apk

পোস্টি পুর্বে প্রকাশিত হয়েছে ।

www.TipsTune.Com

Level 0

আমি TipsTune.Com। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 132 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Ami Deser bahire Thaki ..ami ki mobile e free net use korte parbo?

    @shameem0707:
    আমি দুঃখিত । দেশের বাইরের কথা আমার জানা নাই ।

Level 0

vhai…ata dia age vhaloi download disi….but akhon browse hoi thikie……download dite gele shodho 1 ta php page open hoi……download hoi na…..ata ki shodho amar problem…naki shobar ????

    @walid:
    ভাইয়া , আমি পোস্টটা আজকেই করেছি । এখনো ডাউনলোড হয় । তবে কিছু সিমাবদ্ধতা আছে । আপনি পোস্টটা ভালো করে পড়ুন , বুঝতে পারবেন ।

      Level 0

      @অনিক: Dhonnobad….reply korar jonno……screen short dekhe mone hosse….apni sony smartphone a jelly been use kore free net chalassen…..amaro same but dll hosse na bar bar Browse.php ai page open hosse…..

      kintu ahe icream sandowch jokhon chalatam…tokhon dl hoito……

      jodi ar shomadhan thake apnar kase…pls bolben….

        @walid:

        ডাউনলোডের জন্য অবশ্যই https://zacebook.com/ এটা ব্যবহার করবেন । তবে ডাউনলোড করার আগে ২টা ট্যাব ওপেন হয় সময় সময় । তখন নির্দিষ্ট টাতে যাবেন । আমি এটা দিয়ে SamSung Galaxy Pocket , Sony Xperia J & Walton Primo D1 এ চালাচ্ছি ।

কিছু কথাঃ

১। রাত ৮টা থেকে ১২ টা পর্যন্ত স্পিড খুব স্লো থাকবে ।
২। ১০০ মেগা বাইটের চেয়ে বড় ফাইল ডাউনলোড দিলে ডাউনলোড না হয়ে একাই বারবার রি স্টার্ট হবে ।
৩। আমি ইউটিউবে ঢুকতে পেরেছি , কিন্তু ভিডিও দেখতে পারি নি ।
৪। গ্রামীণফোন এখন এমএমএস নেটওর্য়াক কে ৩ মিনিট লিমিট করে দিয়েছে। মানে প্রায় ৩ মিনিট পর পর নেট অটো ডিসকানেন্ট হয়ে যাবে । তাই ব্রাউজিং এর সময় মাঝে মাঝেই Error আসলে পেজ রিফ্রেশ করা লাগবে ।
৫। আমার আর কিছু মনে পড়ছে না । অন্য ছোট খাট সমস্যাও হতে পারে ।

আমি এখানে একেবারেই নতুন , তাই কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা করবেন । ভাল লাগলে অবশ্যই কমেন্ট করবেন , প্রবলেম হলেও জানাবেন । ভবিষ্যতে আরো ভালো কিছু নিয়ে আপনাদের সামনে আসার চেস্টা করবো । অনেকের কাজগুলো কঠিন মনে হতে পারে , বা ঝামেলা মনে হতে পারে । তাদের একটা কথা বলতে চাই , যেখানে জিপির P1 প্যাকেজে ২৯ মেগা বাইট দেয় , সেখানে ফ্রিতে এটা অনেক ভালো না? জানি না এই পদ্ধতি কতদিন কাজে লাগবে , টেক টিউন্সে পোস্ট করলাম তো , আজও বন্ধ হতে পারে । তবু যতক্ষণ পারেন গ্রামীণফোনকে **** দিতে থাকুন । অনেক কষ্ট করে পোস্টটা পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ।

Level 0

কাজ হইনা

Level 0

ভাই কি বালাঞ থাকা লাগবে?

    @optimizers:
    ব্যালেন্স থেকে ১ পয়সাও কাটবে না ।
    ১০০ % কাজ হয় ।
    p1 প্যাকেজ চালু রাখলেই হবে ।

Level 0

aro sohoj chi

এত টাকা দিয়া Android Phone কিনে মানুস ফ্রি নেট চালানোর জন্য ? হায়রে বাংগালি??? মাংনা পাইলে আলকাতরা খায়.।

Level 0

vai bar bar disconnect hoi. kono solution ase ki. please thakle help koren. amr set samphony w30.

Vaijanera ato kosto na kore jara orbot dia free net use koren tader k bolci, orbot dia operamini chara browse kora jay na ta amora sobai jani.tobe download somosaay jara vugchen tara ADM download manager dia khub sohojei j kono boro file download korte parben.3 minute por connection chere dileo kono chinta nei net connect poar sathe sathei download suru hoyajabe.

    @Robin islam:
    Advanced Download Manager – এটা রুট করা সেট ছাড়া কাজ করে কিনা আমার জানা নাই ।

      @অনিক: Advanced Download Manager- এটা রুটেড এবং আনরুটেড যে কোন Android device এ কাজ করেব।

১/২ টা ফাইল ডাউনলোড করার পর কয়েকটা সমস্যা হচ্ছে ১,এক্টু পর পর ডাউনলোড থেমে যায় বার বা retry দিতে হয় ২,retry দেওয়ার পরও ডাউনলোড কেটে যায় ৩,কিছু ডাউনলোড হয়ে একা একাই আবার প্রথম থেকে ডাউনলোড হওয়া শুরু করে এর সমাধান আছে?

    @nabilawating:
    ১. রাত ৮টা থেকে ভুলেও ডাউনলোড করবেন না , তখন নেট কচ্ছপের চেয়েও স্লো থাকে
    ২. Retry সমস্যা হয় https://proxy-server.at – এটা ব্যবহার করলে , তাই ডাউনলোডের জন্য অবশ্যই https://zacebook.com/ এটা ব্যবহার করবেন ।
    ৩. ১০০ মেগাবাইটের চেয়ে বড় ফাইল ডাউনলোডে দিলে এটা হবে । এর থেকে বড় ফাইল ডাউনলোড করা যাবে না । তবে খুব সমস্যা হলে UC Browser থেকে বের হয়ে , আবার ঢুকুন ।

    আসলে ফ্রী তো , এটুকু সহ্য করাই লাগবে ।

Level 0

ভাইয়া আমি কিছুতেই কোন ফাইল ডাউনলোড করতে পারছি না
শুধু ইরর দেখায়

BAII WALTON use kori kaj ei hoy na

Level 0

Samsung (GT-S5830i) Ace ; Android Varson 2.3.6 ; Rootted ;
kintu kono Free net e connection korte parsi na.. gpmms er port dile net connection nisse na. r handelar kono soft e kaj hosse na.. ki korbo kissu buje passi na plz help me for import বাঁশ in GP.

bonus file dw hoyna ken? 404 not found.