বাংলাদেশের সকল প্রকার অ্যান্ড্রয়েডে ফ্রী নেট চালান এবং আনলিমিটেড ডাউনলোড করুন ( ডিসকানেক্ট প্রবলেম ছাড়া - ১৭.০৭.২০১৩ )
আবারো হাজির হয়ে গেলাম আমি । অবশ্যই অ্যান্ড্রয়েডের ফ্রী নেটের টিপস নিয়ে । এর আগেও অনেকের নাকি অনেক প্রবলেম হচ্ছে । তাই এবার সকল সমাধান নিয়ে এলাম । আমি SamSung Galaxy Pocket (GT-S5300) ব্যাবহার করি । এটাতে টেস্ট করেই আমি পদ্ধতিটি শেয়ার করছি । কারো কাজ নাহলে আমি ক্ষমা প্রার্থী । আর বকবক করবো না , ঘ্যাচাং করে টিপসগুলো শেয়ার করবো ।
প্রথমে আপনার মোবাইলের এখানে যান ==>
Settings==Wireless and Networks==>Mobile Networks==>Access Point Names==>
নিচের মতো ম্যানুয়াল সেটিংস করে নিন-
Name - Tipstune
APN - gpinternet
Proxy - 080.239.242.241
Port - 80
MCC - 470
MNC - 01
APN Type - internet
শুধু GingerBread ব্যবহারকারীরা 080.239.242.241 দিন । আর Ice-Cream Sandwitch এবং Jelly Bean ব্যবহারকারীরা 80.239.242.241 দিন ।
বুঝতে না পারলে নিচের স্ক্রিনশটটা দেখুন -
এবার ওপেরা মিনিটা ফটাফট ডাউনলোড করুন । আমি ওপেরা মিনির লেটেস্ট ভার্শনটাই দিলাম । [Opera Mini Next - 7.5]
ডাউনলোড করা হয়ে গেলে ওপেরাটা Install করুন । অন্য ওপেরা Install দেওয়া থাকলেও এটা কোনো ঝামেলাই করবে না।
এই কচ্ছপ দেখে ভয় পাবেন না । এটা আমার স্পেশাল ওপেরার নাম ।
এবার ওপেরাটা ওপেন করুন । তাহলেই একটা Handler Menu ওপেন হবে । FrontQuery তে নিচের কোডটি লিখুন ।
10.102.61.249:8002 @
একটা জিনিস খেয়াল রাখবেন যে 8002 এবং @ এর মাঝে যেন একটা Space থাকে । বার বার Handler Menu দেখতে না চাইলে Show On Start এর টিক চিহ্নটা তুলে দিন । বাকি ফাকা ঘরগুলোতে কিছুই করবেন না। এবার নিচের দিকে Save লেখাটাতে ক্লিক করুন । প্রথমবার ওপেরা ইন্সটল নিবে । পরেরবার থেকে আর লাগবে না ।
অপেরা ইন্সটল হয়ে গেলে অপেরার অ্যাড্রেস বারে লিখুন -
wap.gpworld.com
আপনার ওপেরটা আরামসে জি পি ওয়ার্ল্ডে ঢুকে যাবে । এবার নিচের দিকে
Facebook Login
খুজে বের করুন ।
না পারলে স্ক্রিন শট দেখুন -
এটা ওপেন করার পর নিচের মত আসবে । এটাতে ক্লিক করুন -
আপনি যদি কোন ফেসবুকে লগ ইন থাকেন তো এটা সরাসরি আপনার অ্যাকাউন্টে নিয়ে যাবে ।
নোট
আপনাকে অবশ্যই ফেসবুকে লগ ইন করতে হবে পরবর্তী স্টেপে যাবার জন্য ।
এবার আপনি কোন পোস্টে যেই লিঙ্কে যেতে চান সেটা লিখে কমেন্ট করুন বা কাওকে ম্যাসেজ দিন । আমি ২টা লিঙ্ক দিলাম ঠিক এভাবে ।
http://bdmusic24.net
http://tipstune.com
নিচের স্ক্রিন শট দেখুন -
এবার এই লিঙ্কে ক্লিক করলেই আপনার কাঙ্খিত লিঙ্কে ঢুকতে পারবেন । এবার যত বড় ইচ্ছা ফাইল ডাউনলোড করুন । আরামসে ডাউনলোড হবে , কোন ডিস কানেক্ট ছাড়াই । আমি একটা কেবল ডাউনলোড দিলাম । নিচের স্ক্রিন শট দেখুন -
ভালো স্পিড পেতে কিংবা বড় ফাইল ডাউনলোড করতে অবশ্যই জিপির P1 বাদে অন্য প্যাকেজ ইউজ করুন । আর জিপিরে তো কোন বিশ্বাস নাই , তাই কেও ফোনে টাকা রাখবেন না । এই পদ্ধতিতে যদি কোন সাইটে ঢুকে পিছনে যান তো Error আসতে পারে । Error আসলে আবার প্রথম থেকে অর্থাৎ wap.gpworld.com এ গিয়ে শুরু করতে হবে।
কাজ শেষ। আবারও জি পি রে বাঁশ দিতে দিতে বহুদূর চলে যান। আশা করি সবাই সফলভাবে কাজগুলো শেষ করতে পারবেন । তারপরও কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা করবেন । ভাল লাগলে অবশ্যই কমেন্ট করবেন , প্রবলেম হলেও জানাবেন । ভবিষ্যতে আরো ভালো কিছু নিয়ে আপনাদের সামনে আসার চেস্টা করবো । আর একটা কথা, পোস্টটা অনেক কষ্ট করে লিখলাম । অনেক সাইটেই এই পোস্টটা কপি-পেস্ট হবে । দয়া করে কেও কপি-পেস্ট করলে আমার নামটা উল্লেখ করবেন , আর অরিজিনাল পোস্ট এর লিঙ্কটা দিবেন। বাংলাদেশে এই পোস্টের একমাত্র মালিক আমি নিজেই , তাই উল্টা - পাল্টা কমেন্ট করা থেকে বিরত থাকুন । আর কেও খারাপ কমেন্ট করার আগে ভেবে করবেন। জানি না এই পদ্ধতি কতদিন কাজে লাগবে , তবু যতক্ষণ পারেন গ্রামীণফোনকে বাঁশ দিতে থাকুন । অনেক কষ্ট করে পোস্টটা পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ । আর কেও যদি এর থেকে বেশি জেনে থাকেন তো দয়া করে ১০০ হাত দূরে থাকুন ।
এই পোস্টের একমাত্র মালিক http://www.TipsTune.Com এর সম্মানিত মডারেটর anik
পোস্টি সর্বপ্রথম প্রকাশিত হয়
www.TipsTune.Com
আমি TipsTune.Com। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 132 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
excellent