আইপি এড্রেস দিয়ে কোম্পানীর নাম বের করব কিভাবে?

সুপ্রিয়, টিউনার বন্ধুরা। টেকনোলজি বিষয়ে আনেক কিছু শিখেছি এবং শিখছি এই ব্লগ থেকে। যথারীতি আজকে আমি আপনাদের কাছে একটি বিষয়ে সহযোগিতা চাইব। আমার পুরানো এক বায়ার(ওডেক্সে), আমাকে কালকে একটি কাজ পারবো কিনা জানতে চেয়েছে। কাজটি হল উনি কিছু আইপি এড্রেস দিবে। আমাকে সেগুলো দিয়ে এই আইপি এড্রেস এর কোম্পানীর নাম বের করে দিতে হবে। আশা করছি আপনাদের মধ্যে অনেকে আছেন এই কাজটি হয়তোবা আগে করছেন। অথবা জানেন কিভাবে করতে হবে। আমাকে তথা আমার মত যারা জানেনা তাদের জানাবেন বলে এক্সপার্টদের কাছে আশা করছি।

আমি কিছু সাইট এবং প্লাগইন ব্যাবহার করে বের করার চেষ্টা করেছি। কিন্তু সব আইপির তথ্য সঠিক ভাবে পাচ্ছিনা। আমার ব্যাবহৃত সাইটগুলো নিছে দিচ্ছি। এইগুলো দিয়ে ও অনেক কিছু জানা যায়। ধন্যবাদ আপনাদের সকলকে। কষ্ট করে আমার লিখাটি পড়ার জন্য।

http://www.ip-adress.com/

http://www.ip-address.org/

http://whatismyipaddress.com/

Level 0

আমি মুক্তবাণী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

“IP net Info ” software দিয়ে কাজ করতে পারবেন।