সাবধান! ‘২০ টাকায় ৩০০ এমবি ইন্টারনেট এবং ২০০ মিনিট টকটাইম!!!’
প্রতারনা আর বাটপারির মূল কাহিনী বর্তমানে ফেসবুক হয়ে গেছে।
প্রথমেই এই রকম একটা ঘটনা জেনে নেই।
গতকাল ফেবু তে একটু ঘুরাগুরি করছিলাম। হঠাৎ একটা পোষ্ট পড়ে কমেন্ট করতে গেলাম। যেয়েই মাথাটা গরম হয়ে গেলো।
একটা বাটপার+বদমাশ কমেন্টে কি বলেছে শুনে নিনঃ
রবি সিম ব্যাবহার কারীদের জন্য সুখবর।
এই মাত্র হ্যাক হলো দেশের দ্বিতীয় শির্ষ মোবাইল অপারেটর রবির ইন্টেরনেট ব্যাবস্থা।
লুফে নিন ৩০০ mb ইন্টারনেট, ৪০ মিনিট এবং ১০০SMS মাত্র ২০ টাকায়। মেয়াদ ২৫ দিন।
এজন্য আপনাকে নিচের ধাপ গুলো অনুসরণ করতে হবে।
প্রথমে মেসেজ অপশনে যান এবং লিখুন 20 এবং পাঠিয়ে দিন 121201855325067 নম্বরে। সিমে অবশ্যই ২৫ টাকা ব্যালেন্স থাকতে হবে।
এখন আসুন মূল কাহিনী তে আসি। আপনি যদি তার কথায় এভাবে SMS করেন তাহলে ৩০০ mb ইন্টারনেট, ৪০ মিনিট এবং ১০০SMS পাবেনি না। বরং আপনার মোবাইল থেকে ২০ টাকা কেটে নিয়ে ঐ বাটপারের মোবাইল এ চলে যাবে।
কিভাবে?
খুব সহজে!!
এটা হল রবির ব্যালেন্স ট্রান্সফার এর সিস্টেম।
আপনি কাওকে ধরুন ৫০ টাকা পাঠাবেন। তাহলে আপনাকে মেসেজ অপশনে যেয়ে লিখতে হবে। 50 এবং পাঠিয়ে দিতে হবে 1212018******** নাম্বারে। অর্থাৎ প্রথমে ১২১২ লিখতে হবে তারপর যার কাছে পাঠাবেন তার মোবাইল নাম্বার দিয়ে সেন্ড করতে হবে। তাহলেই তার মোবাইল এ ৫০ টাকা চলে যাবে।
আমার আর কিছু বলার নাই। যা করার আপনারাই করেন।
ঐ বাটপার+ চোরের মোবাইল নাম্বার হলঃ 01855325067
ফেবু আইডিঃ https://facebook.com/men.mc
পোষ্টটি সবার কাছে শেয়ার করার জন্য অনুরোধ করছি।
ধন্যবাদ সকলকে।
আমি ALAMINJAB। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
@Tanvir hasan786: ভাই আমার ইচ্ছা ছিলো যাওয়ার। কিন্ত শেরপুর এ থাকার কারনে যেতে পারছি না। তবে আপনাদের মঙ্গল কামনা করি। আল্লাহ আপনাদের সহায় হোন। ধন্যবাদ।