আবারো চলে আসলাম। তবে এবার একটি hacking tricks নিয়ে। আপনারা হয় তো মনে মনে ভেবেছেন যে firefox যদি automatically সব username & password সেভ করতো তাও আবার save password prompt না দেখিয়ে তাহলে আপনি খুব সহজেই আপনের pc ব্যবহার কারিদের password hack করতে পারতেন। আপনার সেই মনোকামনা পুরন করার জন্য কোন tune হয়ত techtunes এ নেই। tension নেন কেন আমি আছি না......!!!
(বি.দ্রঃ for educational purpose only)
চলুন শুরু করা যাক......ঃ
যা যা লাগবে
১. winrar এর নাম ত শুনেছেন। ওইটা pc তে installed থাকতে হবে। না থাকলে download করে নিন।
২. firefox browser (version 10 or above) (আমারটা latest ২২.০ version)
৩.notepad (তবে notepad++ হলে ভাল হয়)
৩.আর কি খুজতেসেন...!! আর কিছু লাগবেনা শুধু ধৈর্য ধরে আমার কথা গুলো সুনুন...।
যাভাবে শুরু করবেনঃ
১. প্রথমে আপনার pc তে যেখানে firefox install করা সেখানে যান। সাধারনত c:/Program files/Mozilla Firefox এটি default location । mozilla firefox folder এ গিয়ে নিচের দিকে দেখবেন একটি Omni.ja নামক ফাইল আছে। এই শালাকেই নিয়ে কাজ করতে হবে। এবার omni.ja কে আপনার অন্য কোন drive এ copy করুন। backup রাখার জন্য দুই বার copy করতে পারেন।
২.এবার omni.ja এ right click করে properties select করুন। সেখান থেকে ছবির মত change তারপর winrar select করে ok চাপুন দুই বার। এখন omni.ja এ double click করলে এটি winrar এর মাদ্দমে open হবে & এর ভিতরেরফাইল গুলো দেখা যাবে।
৩.এখন extract to button এ ক্লিক করে ok চাপুন। এর ফলে omni.ja file টি একই location এ omni folder এ extract হবে।
৪.এবার Navigate to omni\jsloader\resource\gre\components\ এবং nsLoginManagerPrompter.js ফাইলটি delete করুন।
৫.এখন আবার omni\components\ এ গিয়ে nsLoginManagerPrompter.js ফাইলটি notepad++ এ open করুন। Search করুন showSaveLoginNotification : function লাইনটি & এই full line টি ছবির মত(ছবিতে yellow রং করা অংশ) replace করে দিন নিচের code দিয়ে
var pwmgr = this._pwmgr;
pwmgr.addLogin(aLogin);
৬.এখন সব ছবির মত দেখা গেলে ফাইলটি সেভ করে দিন।
৭.এবার omni folder এ ফিরে যান। সেখানে থাকা সব কিছু সিলেক্ট করুন এবং right click করে add to archive চপুন। ছবির মত zip option & file name omni.ja লিখে ok চাপুন। দেখবেন omni folder এ একটি omni.ja ফাইল তৈ্রী হবে। এটাই আমাদের edited file যা সব কায করবে।
৮.এখন এই ফাইল টি কে c:/Program files/Mozilla Firefox ফোল্ডার এ copy & paste দিন । আগের টা replace করতে বললে তাই করুন।
৯.firefox অপেন করে option>security তে remember passwords for sites এ টিক দিন & ok চাপুন।
কাজ শেষ...... কত কষ্টই না করলেন। আপনারা যদি আমার মত ফাকি বাজ student হন তাহলে আগে থেকে edit করা ২২.০ version এর জন্য omni.ja আমার পকেট থেকে সগ্রহ করতে পারেন।
এখন যেকোন ওয়েবসাইট এ গিয়ে username & password দিয়ে লগিন করুন দেখবেন কোন password save prompt আসবে না। but id & pass সেভ হয়ে যাবে। option>security>saved password এ গিয়ে saved password গুলো দেখতে পারবেন।
এই trick টা শিখে দুইটা লাভ হয়েছে। ১. আপনি অনেনর id hack করতে পারবেন ২.নিজে hack হয়া থেকে বাচতে পারবেন। মানে যদি কখনো দেখেন যে username & password দেয়ার পর save prompt না আসে তবে plz আপনার password auto সেভ হয়ে গেছে কিনা তা দেখে নিবেন......!!!
তবে এটার কিছু limitation আছে। ভুল password দিলেও save হয়ে যাবে। যে কেও password গুলো দেখতে পারবে যদি না আপনি master password use করেন।
Important Notes:
1. Whenever Firefox gets updated, most likely the omni.ja file will be reverted to the original
কেউ এই টিউন টাকে অনৈ্তিক কাযে use করবেন না । বিশেস করে cyber cafe গুলোতে । oops বলেই দিলাম...!! একটা jokes মনে পরে গেল...
একদিন এক নৌকায় অনেক মানুসের সাথে একটা পাগল উঠলো। নৌকাটা ভাল বাবেই মাঝ নদিতে যাবার পর এক ভদ্র লোক পাগলটি কে বলল " ওই পাগল সাবধন নৌকা নাড়াইস না কিন্তু এখানে অনেক পানি " পাগল লাফাইয়া উঠে বলল " আমি তো নারানোর কথা ভুলেই গেসিলাম আগে মনে করাইয়া দিবেন না...!!" এই বলে সে নৌকাটা অই খানেই ডুবিয়ে দিল।
আমি যেটা করতে বারন করেসি জানি সবাই ওইটাই করবে। কোন প্রকার ঝামেলা হলে আমি এর দায় দায়িত্ত নিব না......!! ধরা পরলে জামিন নাই...!!
আমার এই লেখার মাঝে ওনেক ভুল ত্রুটি আছে।তবুও সব screen shot দিয়ে বোজানোর try করেছি। সবাই এই নতুন অতিথীকে উতসাহ দিয়ে আর ভাল tune করার প্রেরনা দিবেন। যেকোন বিসয় নিয়ে comment করতে পারেন। না বুঝলে তো অবশ্যই করবেন.........!!
আর আমিতো আছি ই facebook এ http://facebook.com/rayhanrm
আমি Gomonto Balok। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 105 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এটা বিস্তর গবেষণা করেছেন মনে হচ্ছে।