Windows 7 পাসওয়ার্ড হ্যাক করুন শুধুমাত্র CMD দিয়ে (windows command prompt)

আসসালামুআলাইকুম। আশা করি সবাই ভালো আছেন।

আজকে আমি আপনাদের দেখাব কি করে শুধুমাত্র উইন্ডোজ command prompt ব্যবহার করে উইন্ডোজ 7 এর পাসওয়ার্ড  হ্যাক করে বদলে ফেলা যায়।

 WITHOUT KNOWING THE PREVIOUS OR ACTUAL PASSWORD

আমদের অনেকেরই বড় ভাইবোন আছে। যাদের কম্পিউটার আমাদের খুব কষ্টের সঙ্গে চালাতে হয়। কারন প্রায়ই তারা computer পাসওয়ার্ড প্রটেকটেড রাখে। এর ফলে আমরা নিজেদের ইচ্ছে মত পিসি চালাতে পারি না। আবার অনেকের পাসওয়ার্ড হ্যাক করার শখ থাকে , তাদের জন্য নিয়ে এলাম আমার এই প্রথম টিউন টি।

আমরা ইচ্ছা করলে হ্যাকিং টা দুই ভাবে করতে পারি

১ :সম্পূর্ণভাবে বা (a - z) যা করতে আমাদের একটা ৬০০ mb এর একটা ফাইল ডাউনলোড করতে হবে 

(আপনাদের তার প্রয়োজন নাই কারন আমি আপনাদের জন্য এইটার  ১৬৫ mb এর একটা highly compressed kgb ফাইল দিয়ে দিব। ১০০% working আমি নিজে তৈরি করেছি)

তবে এক্ষেত্রে একটা সুবিধা রয়েছে আর তা হল এভাবে আপনি কম্পিউটারের মালিকের সহযোগিতা ছাড়াই পাসওয়ার্ড হ্যাক করতে সক্ষম হবেন।

২:Administrator এর  চোখের অগোচরে শুধুমাত্র cmd ব্যবহার করে

তবে এর অসুবিধা হল এর জন্য আপনাকে শুধুমাত্র প্রথমবার কম্পিউটার মালিকের সাহায্য নিয়ে কম্পিউটার ওপেন করতে হবে অর্থাৎ administrator যদি আপনাকে কম্পিউটার ওপেন করে দেয় তবেই আপনি হ্যাক করতে পারবেন

প্রথমে ২ নম্বর পদ্ধতি টা আমি আপনাদের  দেখাবো এর জন্য সবচেয়ে ভালো হয় যদি আপনারা UNLOCKER 1.9.0 download করে নেন (মাত্র ১ mb) তাহলে এইটার মাধ্যমে খুব সহজেই আপনি নিজেই administrator হয়ে খুব দ্রুত এবং সহজে হ্যাক করতে পারবেন।টেনশন নিয়েন না এটা কোন কিলগার কিংবা ভাইরাস না যা আপনার কম্পিউটারের ক্ষতি করবে। তাহলে চলুন শুরু করা যাক। তাই আগে UNLOCKER 1.9.0 ইন্সটল করে নিন। এই কাজগুলো নিশ্চয়ই আপনাকে কম্পিউটার অন করার পরে করতে হবে।

প্রথমে আপনি administrator এর সাহায্য নিয়ে কম্পিউটার অন করুন,

এবং unlocker software টা ইন্সটল করে নিন। ইন্সটলেশন কমপ্লিট করার পর নিচের ধাপ গুলো অনুসরণ করুন।

তারপর ওপেন করুন computer>c:>windows>system 32>Utilman.exe

Utilman.exe file টি right click করুন এবং Unlocker দিয়ে open করুন।

তারপর নিচের মত একটা dialogue box আসবে।

action box থেকে  Rename select  করুন।

তারপর rename box আসবে box এ 1Utilman.exe টাইপ করুন

তারপর cmd.exe file টি খুজে বের করুন এবং  copy করুন।

আপনার desktop paste এ পেস্ট করুন।

পেস্টকৃত file ফাইল টি সাধারনভাবে Rename করুন।

নাম দিন 1cmd.exe

তারপর ফাইল টির  গায়ে right click করে  unlocker দিয়ে open করুন।

action থেকে move select করুন এবং OK press করুন।

destination set করার জন্য একটি বক্স আসবে আপনি নিচের মত সিলেক্ট করুন।

computer>(c:)>windows>system 32

তারপর নিচের মত একটা message আসবে।

system 32 folder টি ওপেন করুন এবং  1cmd.exe ফাইল টি খুজে বের করে পূর্বের ন্যায়   unlocker  দিয়ে open করুন।

ওপেন করে action থেকে Rename select করুন।

বক্স টিতে Utilman.exe type করুন এবং OK দিন।  (U অক্ষর টা অবশ্যই বড় হাতের লিখবেন নতুবা সমস্যা হবে)

আপনি উপরের সব কাজ ঠিক মত করে থাকলে এই message টি আসবে।

computer restart করুন।

তারপর যখন Password Login screen আসবে আপনি screen এর নিচে বামদিকে একটা icon পাবেন (Ease of access)

এইটাতে ক্লিক করা মাত্রই Ease of access এর বদলে আপনার cmd চালু হয়ে যাবে। এরকম একটা প্রোগ্রাম চালু হবে

তারপর বক্স টিতে টাইপ করুন  net user এবং ←Enter প্রেস করুন

এরকম একটা reply message আসবে

এর মাধ্যমে আপনি Administrator এর পিসি এর আসল নামটা পেয়ে যাবেন । যেমন আমারটার নাম Rashed

এবার আপনি লিখুন   net user  আপনার administrator এর নাম * তারপর Enter চাপুন। example:-- net user Rashed *

(আপনাকে অবশ্যই administrator এর নামটা হুবাহু লেখতে হবে এবং শেষে একটা space দিয়ে shift+8 চেপে স্টার (*) আইকন টা দিতে হবে )

এবার আপনার ইচ্ছে মত নতুন একটা পাসওয়ার্ড টাইপ করুন। পাসওয়ার্ড টাইপ করলেও এটা শো করবে না ভয় পাবেন আপনি আপনার পাসওয়ার্ড লিখে Enter প্রেস করুন।

আপনার পাসওয়ার্ড এবার retype করুন। এবারও এটি শো করবেনা কিন্তু আপনি নিশ্চিন্তে পাসওয়ার্ড retype করে enter চাপুন। পাস্ওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে।

আপনি successful থাকলে নিচের মত একটা মেসেজ আসবে

এবার আপনি নিজের  বানানো পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। এখন কাজ কমপ্লিট আরামসে মজা নেন।

এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে প্রথম অংশ গুলো তো সাধারণ ভাবে copy,rename and paste করা যায় ?

|আমি বলব এভাবে যদি আপনি করেন তাহলে আপনি যদি Administrator নাও হন অন্য কোন ইউজার হন তবুও চেঞ্জ করতে পারবেন কোন permission box আসবে না। এছাড়া সাধারণভাবে windows আপনাকে একাজটি করতে দিবে না।

|এবং ২ নম্বর হল কেন আমি ease of access এর বদলে cmd করলাম কেন ?

এর কারন হল এর মাধ্যমে আপনি যেকোনো সময় যেকোনো ইউজার এর পাসওয়ার্ড চেঞ্জ করতে পাবেন। কোন ইউজার অ্যাকাউন্ট এ প্রবেশ না করেই

ধন্যবাদ সবাইকে কেমন লাগলো জানাবেন,

আশা করি পরবর্তী টিউন এ  ১ নম্বর পদ্ধতি টা দেখাতে পারব

Level 0

আমি maksud 007। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

মালিকের সাহায্য ছাড়াই উইন্ডোজ ৭ এর পাসওয়ার্ড মুছে ফেলুন। এই টিউন পরে https://www.techtunes.io/windows-7/tune-id/208772 ডাউনলোড করতে হবে মাত্র ৩এমবি।

    Level 0

    @নাফিউর রহমান: ভাইয়া আমি আপনার ওই টিউন টা পড়েছিলাম অনেক সুন্দর হয়েছে এবং ভিউারও অনেক বেশি ছিল। তবে অনেকেই সিডি বুট করে ওই কাজ টা করতে চায় না। অনেকে মনে করে তাদের পিসির ক্ষতি হবে । এজন্য তাদের জন্য আমার এই টিউন টি।
    এছাড়া আমি পরবর্তী টিউন এ আমি ১ নম্বর সিস্টেম টা দেখিয়ে দিব ইনশাল্লাহ।
    ওই পদ্ধতিতে আপনি পাসওয়ার্ড রিমুভ না করেই ডিরেক্ট হার্ডডিস্ক থেকে যে কোন জিনিস কপি করতে পারবেন।
    তবে আমি আপনাদের পাসওয়ার্ড রিমুভ করাটা দেখাব পারলে কপি করার সিস্টেম টাও দেখানোর চেষ্টা করব।
    ————————————————-কমেন্ট করার জন্য ধন্যবাদ —————————————————–

আপনার ডেস্কটপে “blutooth places” icon দেখে বুঝতে পারলাম আপনি bluesoleil সফটয়্যার ব্যবহার করেন । আপনি এই সফটয়্যার কিভাবে ফুল ভার্শন করলেন সেটা একটু জানাবেন । আমি অনেক চেষ্টা করেও এই সফটয়্যারটা ব্যবহার করতে পারতিছি না । রেজিস্ট্রেশন কি, প্যাচ যেইটাই ইউজ করি না কেন, নেট এ কানেক্ট করলেই রেজিস্ট্রেশন চেক করে, তখন আবার ট্রায়াল ভার্শন হয়ে যায় । 🙁

Level 0

ভাই, আমার পিসিতে Shift+8 দিলে * হয়না। তবে শুধু * চাপলে * হয়। আমার কি করা উচিত? শুধু * চাপলে ভুল হবে?

    Level 0

    @শুভ: ভাই আপনার বোধহয় num lock অন করা off করে দেখুন আসতে পারে।
    তাছাড়া আপনার নিয়মে স্টার চেপে দেখতে পারেন ঠিক হওয়ার কথা । সমস্যা হলে বইলেন। ধন্যবাদ

vai ete to bujhe jabe admin je tar PC te access kora hoise. Tar deya passwort ta thakbe na… :/

ভাই আমি কি দোষ করলাম…??? আমার কমেন্টের রিপ্লে দেন না কেন…??? 🙁

Level 0

thanks thanks thanks.i did it……………………………………..:p

মোবাইল হ্যাকিং নিয়ে জানতে চাই, বলার কেউ আছে নাকি ??

ভাই উইন্ডোজ ৭ বা ৮ এর বাই পাস কি আছে কি?? যদি থাকে তবে তা জানালে উপকৃত হব ।