আসেন আজ টর্চ ফেলি ডার্ক ওয়েবের উপর। আর যারা জানেন না ডার্ক ওয়েব কি তাদের বলি ডার্ক ওয়েব হল ইন্টারনেটের সেই অংশ (যেটা ভিজিবল ওয়েবের চেয়ে ৫০০ গুন বড়) যেখানে আপনি চিরাচরিত উপায়ে যেতে পারেন না।
৫০০ গুন বড় শুনে যারা ভ্রু কোচকাচ্ছেন তাদের বলি মুড়ির ঠোঙা রেখে একটু ঢুকে দেখেন ডার্ক ওয়েবে। তার পর বলবেন মামা কি দেখাইলা!!!
কি হয় ডার্ক ওয়েবে???
খিক খিক খিক!!!
এইটা কি জিগাইলেন মামা???
কি হয় না তাই কন। এইখানে সব ই আছে। সবই পাওয়া যায় ।
কথা বেশি কমু না চলেন অন্ধকার ওয়েবের উপর টর্চ ফেলি।
কি মামা? ফায়ারফক্স খুলবার লাগছেন। খিক খিক খিক!!!
চিপাগলিতে কি ভুঁড়িওয়ালা পুলিশ দৌড়াইতে পারে?? চলেন উহারে দৌড়ানি দিয়া এট্টু ছিপছিপা দাবাং কপ বানাইয়া ফালাই।
টর ব্রাউজার ফায়ারফক্সের উপর কাজ করে। কিন্তু টরের ডার্ক ওয়েবে যাওয়ার ক্ষমতা আছে।
বিল গেটসের মামারা এইখানে ক্লিক করেন(windows)
https://www.torproject.org/dist/torbrowser/tor-browser-2.3.25-8_en-US.exe
পেঙ্গুইনের চাচারা এইখানে ক্লিক করেন(linux)
এইবার ইন্সটল দিয়া ফালান। দেখেন স্টার্ট টর ব্রাউজার বলে একটা আইকন পাবেন। ডবল ক্লিক দিয়া ফালান।
খুলছে টর ব্রাউজার???
আগেই কইছি কথা কম কাজ বেশি।
আ্যাড্রেসবার-এ নিচের আ্যাড্রেসটা দিয়া এন্টার মারেন তো মামা???
http://silkroadvb5piz3r.onion/
লগইন পেজ খুলছে???
কচি করে একটা একাউন্ট রেজিস্টার করে লগ ইন করিয়ে ফালান। তারপর কি করতে হইব আর আমি কমু না..!:P:P:P
আরো ডার্ক সাইটের অ্যার্রেস চাই??? কি ভাবতাছেন??? গুগলাইবেন???
আরে রেখেন মিয়া। গুগুলের বাপও ডার্কওয়েবের সাইটগুলার আ্যাড্রেস খুজে বের করতে পারবে না। তাহলে উপায়??? চিন্তায় মাথা চুলকাইয়েন না মামা। আঙুলের আঘাতে দুইটা চারটা উকুন মারা গেলে তখন আবার উকুনাধিকার লঙ্ঘনের দায়ে পড়বেন। এই নেন কালো দুনিয়ার সার্চইঞ্জিন...
ডিপ সার্চ--> http://xycpusearchon2mc.onion.to/
টর্চ -------> http://xmh57jrzrnw6insl.onion.to/
***এইসব আকাম করার সময় নিজের ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করে নিতে ভুলবেন না। নেটকাট নামে একটা সফট্ওয়্যার আছে যা খুব ভালো ভাবে ম্যাক চেঞ্জ করে এবং এটি ফ্রি।(নেটকাটের আরও অনেক গুন আছে বিশেষত নিজের নেটওয়ার্কের ভিতরের কাউরে ডলা দিতে খুবই কামের। এই ব্যাপারে পরে কমুনে।) এখন ডাউনলোড লিঙ্ক নেন...
http://www.arcai.com/download/netcut.exe
*** লিনাক্স ইউজাররা নেটকাটের বদলে টাস্ককাট ইউস করুন।
***কোথাও নিজের ইমেল অ্যাড্রেস দেবেন না। নিতান্তই দরকার হলে একটি নতুন ইমেইল তৈরী করে দিন।
(বি: দ্র: এটি একটি এডুকেশন পারপাস পোষ্ট, ডার্ক ওয়েবে কোন ক্ষতির সম্মুখীন হলে লেখক দায়ী নয়)
*******************************************************************************************************
আপডেট: অনেকে কমেন্টে আরও লিঙ্ক চেয়েছেন। ইন্টারেস্টিং কিছু থাকলে শেয়ার করতে বলেছেন। আমি এই চাহিদার কথা পুর্বানুমান করেই কিন্তু একটি সার্চ ইঞ্জিনের অ্যাড্রেস দিয়েছিলাম। যাই হোক আরও কিছু ইন্টারেস্টিং লিঙ্ক সংযোজন করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে...
দ্য হিডেন উইকি
http://kpvz7ki2v5agwt35.onion.to/
অ্যাপেলের আইফোন ৫ দাম ৩৩০ ডলার
অ্যাপেলের আইপ্যাড উইথ রেটিনা ডিসপ্লে দাম ৩৫০ ডলার
বিশ্বাস হয় না??? নিচের অ্যাড্রেসে গুতা দেন...
http://tfwdi3izigxllure.onion.to/
আমেরিকার সিটিজেনশিপ চান বিনা ঝামেলায়??? দাম ১০০০০ ডলার
নিচের অ্যাড্রেসে গুতা দেন...
http://xfnwyig7olypdq5r.onion.to/
ইউ.কে পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্স চান???
নিচের অ্যাড্রেসে গুতা দেন...
http://vfqnd6mieccqyiit.onion.to/
http://en35tuzqmn4lofbk.onion.to/
কাউরে ডলা দিতে হবে??? প্রফেশনাল হ্যাকার ভাড়া চান???
নিচের অ্যাড্রেসে গুতা দেন...
http://2ogmrlfzdthnwkez.onion.to/
নেদারল্যান্ড, গ্রেট ব্রিটেন, কানাডা, ফ্রান্স, ডেনমার্ক, ইত্যাদি দেশের পাসপোর্ট, আইডেনটিটি কার্ড, ড্রাইভিং লাইসেন্স চাই???
নিচের অ্যাড্রেসে গুতা দেন...
http://abbujjh5vqtq77wg.onion.to/
আরো লাগবে এইরকম আকর্ষনীয় সাইটের লিঙ্ক??? নিচের অ্যাড্রেসে গুতা দিলেই পাবেন ক্যাটাগরি অনুযায়ী সাজানো প্রচুর লিঙ্ক...
http://torlinkbgs6aabns.onion.to/
http://dppmfxaacucguzpc.onion.to/
পরিশেষে আবার বলি, সার্চ ইঞ্জিন ইউজ করুন। তাহলে দেখবেন নিজেই হঠাৎ একদিন এমন জিনিষ খুজে পাবেন যে নিজেকে ভাস্কো-দা-গামা বলে হবে!!!
একটু মজা করলাম আরকি।
আশাকরি মাইন্ড করবেন না।
সেমেস্টার চলছে। শেষ হলে ডার্ক ওয়েবের আরো অন্য দিক নিয়ে লেখার ইচ্ছে আছে। অনেক অনেক ভালো থাকবেন সবাই।
আমি stollen_fusion। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ডার্ক ওয়েব সম্পর্কে অনেক কিছুই জানলাম
আরো জানতে চাই