“বিসমিল্লাহির রাহমানির রাহিম”
সবাইকে স্বাগতম আমার আজকের টিউনিং পেজে। আশা করি আপনারা সবাই ভাল আছেন। গত টিউনে আমি আপনাদেরকে কিভাবে IP এ্যাড্রেস হ্যাক করতে হয় তা সম্পর্কে বলে ছিলাম।(যারা মিস করেছেন তারা এখানে দেখে নিন।) আজ আমি আপনাদের হ্যাক কৃত IP এ্যাড্রেসের একটি ব্যবহার সম্পর্কে বলব।এটির মাধ্যমে আপনি খুব সহজেই কোন IP এ্যাড্রেসের লোকালেশন সম্পর্কে জানতে পারবেন। আরও জানতে পারবেন স্থান, দেশ, সময়, জিপ কোড, নেট স্পিড, আই.এস.পি, ডোমেন, আই.ডি.ডি কোড, আবহাওয়া সহ সবকিছু।
_________________________________________
এখন কাজের কথায় আসি…
১। প্রথমে এই সাইটে প্রবেশ করুন।
২। আপনার হ্যাক কৃত IPএ্যাড্রেসটি চিত্রের মত প্রবেশ করান।
৩। এখন কেবল মাত্র Find Location এ ক্লিক করে জেনে নিন আপনার কাঙ্খিত IP এ্যাড্রেসের সকল তথ্য।
আসা করি আমার এই অতি পিচ্চি হ্যাকিং টিপসটি আপনাদের কাজে লাগবে। আর ভাল লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন।
সবাই ভাল থাকুন এবং সুস্থ্য থাকুন এই শুভ কামনায় আপনাদের
“ আলমাস”
আমি আলমাস জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 1591 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি আপনাদের আলমাস। ছোট বেলা থেকেই স্বপ্ন দেখতে ভালবাসি, তাই স্বপ্ন বাস্তবায়নে ছুটে বেড়াই অজানা অনেক দূরে। অনেক সময় স্বপ্ন খুঁজতে গিয়ে পথ হারিয়ে যাই তখন, বিস্তীর্ণ উজানে একলা হয়ে চিহ্ন একেঁ একেঁ পথ চিনে নেই...
হুম , ধন্যযোগ