আজকে ভাই বাংলাদেশী এক ফালতু ব্লগার এবং হ্যাকার এর হাত থেকে আমার ফেসবুক আইডিটাকে রক্ষা করলাম, আমি Techtunes এ পোষ্ট লিখি এবং পাশাপাশি বাংলা বিভিন্ন ব্লগ সাইট ঘুরে বেরাই । আমি এবার Techtweets.com.bd তে ঢুকলাম একটি পোষ্ট দেখলাম নামঃ আপনার ৫০০০+ ফ্যান এর পেজ এর ফ্যান এখনি ৪ গুন করে নিন ।
পোষ্ট লিংক -> Click Here !
পোষ্ট এ কি লেখা ছিল দেখেন
Image থেকে বুঝতে না পারলে নিচে এই পোষ্ট টা হুবহু তুলে ধরলাম
“আমরা অনেকেই নতুন ফ্যান পেজ খুলে লাইক বাড়াতে পারিনা… কিংবা অনেক কষ্ট হয় ফ্যান গুলো যোগাড় করতে… তারপরেও কিছুদিন পোস্ট না দিলে ফ্যান কমে যায়.. সব দিক দিয়ে কষ্ট.. আমাদের অনেকেই আবার অন্য পেজ এর সাথে এক্সচেঞ্জ করে ফ্যান বাড়ায়.কিন্তু এইভাবে খুব কম সময়ে বেশি লাইক পাওয়া যায়না… আমি আজ আপনাদের এমন একটি ওয়েবসাইট উপহার দিব যেই সাইট এ গিয়ে কোনো রেজিস্টার করা লাগবেনা.. আপনার ফেইসবুক এর লগ ইন ইনফরমেশন দিয়ে ই লগ ইন করতে পারবেন.. লগ ইন করার পর যেই পেজ আসবে ঐখানে আপনার ৫০০০+ ফ্যান এর পেজ এর লিংক সাবমিট করতে হবে.. ঠিক ২৪ ঘন্টার মধ্যে আপনার পেজ এ ৪ গুন লাইক পাবেন… ভয় পাওয়ার কিছু নেই.. এই ওয়েবসাইট এর সিস্টেম হচ্ছে আপনি আপনার একাউন্ট দিয়ে আপনার আইডি সাবমিট করবেন.. অন্যরাও তাদের পেজ সাবমিট করবে.. এইভাবে একজন এর পেজ এর ফ্যান অন্যদের পেজ এ এক্সচেঞ্জ করা হবে… আপনি উপকৃত হলে অন্যদের সাথেও শেয়ার করতে ভুলবেন না…. ওয়েবসাইট এ যেতে এইখানে ক্লিক করুন”
তারপর দেওয়া এই লিংকটা ওপেন করলাম, এই রকম একটা পেজ ওপেন হল
পেজ লিঙ্কঃ fanexchange.eu.pn
পোষ্ট অনুযায়ী আমার ফেসবুক ইউজার মেইল এবং Password দিলাম । তারপর Sing In দেওয়া মাত্র URL Forwading হয়ে LikesASAP open হল । তক্ষনি বুঝলাম এইতো হ্যাকার, আমার ফেসবুক আইডি লগইন হবার সময় Amar Mobile এ লগইন হবার জন্য সিকুরিটি কোড আসে, সেই কোড দিতে না পারলে আমার ফেসবুক আইডি লগইন হবেনা । তারপর রাত ১২ টা ৩২ মিনিটে আমার মোবাইলএ ফেসবুক লগইন হবার সিকুরিটি কোড এসেছে, বুজলাম ঐ হ্যাকার আমার ফেসবুক আই লগইন করার বিথা চেষ্টা করছে । রাতে চিন্তা করলাম ঐ হ্যাকার এর জালিয়াতি সবাইকে প্রমান সহ জানাতে হবে । সকালে আমার ফেসবুক লগইন করার সময় এই রকম একটা পেজ ওপেন হল
তারপর আমি আমার ফেসবুক আইডি এর Password Change করলাম আর ঐ হ্যাকার এর নামে ফেসবুককে রিপোর্ট করলাম । আমি চিন্তা করলাম Techtweets আবার আমকে ভুয়া বলার চেষ্টা করতে পারে তাই একটা ভিডিও করলাম 34 sec. বিস্তারিত ভিডিওতে দেখেন ।
ভিডিও লিঙ্কঃ BD Hacker.avi - 2.7 MB
আমার একটি কথা ভাই আপনারা কখনো যে website এর শুধু সেই সাইট এ দেবেন । আমি একটা ফেসবুক পেজ তৈরি করছি সেখানে মাত্র ২৬ টা লাইক আমার ফেসবুক পেজটা শেয়ার করে আমারকে একটু হেল্প করেন ।
MY FB PAGE
ধন্যবাদ সবাইকে । আর এই পোষ্টটা যে যেখানে পারেন শেয়ার করেন, সাবধান থাকেন ।
আমি মেহেদী হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 37 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি প্রযূক্তি কে খুব ভালবাসি। আমি চাই সবার কাছ থেকে জেনে জ্ঞান বাড়াতে ও নিজের জ্ঞান শেয়ার করতে।
আমিও তো আজকে সাইন আপ করতে জাচ্ছিলাম 😮