Internet Security কেনার দিন শেষ। নিয়ে নিন Avast Internet Security; সাথে ২০৫০ সাল পর্যন্ত বৈধ লাইচেন্স……

Avast! Internet Security Licence up to 2050 by Mahabub Rajj

ভার্সিটির পরীক্ষা শেষ হল মাত্র। হাতে প্রচুর সময়। সময় থাকলেই বা কি! বাজে সময় নষ্ট করার কোন মানে হয় না। টার্গেট নিয়েছি এই মাসটাকে ফ্রীলান্সিং এর কাজে লাগাব। ভার্সিটির কয়েকজন বন্ধু মিলে একটা গ্রুপ করলাম। আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের স্বপ্নটাকে বাস্তবে রুপান্তরিত করতে পারি। আর হ্যাঁ আপনাদের কথাও ভাবতে ভুলিনি। আমি একা সুবিধা ভোগ করলে তো হবে না। আপনারা কি দোষ করেছেন?! তাই আপনাদের জন্য এই টিউনটি নিয়ে এলাম!

পূর্বে আমি Avast Free Antivirus এর ২৬ বছরের লাইচেন্স নিয়ে একটি টিউন করেছি। কিন্তু Internet Security  অ্যান্টিভাইরাসের তুলনায় অনেকগুন বেশি শক্তিশালী এবং অনেকগুণ বেশী নিরাপত্তা প্রদান করতে সক্ষম। আপনারা সবাই জানেন Avast Internet Security কিনে ব্যবহার করতে হয়। অন্যান্য internet Security’র চেয়ে দামও একটু বেশী। ১ বছরের লাইচেন্সের দাম  $50 বা ৩৯০০ টাকা। ২ বছরের লাইচেন্সের দাম  $75 বা ৫৮৫০  টাকা। ৩ বছরের লাইচেন্সের দাম $100 বা ৭৮০০ টাকা। সুত্রঃ http://www.avast.com/internet-security (যদিও বাংলাদেশে সে তুলনায় কিছুটা কম দামে কিনতে পারা যায়)

Avast! Internet Security লিখে ইন্টারনেটে ছার্চ দিলে অনেক লাইচেন্স এর সন্ধান পাবেন। ২০৫০ পর্যন্ত লাইচেন্সও পাবেন। কিন্তু দুঃখের বিষয় এই যে, ১ মাসের বেশি ব্যবহার করতে পারবেন না। কারন মেয়াদ ২০৫০ হলেও তা বৈধ করার কোন পদ্ধতি দেখানো হয়নি। কয়েক জাগায় বৈধ করার কয়েকটি Crack সফটওয়্যার পেয়েছি। কিন্তু ওগুলো Malware, Rootkit, Trojan, bat ইত্যাদি ভাইরাসে পরিপূর্ণ, যা পিসির বারোটা বাজানোর জন্য যথেষ্ট। আবার বৈধ না করা পর্যন্ত avast থেকে ৩-৪ ঘন্টা পর পর “Your avast! Internet Security is illegal and will shut down ” এই নটিফিকেশনটি আসতে থাকবে। কয়েকদিন পর আর আপডেট হবে না। একমাস পরে এমন অবস্থা হয় যে আনইনস্টল করা ছাড়া কোন উপায় থাকে না। যাইহোক, অনেক কথা বলে ফেললাম(যদিও কাজের কথা)। কিছু মনে করবেন না।

এখন চলে যাচ্ছি মূল কাজে। আপনাদের বুঝার সুবিধার্থে আমি ধাপে ধাপে করে দিচ্ছি। একটু মনোযোগ দিয়ে করলে সহজেই করতে পারবেন। আর আমি ইচ্ছে করেই কোন স্ক্রীনশট দেইনি (তবে License Tools এ Image ফোল্ডারে দরকারী কিছু স্ক্রীনশট দিয়েছি)। আমি আপনাকে খাবার রেডি করে দিতে পারি। কিন্তু খেতে হবে আপনাকেই। আপনার মুখে খাবার তুলে দেয়া আমার কাজ না। আমি অনেক সহজ ভাষায় লিখেছি। তারপরও যদি না বুঝেন তাহলে না করাই উত্তম।

ধাপ-১: 

  • avast এর পুরাতন ভার্সন বা অন্য কোন আন্টিভাইরাস থাকলে আগে আনইনস্টল করে নিন।
  • এরপর সর্বশেষ ভার্সন Avast Internet Security 8  ডাউনলোড করে নিন। ডাউনলোড লিংক
  • অন্যান্য সফটওয়্যারের মত ইনস্টল করে নিন।
  • ইনস্টল শেষ হলে পিসি রিস্টার্ট দিন।

ধাপ-২:

এবার আমরা কাজ করব লাইচেন্সের জন্য।

  • প্রথমে License Tools ফাইলটা ডাউনলোড করে নিন। ডাউনলোড লিংক
  • ডাউনলোড শেষে License Tools নামের ফাইলটা আনজিপ করে নিন।

ধাপ-৩:

  • এবার Avast internet Security প্রোগ্রামটি open করুন। Settings এ ক্লিক করুন।
  • এরপর Troubleshooting (একবারে নিচে) ক্লিক করুন।
  • এবার Troubleshooting মেনুর চার নাম্বার ঘরের টিকচিহ্নটি উঠিয়ে দিন। অর্থাৎ, Enable avast! Self defense module ঘরটি টিক চিহ্নিত থাকলে তা উঠিয়ে দিন। এর পর OK করে avast ক্লোজ করে দিন।

ধাপ-৪:

এবার License Tools ফোল্ডারটি ওপেন করুন। ওখান থেকে Mahabub.exe নামের ফাইলটি Run as administrator হিসেবে রান করান। পাসোয়ার্ড চাইলে দিবেন ZeNiX । সেটআপ শেষে পিসি পূনরায় রিস্টার্ট দিন।

ধাপ-৫:

  • Avast Internet Security ওপেন করুন। নিশ্চই দেখতে পাচ্ছেন Trial Period not activated. BUY NOW  এরকম লেখা। মানে avast মামু এখনো একটিভ  হয় নি। নো টেনশন। মে হু না!!!
  • Maintenance(avast এর মেনু) এ ক্লিক করুন।
  • তারপর Subscription এ ক্লিক করুন।
  • Active Trial Period এ ক্লিক করুন(অবশ্যই ইন্টারনেট কানেক্টেড থাকতে হবে)।
  • এবার নিশ্চই internet security active হয়ে গেলো। কিন্তু ২০৫০ সাল পর্যন্ত মেয়াদ দেখাচ্ছে না। তা দেখতে হলে আপনার পিসিকে আরো একবার রিস্টার্ট করতে হবে। একটু বিরক্তি আসতেই পারে। এই বিরক্তিটাই কিছুক্ষন পরে আপনাকে হাস্যোজ্জ্বল করে তুলবে। রিস্টার্ট করার আগে আর একটু কাজ করতে হবে।

শেষ ধাপ:

এখোনো কিন্তু আপনার Internet Security টি illegal. তাই অ্যাভস্ট মামু কিছুক্ষন পর পর “Your avast! Internet Security is illegal and will be shut down” এরকম লেখা দেখাবে। ভয়ের কিছু নেই। এরও সমাধান বের করেছি। License Tools এ Version.dll নামে একটা ফাইল দেয়া আছে। এটাকে কপি করে নিচে দেয়া দুটি ফোল্ডারে পেস্ট করুন।

C:\Program Files\AVAST Software\Avast

(C ড্রাইভ থেকে Program Files > Avast Software > Avast ফোল্ডার এর ভেতর পেস্ট করুন)

C:\Program Files\AVAST Software\Avast\Setup

(C ড্রাইভ থেকে Program Files >  Avast Software >  Avast  > Setup ফোল্ডারে পেস্ট করুন)

এবার Avast! Internet Security প্রোগ্রামটি পুনরায় ওপেন করুন। Settings এ যান। এরপর Troubleshooting এ যান। Enable avast! Self-defense module এর ঘরটি পুনরায় টিক চিহ্নিত করে OK করে দিন।

এবার রিস্টার্ট দিতে পারেন। এখন আপনার খুশি হবার পালা। নিশ্চই আপনার চোখ অনেক বড় হয়ে গেলো। হবারই কথা বটে। কারন আপনি না কিনেই Avast! Internet Security  বৈধভাবে ব্যবহার করতে পারতেছেন। তাও আবার ২০৫০ সাল পর্যন্ত।

কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনার ব্লগেও দিতে পারেন। তবে মূল টিউনারের রেফারেন্স দেয়া-না দেয়া আপনার বিবেকের উপর ছেড়ে দিলাম।

ফেসবুকে আমিঃ Facebook.com/mahabubrajj

আল্লাহ হাফেজ...।

Level 0

আমি Mahabub Rajj। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 95 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Hello World! I am here for learnig..


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

@চরম হইছে ভাই। চালিয়ে যান। এরকম আরো হট-টিউন আশা করছি।
অনেক ধন্যবাদ।

    @Next Scientist:
    আপনাদের ভালোবাসাই কাম্য। হট কিনা জানি না। তবে মানসম্মত টিউন করার চেষ্টা অব্যাহত রাখব।
    আপনাকেও ধন্যবাদ।

    Level 0

    @Next Scientist:
    নরটন internet security nite paren 160 diner genuine
    http://trickers24.tk/?p=34

Level 2

ভাই ইলিগেল সফটওয়ার কি কাজ করবে বা কম্পিউটারের জন্য ক্ষতিকারক কিনা?

    @Abdul Awal:
    অনেক ইলিগেল সফটওয়্যারে ক্ষতিকর ভাইরাস থাকে। তাই বুঝে-শুনে ইলিগেল সফটওয়্যার ব্যবহার করা উচিত।
    কিন্তু অ্যাভাস্টের ক্ষেত্রে ইলিগেল লাইচেন্সের কথা বলেছি। অ্যাভাস্ট ইলিগেল লাইচেন্স সনাক্ত করতে পারলে আর আপডেট হয় না এবং বার বার ওয়ার্নিং দেয়। এক মাস পরে আটোমেটিক বন্ধ হয়ে যায়।
    ধন্যবাদ।

Level 0

bi download link kaj kare na?

    @juwel458:
    ডাউনলোড লিংক 100% কাজ করে। ভালো করে চেক করুন।

ভাই আপনার License Tools ফাইলটার ডাউনলোড লিংক কাজ করে না। দয়া করে ঠিক করে দিন।

Level 2

License Tools ফাইলএর ডাউনলোড লিংক কাজ করে না। মিডিয়াফায়ার-এ File Unavailable for Transfer পেজটি আসে।

Level 0

আরো চার মাস আগে পাইছি ।কিন্তু প্যাচ বা crack patch or crack ব্যাবহার কে বৈধ বললেন কিভাবে ?

    @kumar:
    বৈধ বললাম কোথায়? আমি বৈধভাবে ব্যবহার করার সিস্টেম দেখালাম । এতো বেশী বুঝেন কেন ভাই?

    @kumar:
    চার মাস আগে পাইছেন তো ভালো কথা। টিউন করেন নাই কেন?
    নাকি অন্যের সাথে শেয়ার করতে মন চায় না…?!

Level 2

vai licence tools download holo, kintu mahabub.exe file palam na. shudu koita picture pelam. help korun

ধাপ-৫: Active Trial Period এ ক্লিক করুন
এটা খুজে পাই না। এই অপশন নাই। Help koren.

    @মানাযির আহসান:
    আগে Avast ওপেন করেন। তারপর Maintenance মেনুতে যান। Maintenance এর অধীনে Subscription এ ক্লিক করুন। ওখানেই দেখতে পাবেন Active Trial Period…

আমি বর্তমানে Avast Premier ইউজ করছি। নিঃসন্দেহে অসাধারণ। Internet Security থেকেও upgraded. টিউন করার সিস্টেম জানি না দেখে টিউন করিনি। আর zenix এর প্যাচ ইন্সটল করতে এত ঝামেলা হবার কথা না। zenix এর ২ ধরনের প্যাচ আছে। একটা সিম্পল এবং আরেকটা কমপ্লেক্স। কমপ্লেক্স টা ইন্সটল করলে আলাদা dll ফাইল লাগে না। Avast premier টা নামিয়ে দেখতে পারেন। ভাল লাগবে http://www.avast.com/en-us/premier

    @মুশফিকুর রহমান আবীর:
    আপনার কমেন্টের জন্য ধন্যবাদ। আপনি avast premier ব্যবহার করতে থাকেন। আর আমি আমারটা নিয়েই পরে থাকি। কি বলেন?!
    Version.dll এর কাজ হচ্ছে লাইচেন্সটাকে লিগাল করা। সিমপ্ল কমপ্লেক্স বলে আরো কমপ্লেক্স করার ইচ্ছে নাই বিধায় ওই সিস্টেমটা উল্লেখ করি নি।
    ধন্যবাদ

Level New

trial period active kore, Self defence bondho kore, version.dll copy kore restart dile 2050 porjonto active hobe. and kono illegal msg ashbe na. then self defence active and update kora jabe. eta 2050 sal porjonto ar kokhono remove korte hobe na. this is the main system. Version.dll er moddhei licence set kora ase.try kore dekhen kaaj korbe. ami 5 ta pc te chalassi.

Level 0

ভাই ACTIVE TRIAL PERIOD করার পর SUBSCRIPTION STATUS: IN TRAIL MODE দেখায় 🙁 বাকি সব কাজ ঠিক মত করেছি -_-

    Level New

    @rezadcc: active trial period korar por. trial period active hoyese. now self defence off kore version.dll file ti copy korte hobe. then restart dile kaaj ok. 2050 license active.

      Level 0

      @saif_precio: vai self defence to agei off kore raksi… bt licence file er image e SUBSCRIPTION STATUS:ACTIVE dekhai na 🙁

        @rezadcc:
        হয়ত কোথাও কিছু বাদ দিয়ে গেছেন। টিউনটা একটু ভালো করে পড়ে আবার চেস্টা করে দেখেন।
        ধন্যবাদ

          Level 0

          @Mahabub Rajj: হয়েছে ভাই 😀 অ্যান্টিভাইরাস এক্টিভ না করেই 😛

আপনি যেই লাইসেন্স টুলস দিসেন ওইটা http://virustotal.com/ এখানে যেয়ে scan দিন তাহলে মজা বুজবেন এই টুলসে কয়টা ভাইরাস আছে।যদি দিতে চান তাহলে ২-১ বছরের সিরিয়াল দেন এসব প্যাচ,ক্র্যাক দিবেন না।আমি avast দুই বছর হইলো বাদ দিছি ,avast এর প্রটেকশন ভাল না আমি AVG Internet Security 2013 ব্যবহার করি।তাও বলব সবাইকে Bitdefender ব্যবহারের জন্য।

    @আবির:
    ভাইরাস ছাড়া কোন ক্রেক তৈরী করা যায় না। ভাইরাস দিয়েই ভাইরাস প্রতিরোধক তৈরী করা হয়। একটা কাজ করেন, আপনার পিসির সব গুলো সফটওয়ার এক এক করে ওই ওয়েবসাইটে গিয়ে চেক করে দেখুন। সত্যি করে বলবেন যে কয়টা সফটওয়ার ভাইরাস মুক্ত পেয়েছেন। বড় বড় কথা না বলে নিজকে জাহির না করলে বুঝি আর সয় না।

Level 0

নরটন internet security nite paren 160 diner genuine
http://trickers24.tk/?p=34

    @mfanik:
    160 দিন পরে আপনাকে কোথায় খুজতে যাব?
    নরটনের মত স্লো আরো কয়েকটা এন্টিভাইরাসের নাম বলতে পারেন?
    যাইহোক, আপনার ট্রিকটি অনেক চমতকার একটি বলতেই হয়!!!

Level 2

Dhonnobad thekeo jodi beshi kisu thakto, ta dileo hoyto kom hoto…. all the very best to ur next successful tunes…..LIKE THIS…….

    @zottils:
    আপাতত ধন্যবাদ দিলেই চলবে…… 🙂
    আপনাকে স্বাগতম……….

মাহাবুব ভাই এক্সপি তে তো কাজ করছেনা জেনিক্স লাইসেন্স টুল টা তো এক্সপি তে run as admin হিসাবে ইন্সটল করা যায়না । এই কারনেই কি হচ্ছে না না কি সেটা বুঝতে পারছিনা। তাছাড়া আপনার দেয়া প্রতিটি ধাপই আমি ফলো করেছি। এই জন্য আমি এক্সপি তে ইন্সটল দেয়ার ব্যাপারে আপনার কাছে সাহায্য চাই।

ইন্টারনেট কানেকশন রেখে active trial priod এ ক্লিক করা মাত্রই purchage now option এসে হাজির। এমনকি .dll file দুটিও জায়গা মত পেস্ট করেছি, কিন্তু কাজ হয়না।

    @এস,এম,হুমায়ুন কবীর।:
    যদি একবারে নাই হয়, তাহলে avast এ একটা একাউন্ট করে নিন। একাউন্ট একটিভ করার সাথে সাথে লাইচেন্স একটিভ হয়ে যাবে।

Level 0

Avast! False Positive কি অন্যান্য Antivirus এর তুলনায় বেশী? আপনি কি বলেন? @ Mahabub Rajj

Level 0

I did not use Antivirus for my pc that’s why I have no idea about Antivirus. Just want to know is this antivirus active as kasperesky?

My blog post: AVOWUS

Level 0

আমি ১৯/০৬/২০১৩ তারিখে আপনার দেওয়া ধাপ গুলো সফলভাবে সম্পূর্ন করি এবং ২০৫০ সাল পর্যন্ত মেয়াদ পাই । কিন্তু গত ২-৩ দিন ধরে update হওয়ার সময় এই লেখা আসে Your avast! antivirus software is illegal
The license key you are using for your antivirus software was not provided by AVAST Software.
It was pirated/stolen. Update হচ্ছে ।এটা কি কোন সমস্যা ।যদি সমস্যা হয় তাহলে এর সমাধান কি দয়া করে জানাবেন।

    @masud13: টিউনের শেষ ধাপ অনুসরন করুন। শেষধাপে এ ব্যপারে লিখেছি।
    এই জন্যই বলেছি কয়েকবার ভালোভাবে পড়ে নিতে। কিন্তু না পড়েই কাজে নামলে এমন তো হবেই।

Level 0

antivirus nijei hacked…hahah

Level 0

ভাই আপনাকে ধন্যবাদ কিন্তু শেষ ধাপ করার পর আর কাজ করেনা একটা মেচেজ আশে তা হল- the instrution at 0x7779a1e2 referenced memory at 0x00000050. the memory could not be read. Please helpe me…,,,,

ভাই আমার ও @shahid92 ভাই এর মত মেসেজ দেখাতছে যে the instrution at 0x7779a1e2 referenced memory at 0×00000050. the memory could not be read।
আমি এখন পিসি অন করলেই এই মেসেজ দেখাই। revo unstaller দিয়ে ও আমি এটা unstall করতে পারিনি। revo unstaller ইউজ করার ফলে control panel থেকে ডিলিট হইছে কিন্তু c drive এ avast software নামে এখন ও আছে।অ্যাভাস্ট এখন যদি ডিলিট করতে যাই তাহলে you need permission from administrator to delete this file. লেখা দেখাই। আমি এখন কি করব ??

Bay ami parlam na apnar pictur golor sate amar avaster pictur mile na ar option o mile na laset giye atke gesi. parle sahajjo koren, (Avast Internet Security ওপেন করুন। নিশ্চই দেখতে পাচ্ছেন Trial Period not activated. BUY NOW এরকম লেখা। মানে avast মামু এখনো একটিভ হয় নি। নো টেনশন। মে হু না!!!
Maintenance(avast এর মেনু) এ ক্লিক করুন।
তারপর Subscription এ ক্লিক করুন।
Active Trial Period এ ক্লিক করুন(অবশ্যই ইন্টারনেট কানেক্টেড থাকতে হবে)।)

ai porjonto giye atke gesi ai opshon golo ase na