হ্যাকিং সবারই ভাল লাগে । এটি করতে সবাই রোমাঞ্চ এবং আনন্দ অনুভব করে । কিন্তু এতদুর যাবার জন্য ও কিন্তু আপনাকে আনুসঙ্গিক নিরাপত্তা ও কিছু ছোট খাটো টিপস জানতে হবে । এরকম তিনটি টিপস তাই আপনাদের জন্য নিয়ে এলাম ।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~10%3∞ ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Finding Serial Key Of Any Software Using Simple Google Trick
আপনি হয়তবা কষ্ট করে কোন সফটওয়্যার নামালেন । এরপর আপনি তা ইন্সটল দিলেন । দেয়ার পর আপনার তো মাথা গরম কাজ ই হয়না । তখন শুধু বুদ্ধি আর গুগল কে কাজে লাগিয়ে আপনি এর সমাধান পাবেন ।
94FBR হল এমন একটা কি Office 2000 Pro CD activation key এর একটা অংশ এবং নানাভাবে এটি ছড়িয়ে গেছে । আপনি যদি আপনার কাঙ্খিত সফটওয়্যার এর সাথে এই কি ওয়ার্ড কাজে লাগান তাহলে আপনি সিরিয়াল কি পাবেনই পাবেন
1. গুগল এ যান
2. এরপর টাইপ করুন Software Name 94FBR
3. এখন এন্টার চাপুন ।
How To Disable Right Click On Your Website Or Blog ?
আপনি আপনার ব্লগ এ কষ্ট করে ব্লগ পোস্ট করে বের হলেন । এরপর ফেসবুক এ লগিন করেই দেখলেন আপনার সেই লেখা কেউ নিজের নামে চালিয়ে দিচ্ছে তখন আপনার মাথা গরম না হয়ে পারেনা । তাই আমি আপনাকে এই জাভাস্ক্রিপ্ট ট্রিক দিচ্ছি ।
1. ব্লগার Dashboard এ যান এরপর ক্লিক করুন Layout.
2. এবার Add Gadgetএ ক্লিক করুন এবং Html/Javascript. সিলেক্ট করুন
আপনি শেষ লাইন এ আপনার নিজের ব্লগ সাইট এর নাম দেবেন ।
এবার সেভ করে দিন । তাহলে কাজ হয়ে যাবে ।
How to grab someone IP address ?
আমি আপনাদের দেখাব .php ফাইল দিয়ে কিভাবে কারো আইপি হাতিয়ে নেয়া যায় । এর থেকে আর সহজ উপায় এ cmd দিয়ে এ কাজ করা যায় । কিন্তু এটি পরিক্ষিত । আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে আপনি ফেসবুক বা জি মেইল এ চ্যাট ইং এর সময় এই পদ্ধতি কাজে লাগাতে পারেন
1. নিচের কোড গুলো Notepad এ কপি করে Grab.php নামে সেভ করুন (.php is must)
<?php
$hostname = gethostbyaddr($_SERVER['REMOTE_ADDR']);
$img_number = imagecreate(400,95);
$backcolor = imagecolorallocate($img_number,10,102,153);
$textcolor = imagecolorallocate($img_number,255,255,255);
imagefill($img_number,0,0,$backcolor);
$number0 = " This is Your IP/Proxy";
$number1 = " IP: $_SERVER[HTTP_X_FORWARDED_FOR]";
$number2 = " Host/Proxy: $hostname";
$number4 = " _________________________________";
Imagestring($img_number,10,5,5,$number0,$textcolor);
Imagestring($img_number,10,5,25,$number1,$textcolor);
Imagestring($img_number,10,5,45,$number2,$textcolor);
Imagestring($img_number,10,5,50,$number4,$textcolor);
Imagestring($img_number,10,8,50,$number4,$textcolor);
Imagestring($img_number,10,5,10,$number4,$textcolor);
Imagestring($img_number,10,8,10,$number4,$textcolor);
header("Content-type: image/png");
imagepng($img_number);
$file=fopen("Name-here-to-protect-the-File.txt","a");
$file2 = "- IP joined - IP/Proxy: $_SERVER[HTTP_X_FORWARDED_FOR] - Host: $hostname - '\n' ";
fwrite($file, $file2);
fclose($file);
?>
এখন যে কোন ফ্রী হোস্টিং সাইট এ এগুলো আপলোড করুন যেমন http://www.110mb.com বা http://www.hotfile.com
এরপর আপনাকে যে লিঙ্ক দেয়া হবে তা আপনি ফেসবুক বা যে কোন যায়গায় দিন । এখন কেউ এই লিঙ্ক এ ক্লিক করলে তার আইপি আপনার ফ্রী হোস্টিং সাইট এ লগ আকারে পেয়ে যাবেন
এরপর http://www.ip2location.com এ ধরনের সাইট এ আইপি দিয়ে পিং করলে তার সব তথ্য আপনি পেয়ে যাবেন ।
আচ্ছা আজ এইটুকুই । আবার পরে কথা হবে ...
এরকম অনেক কিছু পাবেন > http://www.facebook.com/CY133R এ
আর আমাকে পাবেন > http://www.facebook.com/techfreak.unknown এ
আল্লাহ হাফেয
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~10%3∞ ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি রাশেদ রাহুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 53 টি টিউন ও 50 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ।