T&T নম্বর দিয়ে এবার আপনাকে যে ডিস্টার্ব করবে তার ১২টা বাজিয়ে দিন!

কেমন আছেন সবাই? আশা করি সবাই বেশ ভালোই আছেন।আমার অবস্থা আর কিবলব?সামনে কলেজে পরীক্ষা শুরু কিন্তু পড়াশোনায় মন নেই।আপনারা দোয়া করেন যাতে পাশ মার্কসটা কোনো মতে উঠে।যাই হোক মূল আলোচনার দিকে আসি এবার।অনেকের বাসা এখন TnT ফোন থাকে।অনেকেই TnT দিয়ে ফোন করে ডিস্টার্ব করে।TnT অফিসে গিয়ে ইচ্ছা করলে TnT নম্বরের Address বের করা যায়।
কিন্তু এতো ঝামেলার মধ্যে কে যায়?? যদি আপনি নিজেই সেই ডিস্টার্বকারীর Address বের করতে পারেন ! ! !

চলুন শিখে নিই,কীভাবে আপনি এই কাজটি করবেন।
প্রথমে এখানে ক্লিক করুন http://203.112.222.42
এবার নিচের ছবির মত একটি পেজ আসবে। সেখান থেকে Login এ ক্লিক করুন।

তারপর যেই উইন্ডোটা আসবে সেখানে Login করার জন্য ২ টি বক্স দেখা যাবে।

প্রথম বক্সটিতে অর্থ্যাৎ Customer ID(Area Code+Phone) এ আপনি যেই নম্বরের Address বের করতে চান সেই নম্বরের এরিয়া কোড সহ লিখুন। [যেমন : 02XXXXXXX .এখানে ০২ এরিয়া কোড। ]
২য় বক্সে ও আপনি একই ভাবে ওই নম্ববটি এরিয়া কোড সহ বসাবেন। এরপর Login এ ক্লিক করুন।
এরপর যেই পেজটি আসবে সেইখান থেকে নিচের ছবির মত PRINT/VIEW CUSTOMER BILL সিলেক্ট করুন।

তারপর PRINT/VIEW DUPLICATE BILL (AFTER JULY 2009) অথবা PRINT/VIEW DUPLICATE BILL (BEFORE JULY 2009) সিলেক্ট করবেন।

এবার যেই পেজ আসবে সেখানে যদি PRINT/VIEW DUPLICATE BILL (AFTER JULY 2009) সিলেক্ট করে থাকেন তবে জুলাই ২০০৯ এর পরের কোন মাস এবং বছর লিখে Submit করুন।
আর যদি PRINT/VIEW DUPLICATE BILL (BEFORE JULY 2009) সিলেক্ট করে থাকেন তাহলে,জুলাই ২০০৯ এর আগের কোন মাস এবং বছর লিখে Submit করুন

 এবার নিচের ছবির মত একটি বিলের পেজ আসবে। আর আশা করি আপনারা জানেন যে, বিলের TnT বিলের পেজে বাসার ঠিকানা লেখা থাকে।

হে হে হেহ!  😉 কি এবার তাহলে যেই TnT নম্বর দিয়ে ফোনে ডিস্টার্ব করবে তার ১২টা বাজায় দিন। আরেকটা জিনিসও শিখিয়ে দেই। ইচ্ছা করলে আপনি এই সিস্টেমটা বাতিল করে দিতে পারেন যাতে কেউ আপনার TnT নম্বর দিয়ে আপনার Address বের না করতে পারে। খুব সোজা কাজ ৩য় ছবিটা লক্ষ্য করুন, সেখানে Change Password অপশনটা সিলেক্ট করে Password Change করে আপনার ইচ্ছামত Password দিয়ে দিন। ব্যস ! এবার আপনাকে কেউ বের করতে পারবে না।(BTCL অফিসের সাহায্য ছাড়া  ) 😛
[বিঃদ্রঃ পোস্টটি শিক্ষনীয়, তাই কেউ পোস্টটির Misuse করলে পোস্টের লেখক দায়ী থাকবে না ]

Level 0

আমি তৌফিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সাধারন আমি।আসাধারনের কিছুই আমার মাঝে নেই।শুধু আছে ঈশ্বর প্রদত্ত একটি ব্রেন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Ami jodi log out kori amar mob no r pabena to? R charge katbe na plz bolen.

    Level 2

    @Arif Ahmed: Its totally free. 🙂
    @তৌফিক: 2007 theke use kortesi. ekhono oneke amake call/sms kore number er against a address send korte bole. Kintu ei jinishta ekhane share kora apnar thik hoese kina bujte parsi na. karon keo jodi karo password change kore dei tahole take password reset er jonno tnt office a jogajog korte hobe. seta onek painful. tobe tune joss hoise.

      @farhadjoy: ভাই, ঠিক বলেছেন।এই জন্যই শেষে সতর্কীকরণ বার্তা দিয়েছি।:P মূলত এটা শিক্ষনীয় কিন্তু কেউ যদি মিসইউজ করে তবে তার জন্য সে নিজে দায়ী থাকবে। 🙂

Level 0

Thankx

অসাধারন টিউন…চালিয়ে যান…

খুব ভালো হয়েছে ভাই। খুব কাজের জিনিস। ধন্যবাদ আপনাকে।

আপনাকে অনেক ধন্যবাদ এটা শেয়ার করার জন্য।

Level 0

পুরাই “অতি সাধারণ” (Extra ordinary) টিউন। 😛

কাজে লাগবে,অনেক ধন্যবাদ।

Level 0

বলছিনা যে টিউনটা খারাপ হয়েছে। আর এটা আমি সহ অনেকেই আগে থেকেই জানে, কারণ বহুদিন পূর্বে এটা নিয়ে টিউন হয়েছিল। কিন্তু ভাইয়া, বাংলাদেশের প্রেক্ষিতে এই টিউন ক্ষতি ছাড়া কোন লাভ বয়ে আনবেনা 🙁 । তাই এই ধরনের টিউন করা ঠিক না। Don’t Mind.

very good.

Level 0

অসাধারণ টিউন

এক কথায় অসাধারন কিন্তু মোবাইল আলা লোকদের যদি এইভাবে বের করা যাইত তাইলে ভালো হইত আরো 😀