এবার প্রতিদিন হ্যাকিং প্র্যাকটিস করুন !!!!!!!!!!

আপনারা নিশ্চয়ই জানেন যে হ্যাকিং হল চর্চার ব্যাপার । যত চর্চা করবেন তত আয়ত্তে আসবে । আপনারা যারা sql injection , xss , dos attack, এসব শিখেছেন । তারা নিশ্চয়ই প্রতিদিন এগুলো প্র্যাকটিস করতে চান । কিন্তু প্রতিদিন তো আর ওয়েবসাইট এ হানা দেয়া যায়না । আইপি , ম্যাক পরিবর্তন করে আপনি এক দুদিন বাচবেন । কিন্তু প্রতিদিন !!!!! ধরা পড়লে আপনার কম্পিউটার এর নিরাপত্তা ঝুকিতে পড়তে পারে । তাই আজকের টিউন নিয়ে এলাম ।

মূল আলোচনায় আসি

আমিও এই বিষয় নিয়ে চিন্তিত ছিলাম । আমার এক বিদেশী বন্ধুর সাথে একদিন স্কাইপ এ কথা হল । সে বলল তার কাছে একটি সফটওয়্যার আছে । যার সাহায্যে সে সিকিউরিটি লেভেল কমিয়ে বাড়িয়ে কোড এডিট করে হ্যাকিং প্র্যাকটিস । তাই আমি কিছুদিন ব্যবহার করলাম । বর্তমানে ব্যবহার করছিনা । এর নাম হল Damn Vulnerable Web App (DVWA)। আপনি এখানে লোকাল হোস্ট সার্ভার মানে 127.0.0.1 এ প্র্যাকটিস করতে পারবেন । সোজা কথায় আপনার ব্রাউযারে আরকি ।

download : http://www.dvwa.co.uk/
6313508775_63ab738de9_z
আপনি এটি দিয়ে যে প্র্যাকটিস গুলো করতে পারবেন ;
> LFI /RFI (File Inclusion methods)
>Command Execution
>Upload Script
>Login Brute Force

কিন্তু একটা সমস্যা ??
আপনার এই সফটওয়্যার টি ইন্সটল করার জন্য XAMPP লাগবে । এটা আবার কি ?
xmapp মানে ক্রস । আর পুরো নামটা হচ্ছে

এটি হল একটি ফ্রী এবং ওপেন সোর্স ক্রস প্লাটফর্ম ।  যেখানে আপনি উপরিউক্ত প্লাটফর্ম এ কাজ করতে পারবেন । এটি এমন একটি প্রোটোকল যার মাধ্যমে যেকোনো তথ্য xml হিসেবে লেখা যায় । এটি আপনি যে কোন অপারেটিং সিস্টেম এ ব্যবহার করতে পারেন ।
windows > http://www.apachefriends.org/en/xampp-windows.html
ubuntu-linux >http://www.apachefriends.org/en/xampp-linux.html

5604উবুন্টু তে xampp কিভাবে সেটআপ করবেন ????
উবুন্টুর জন্য এটির সর্বশেষ ভার্সন 1.8.1 । যেহেতু লিনাক্স এ সেটআপ কঠিন তাই আমি এটি বলে  দিব । প্রথমে  টার্মিনাল খুলুন  এরপর নিচের কোড গুলো লিখুন ।
sudo add-apt-repository ppa:upubuntu-com/xampp
sudo apt-get update
sudo apt-get install xampp
xampp start করার আগে apacha বা mysql সার্ভার আপনাকে বন্ধকরতে হবে যদি আপনিআপ

LAMP (Linux, Apache, MySQL, PHP) মানে xampp এর মত আরেকটি ওয়েব সার্ভার ব্যবহার করেন । আর এর এর জন্য টার্মিনাল থেকে নিচের কোড গুলো রান করুন ।
sudo /etc/init.d/apache2 stop
sudo /etc/init.d/mysql stop
xampp-cp
xampp-cp-dash

আপনি নিচের কোড এর সাহায্যে ও xampp চালু করতে পারেন ।

xampp চালু হয়েছে কিনা টা দেখার জন্য আপনি নিচের কোড দিয়ে পরীক্ষা করতে পারেন ।
http://localhost
লোকাল হোস্ট এর যায়গায় আপনার আইপি দিতে হবে ।
আপনি সফল হলে এই পেজ দেখবেন ।
xampp-1.8.0কিছু বাড়তি কথা !!

এই কথাগুলো উইন্ডোজ ব্যবহার কারিদের জন্য । আপনি যদি আপনার পিসি তে এই দুটি সফটওয়্যার এর একটিও ঠিকমত সেটআপ করতে না পারেন তবে এই ভিডিও দেখবেন

আর লিনাক্স এর ভাল কোন ভিডিও পেলাম না 🙁
বিদায়ী বকবক
এই টিউন যদি খারাপ হয় অবশ্যই জানাবেন । আপনাদের মতামত অত্তান্ত জরুরি
এরকম অনেক কিছু পাবেন > http://www.facebook.com/cy133r
আর আমাকে পাবেন > http://www.facebook.com/techfreak.unknown
আল্লাহ হাফেয
মেধা সত্ত্ব  © : rashed rahul

Level 0

আমি রাশেদ রাহুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 53 টি টিউন ও 50 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Really an awesome post!!!

ভাই আমি windows 8 ব্যাববহার করি,এখানে Xampp কাজ করে না।

I have an with to hacking anything but the bigger i try more but it’s not working. My hobby i will learn about hacking, Thanks.
………………..
Ahmed tours