মোজিলা ফায়ারফক্সে একই সময়ে বিভিন্ন আইডিতে লগইন করুন

আপনার একের অধিক ফেসবুক একাউন্ট রয়েছে? কিংবা টুইটার একাউন্ট? কিংবা কোন ব্লগ/ফোরাম একাউন্ট?
যদি এমন হয় যে আপনি একসাথে একই ব্রাউজারের সাহায‌্যে অনেকগুলো আইডিতে লগইন করতে পারছেন তবে কেমন হয়?
আজ আমি আপনাদেরকে শিখাবো কীভাবে আপনি একই ব্রাউজার থেকে একই সময়ে একই নেটওয়ার্কের বিভিন্ন আইডিতে লগইন করবেন, হোক তা ফেসবুকে কিংবা টুইটারে কিংবা অন্য কোন ফোরামে।

আপনাদেরকে আমি আজ তাই শিখাচ্ছি।

তার জন্য আপনাকে মোজিলা ফায়ারফক্সে একটি এডঅনস ইন্সটল করতে হবে।
এই এডঅনসটির নাম Mltifox , যার নির্দিষ্ট ভার্শনটি আপনার নির্দিষ্ট মোজিলা ফায়ারফক্স ভার্শনে ইন্সটল করার মাধ্যমে আপনি মাল্টি-একাউন্টে লগইন করতে পারবেন।

আগে আপনার মোজিলা ফায়ারফক্সের ভার্শনটি সম্পর্কে নিশ্চিত হয়ে নিন। আপনার ব্রাউজারের মেন্যু থেকে Help এর আওতায় About Firefox এ ক্লিক করে আপনি আপনার ভার্শন সম্পর্কে জানতে পারবেন যে এটি কততম ভার্শন।
তারপর এখানে ক্লিক করে আপনার ভার্শনের সাথে সামঞ্জস্যপূর্ণ এডঅনসটি ইন্সটল করে নিন।
ইন্সটল হয়ে গেলে আপনার ব্রাউজার রি-স্টোর করার নোটিশ আসবে। আপনার ব্রাউজারটি রি-স্টোর করে নিন।

ব্যাস, হয়ে গেল।

ভাবছেন এবার কীভাবে ব্যাবহার করবেন?
তাও বলছি।

আপনার ব্রাউজারের File মেন্যুতে ক্লিক করার পর New Identity Profile অপশন পাবেন। সেখানে ক্লিক করার পর আপনি নতুন ওয়ইন্ডো পাবেন। এবার নতুন উইন্ডোতে নতুন করে আপনার অন্য সব আইডিতে লগইন করে ব্যাবহার করতে পারবে।
এইভাবে আপনি একসাথে অনেকগুলো আইডিতে লগইন করে একই সময়ে একসাথে চালাতে পারবেন।

লেখাটি সর্বপ্রথম techsebok.com এ প্রকাশিত

Level 0

আমি ইবনে হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্যবাদ…

Level 0

ধন্যবাদ

Level 0

Nice Tricks.

Level 0

Ekta upokar koren jodi jana thake..ami spam korte cai..emon kono soft ace jeta diye auto spam hobe je kono wap e onek id diye?

Thanks a lot…very nice