ফ্রি ইন্টারনেট নতুন VPN দিয়ে!!!

আপনারা অনেকে PD-Proxy দিয়ে ফ্রি নেট ব্যাবহার করেন। কিন্তু আজ আমি আপনাদের একটি ভিপিএন সম্পর্কে বলব যেটা দিয়েও ফ্রি নেট ব্যাবহার করা যায়।এতার নাম “Tunnelguru’’.

প্রথমে এই লিঙ্ক থেকে সফটওয়্যার–টি ডাউনলোড করে নিন। এখন এই লিঙ্কে গিয়ে নতুন একটা আকাউন্ট খুলে নিন। এখন আপনার username ও password দিয়ে কানেক্ট করুন। সবকিছু নিচের স্ক্রিনশট এর মত করে নিন তাহলে হবে। কানেক্ট হলে একটা শব্দ হবে । এছাড়া উপরে ঘড়ীর মত টাইম দেখাবে।

আপডেটঃ পিসিতে অবশই জাভা ইন্সটল থাকতে হবে । না থাকলে নিন এখানে

এটা দিয়ে দৈনিক ১৫০ এম বি ব্যাবহার করা যাবে ।

আমার ফেসবুক

এটাই টেকটিউন্সে আমার প্রথম পোস্ট। যদি কাজ করে তাহলে আমার ব্লগ থেকে একটু ঘুরে আসবেন । এখানে

আর ব্লগস্পট এক্সপার্টরা দেখেন তো আমার এই ব্লগে কেন দুইটার বেশি পোস্ট দেখাইতেছে না?

Level 0

আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 197 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

install kora jay na.missing file dakay……@shohel vai

vai eitar kono free package nai? free dia koto MB download kora jabe?

ভাই তুমি এটা কি দিয়েছো যে এখানে রেজিস্ট্রেশন করা যায় না। ভালোইতো ভন্ডামি লাগিয়েছো। ফাজলেমি করার একটা মাত্রা আছে আর তো দেখি সেটা তোমার বেড়ে গেছে নাকি পাবনা পাঠাতে হবে তোমাকে। যদি পাঠাতে হয় তাহলে বইলো আমি নিয়ে যাব।

    @Jahangir2812: Vai,behave valo koren…..manush vul kortei pare….apni ques korte paren,opoman na…..valo na lagle comment korben na

    @Jahangir2812:
    Boss soboi Hobe Vahlo kore Try Kore Dekhen,,,,
    Ai khotha Bolar “ফাজলেমি করার একটা মাত্রা আছে আর তো দেখি সেটা তোমার বেড়ে গেছে নাকি পাবনা পাঠাতে হবে তোমাকে”
    Apne Akbar Serch Kore Dekechen ki PDProxy Chara onno kichu ache na ki,,,,
    na hole Onno Poth Dekehn

Vai Kaj hoiche ……onek Dhonnobad

সাইফুল ইসলাম ভাই কাজ হয়েছে ।তবে আপনি আরেকটু বিস্থারিত লিখতে পারতেন ,যেমন সাইটিতে রেজিস্টেসন করার সময় IPপরির্বতন করা যাবেনা এবং ওদের ফেসবুক পেজে লাইক দিতে হবে । সবশেষে ইমেল চেক করতে হবে এবং এটা দিয়ে দৈনিক ১৫০ এম বি ব্যাবহার করা যাবে ।বিশেষ করে এটা ব্যবহারের জন্য JAVAইন্সটল থাকতে হবে ।

Level 0

connect korte parlam na

Level 0

আমার হয়েছে। ধন্যবাদ ভাই। সবকিছু ঠিকঠাক থাকলে আমার দৈনিক 150 মে.বা. ডাটাই যথেষ্ঠ

@ফয়সাল আবেদীন ধন্যবাদ আপনাকে। আসলে আমি কোন সমস্যার সম্মুখীন হয় নি। কারন আমার পিসিতে আগে থেকেই জাভা ইন্সটল করা ছিল আর টানেল্গুরুতেও আগেই সাইন আপ করা ছিল তাই এগুলো লিখতে পারি নাই। আসলে সমসসায় পরলে হয়ত জানে পারতাম । তবে সবাইকে এগুলো মনে রাখতে বলব।

Level 0

আচ্ছা FTP ব্যবহার করে সাইটে কিছু আপলোড/ডাউনলোড করলে কি ফ্রি হবে না চার্জ কাটবে?

@ stockBoi ভাই আমি FTP বুঝি না তবে ট্রাই করে দেখতে পারেন। আর আপনার সিমে টাকা থাকলে ত কাটবেই। শুধু p7 বা ৯ টাকায় ৩ mb এই পাকাগে চালু করবেন

Accpect My Friend Request

ভাই কিছু মনে করবেন না,কি বলব এত জঘন্য স্পীড কচ্ছপের গতিও এর চেয়ে ভাল।মাস খানেক আগেই ব্যবহার করছি,ফেলে রাখছি।এখনো পযন্ত পিডি ই বেষ্ট

    Level 0

    @dipu number 2: একদম ঠিক বলেছেন.. আমিও এটা অনেক আগে ব্যবহার করেছিলাম.. পিডি থেকে অনেক খারাপ স্পিড… তবে যারা পিডি দিয়ে ব্যবহার করতে পারতাছে না তাদের জন্য ভাল হইছে…

বাজে মন্তব্য এক ভাই করেছেন। এটা ঠিক না।

Level 0

ভাই এখনো কানেক্ট করতে পারতেছিনা 🙁

Level 0

কেউ পায় PD PROXY কেউ পায় TUNNELGURU R আমরা যারা ROOT ছাড়া ANDTOID চালায় তাদের কি কোন গতিই হবেনা। আপনাকে । অনেক।ধন্যবাদ সুন্দর একটি পোস্ট করার জন্য ॥

    Level 0

    @sislsm: গতি একটাই অপেরা মিনি আর প্রক্সি……

হ্যাঁ এটা ঠিক যে এখন পর্যন্ত Pd Proxy ই বেস্ট………

Level 0

আমাকে যদি একটু খোলাশা করে বলতেন কিভাবে কানেক্ট করব তাহলে উপকৃত হতাম @ সাইফুল ইসলাম সোহেল

@soto-panda পোস্টটি দেখুন এবং কমেন্ট গুল দেখুন তাহলে ক্লিয়ার বুঝবেন……

Level 0

nice tune onek din agei dekheche but try kora hoyni.

Level 0

ভাইয়েরা আমার, এত দিন থেকে শুধু পিডি প্রক্সী নিয়া নিষ্চিন্তে বইসা থাকলে কি চলবে ? পিডি প্রক্সী কে হ্যাক করে পিডি প্রক্সীর আই পি ও পোর্ট আপেন ভিপিএন দিয়া চালানোর মজা কবে নিবেন ? একটু মাতা খাটান তাহলে আপনারা ও আমার মত ২০/২৫ কেবি স্পীট ব্যবহার করতে পারবেন এই পদ্ধিতিতে। মণে রাখবেন পিডি প্রক্সীর আইপি এন্ড পোট আর অপেন ভিপি এন এর ফাইল এই দুইটাই আসল সম্পদ ফ্রী নেটের জন্য। আসা করি বুদ্ধিমানরা ব্যাপারটা ভালই বুঝতে পেরেছেন। আমি কিন্তু একজন সচেতন নাগরীক তাই খুলাখোলী সব এখানে বললাম না, কারণ এখানে জিপির আনেক দালাল ভাইয়েরা আছেন।

    @kamzbd: ভাইয়া আপনি যদি আমাকে ডিটেইলটা একটু মেইল করেন তবে কৃতজ্ঞ থাকব।
    ইমেইল[email protected]

    @kamzbd: ভাই আমি পিডি চালাই কিন্তু স্পিড খুবই খারাপ আগে ভালই পেতাম। আরও একটি সমস্যা রাত 7.30-8.00 পর আর পিডি কানেক্ট করতে পারি না। ডেমো 1/2 UPD/ICMP কোনটাতেই না। আবার মাঝে মাঝে কানেক্ট হয় এবং লেখাও আসে Successfully connect to the server কিন্তু কোন পেইজ ওপেন করলে ওপেন হয় না ও পিডির ব্যান্ডউত আপডাউন করে না। ভাই একটু হেল্প করেন চির কৃতজ্ঞ থাকব। টিটিতে এখন পর্যন্ত কারও কাছে হেল্প চেয়ে বিফল হইনি। আামর মেইল [email protected]

    @kamzbd: সালাম ভাই,আমার ইমেইল দিয়ে দিলাম। আপনি যে পদ্ধতির কথা বলেছেন সেটি আমাকে মেইল করে জানালে আপনার কাছে কৃতজ্ঞ থাকব।। ভাল থাকবেন
    [email protected]

    @kamzbd: pd proxy te ca.crt nei. Oenvpn salate gele ota lage. Apni kothai paisen. Duniar keo imean india hacker o parenai . Ar apni kothai paisen

    @kamzbdvhai amak aktu detail a bolben amar mail id [email protected]:

Level 2

@kamzbdভাই বিস্তারিত বলেন plz plz ইমেইল:[email protected]

    @শরীফুল ইসলাম: ভাইয়া আপনি কি BTCL এর নেটের বাপারে কিছু জানেন? প্লিস আমার একটু দরকার । আমি ব্যবহার করি। কিন্তু একটু সমস্যায় আছি যদি আপনি জানেন প্লিস আমাকে একটু বলবেন।@sany10:

ভাই কষ্ট করে টিউনটি করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে

ভাইয়া আপনি কি BTCL এর নেটের বাপারে কিছু জানেন? প্লিস আমার একটু দরকার । আমি ব্যবহার করি। কিন্তু একটু সমস্যায় আছি যদি আপনি জানেন প্লিস আমাকে একটু বলবেন।

Level 0

Nice but slow speed

@kamzbd ভাই আমাকেও একটু দিয়েন প্লিজ [email protected]

slow speed!!!! baje jinish…….!!!!!

kamzbd ভাই আমার ইমেইল নং [email protected] দয়া করে আমাকে পুরাপুরি নিয়ম টা জানান আমি তাহলে আপনার কাসে কৃতজ্ঞ থাকব। কিভাবে পিডী প্রক্সির পোর্ট আর আইপি ওপেন ভিপিএন এ সেট করব

Level 0

nice share.i’ll try.

http://rechargebd8.blogspot.com/

vy, কেও কি ‘Handy Alarm pro v1’ এর সিরিয়াল বা creack দিতে পারবেন, দরকার ছিলো

সাইফুল ইসলাম সোহেল Thank You.

Level 0

@kamzbd:আপনি যে পদ্ধতির কথা বলেছেন সেটি আমাকে মেইল করে জানালে আপনার কাছে কৃতজ্ঞ থাকব।।
[email protected]
soby free net use kore kintu ami akon o free net use korte pai ny 🙁
pd proxy diye ki citycell a free net use kora jy?

ভাই আমার সবই ঠিক আছে কিন্তু… আমি DNS পরিবর্তন করতে পারতেছিনা একটু হেল্প করেন প্লিজ।

@kamzbd: ভাইয়া আপনি যদি আমাকে ডিটেইলটা একটু মেইল করেন তবে কৃতজ্ঞ থাকব।
[email protected]

@kamzbd: ভাইয়া আমি আপনার এই কমেন্ট টা আরেকটা পোষ্ট এ পেয়ে চেষ্টা করে ছিলাম কিন্তু পারিনি, যদি আমাকে ডিটেইলটা একটু মেইল করেন তবে কৃতজ্ঞ থাকব।
[email protected]

Level New

vai kaj hoise but khube baje speed. atar chaite pd-proxyr speed khube valo.
sundor tune. thank u.

@kamzbd: ভাইয়া আপনি যদি আমাকে PD-Proxy ডিটেইলটা একটু মেইল করেন তবে কৃতজ্ঞ থাকব।
[email protected]

Level 0

kaj korena. sob kisu thik ache bt connect hoyna. error dekhay.

kamzbd ভাই আমার ইমেইল [email protected] দয়া করে আমাকে পুরাপুরি নিয়ম টা জানান আমি তাহলে আপনার কাছে কৃতজ্ঞ থাকব। কিভাবে পিডী প্রক্সির পোর্ট আর আইপি ওপেন ভিপিএন এ সেট করব

Thank you vai…kaj korse…..!!!!!!!!!!!!!!!!!!

Level New

@kamzbd: ভাইয়া আপনি যদি আমাকে PD-Proxy ডিটেইলটা একটু মেইল করেন তবে কৃতজ্ঞ থাকব।
[email protected]

Level 0

@kamzbd: ভাইয়া আপনি যদি আমাকে PD-Proxy ডিটেইলটা একটু মেইল করেন তবে কৃতজ্ঞ থাকব। [email protected]

Level 2

ধন্যবাদ সোহেল ভাই। সমস্যা একটাই- আনলিমিটেড পাচ্ছি না। অন্যদিকে স্পীডে সমস্যা। একদিকে পেলে আরেকদিকে পাই না।

সাইফুল ইসলাম সোহেল ভাই আপনি main পোস্ট টা কোথায় করা আছে এটা উল্লেখ করেন নি । আমি 28 মার্চ 2013 তারিখে একটা পোস্ট করেছিলাম techtunes.io অ্যান্ড http://bdrong.com/rony545153/tips-and-tricks/5842 এ । ইচ্ছে হলে একবার দেখে আসতে পারেন । এই সাইট এর এডমিন আমার পোস্টটাকে remove করে দিয়ে এই পোস্টটা দিছে । দিক তাতে আমার কোন কষ্ট নেই । কিন্তু আপনি এখানে আপনার নামে চালায় দিলেন বলে কষ্ট পেলাম । আর হা পারলে এরপর থেকে অরিজিনাল পোস্ট এর লিঙ্ক দিয়ে দিবেন । আর হা আপনাদের বলছি যদি tuunelguru চালাতে গিয়ে কোন রখম সমস্যা হয় তবে https://www.facebook.com/Tunnelguru.Bangladesh লিঙ্ক এ দেখেন । আর একটা কথা PD এর চেয়ে tunnelguru অনেক ভাল স্পীড দিচ্ছে । আর কেউ যদি Unlimited করতে চান তা হলে এই লিঙ্ক এ দেখেন । এখানে বাংলাদেশ এর হেল্পলাইন এর নাম্বার দেওয়া আছে । http://forum.tunnelguru.com/viewtopic.php?f=20&t=25562&sid=6122a57f92cd62b394f7de009c0c8308 আশা করি আপনা ভালো থাকবেন । VPN ওয়ার্ল্ড এ আপনাকে স্বাগতম । আর হা সাইফুল ইসলাম সোহেল ভাই অন্নের পোস্ট নিজের বলে চালায় দিবেন না। ধন্যবাদ

ভাই এ ধরনের নেট আমার দরকার নাই। এর চেয়ে ভাল কিছু থাকলে তাহলে পেশ করেন……………

ভাই টিটির মোবাইল সাইটের ডোমেইন নাম কি???

    @SIFATchowdhury: mobi.techtunes.io -ই টিটির মোবাইল সাইটের ডোমেইন নাম……

      @Crazy_SOPNIL: ধন্যবাদ। পিডি প্রক্সি আর টানেলগুরু একসাথে চালানো যায়???????????????????????????

Level 0

@kamzbd vai plz help

[email protected]

Level 0

@kamzbd: ভাইয়া আপনি যদি আমাকে ডিটেইলটা একটু মেইল করেন তবে কৃতজ্ঞ থাকব।
Email:[email protected]

Level 0

@kamzbd vai plz help… ke vabe 2 ta dara 25/30 speed pabo… details plz
[email protected]

@kamzbd: ভাইয়া আপনি যদি আমাকে PD-Proxy ডিটেইলটা একটু মেইল করেন তবে কৃতজ্ঞ থাকব।
[email protected]

Level 0

PD-Proxy এর ওয়েভ সাইটে গেলে PD-Proxy ডিটেইল পাবেন আর অপেন ভি,পি,এন এর Faq পড়লে অপেন ভি,পি,এন কিভাবে সেট করতে হয় তা বুঝতে পারবেন। দু:ক্ষিত যে সবার ইমেইলে ডিটেইল পাটাতে না পারার জন্য।

Level 0

আমি এটা ব্যবহার করেছি। এটাতে ফ্রী অ্যাকাউন্ট-এর মেয়াদ মাত্র ৩ দিন। এর পরে আর ব্যবহার করা যায় না। স্পিড অসন্তোষজনক।

আতো স্লও স্পীড …। ইউস করা জাই না।

slow speed

Level 0

vai jai connect hoto bt akn to r connect e hoy na demo server a.. onno server connect howar jonno initial packet ney bt premium account na thakay r connect hoy na. bt demo server a to connect e hoy na.. plz saiful vai help me.. parle akta premium account diya den… plz
tnx in advance..