শিরোনামে হ্যাকিং শব্দটি না থাকলেও, আপনি বুঝতে পারবেন এটি হ্যাকিং টিউন। যা হোক তাহলে কাজ শুরু করে দিন...
আমরা ধাপে ধাপে কাজ এগিয়ে নেব। প্রথমে আপনার ওয়েবসাইটের আইপি যানতে হবে।
চলুন আইপি বের করি
আমি গুগল কে ব্যবহার করছি। কিন্তু গুগল হ্যাক এত সহয নয়। সুধু উদাহরণ দেবার জন্য ধরছি।
প্রথমে start>run>cmd তে যান এখন সেখানে ping লিখে স্পেস দিয়ে ওয়েবসাইট এর ইউ আর এল টি লিখুন।
এরপর আইপি অ্যাড্রেস আসতে ১ সেকেন্ড এর কম সময় লাগবে।
এখন আপনাকে দেখতে হবে আইপি অ্যাড্রেস টি অনলাইন এ আছে কিনা। এর জন্য সুধু আপনাকে start>run>cmd তে যেয়ে ping লিখে আইপি লিখে enter দিতে হবে। সেটি যদি অনলাইন এ থাকে তবে সেখান থেকে উত্তর আসবে। ধরি আইপি অনলাইন এ আছে। এখন খোলা পোর্ট এর জন্য স্ক্যান করতে হবে। এর জন্য advance port scanner ব্যবহার করতে পারেন।
http://www.scanwith.com/download/Advanced_Port_Scanner.htm
এখন আপনি খোলা পোর্ট পেয়ে গেলেন । সেগুলো অ্যাক্সেস করার জন্য আপনি telnet ব্যবহার করতে পারেন । start >run telnet লিখে এন্টার দিন ।আর বন্ধ থাকলে Control panel > Add remove programs > add windows components.এ যেয়ে খুলে নিন ।
এখানে telnet এর প্রতাক্ষ কোন কাজ নেই।
এখন আপনার telnet এনাবল হয়ে গেল। strt>run> cmd তে যান। সেখানে telnet [IP address] [Port] এটি লিখে enter দিন।
এখন আপনার কাছে লগিন ইনফরমেশন চাবে। আপনি brute force ব্যবহার করতে থাকবেন ।
আর আপনি যদি একদমই নতুন হন তাহলে এই টুল টি নামিয়ে নিন।
http://en.softonic.com/s/brute-force
শেষ কথা
উপরের টেকনিক সবথেকে ভাল কায করবে কোন কম্পিউটার আইপির উপর। তাহলে চলে যাই।
আপনাদের অনেক প্রস্ন থাকতে পারে । অবশ্যই জিজ্ঞেস করবেন।
আমার সঙ্গে যুক্ত হতে পারেন
http://www.facebook.com/techfreak.unknown
আর এসব নিয়ে বেসি আগ্রহী??? চলে আসুন এখানে
http://www.facebook.com/CY133R
আল্লাহ হাফেয
আমি রাশেদ রাহুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 53 টি টিউন ও 50 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Control panel > Add remove programs > add windows components
ভাই এখানে গিয়ে কোন টেলনেট পাই নাই। এখন কী করতে পারি? আমি Windows XP-3 ব্যবহার করি। Screen Shoot দিলে ভাল হত।