প্রোজেক্ট মার্ডার: গ্রামীণফোন ইন্টারনেট ফ্রি ব্যবহার করুন পিসিতে। (পর্ব ১)

হাই! আমি গেমওয়ালা! ইদানিং দেখছি চারিদিকে জিপি ফ্রি ইন্টারনেট নিয়ে ব্যাপক পোষ্ট। তাহালে আমি কেন বসে থাকবে! তবে আমি আপনাদের নিয়ে এসেছি ফ্রি ইন্টারনেট নিয়ে পুরো ধারাবাহিক টিউন “প্রজেক্ট মার্ডার”!

শুরুতেই বলে নেই টিউনটি ধারাবাহিক কেন। সম্মানিত গ্রামীণফোন কর্তৃপক্ষ যেকোনো সময় এই প্রোক্সি গুলো বন্ধ করে দিতে পারবে। তবে চিন-ার কোনো কারণ নেই। আমার কাছে ৪০০০০ এর বেমি প্রোক্সি রয়েছে। এই প্রোক্সি গুলো দিয়ে প্রজেক্ট মার্ডার আমি ২ বছর ধরে টিউন করতে পারবো। সমস্যা নেই।

এখন এই পোষ্টে সরাসরি প্রোক্সি শেয়ার করলে গ্রামীণফোন কর্তৃপক্ষের লোকজন বন্ধ করে দিবে। তাই আমি কমেন্টটে আপনাদের সাহায্য চাচ্ছি যে, কিভাবে গোপনে প্রোক্সি শেয়ার করতে পারি। আপনারা আমাকে আইডিয়া দিন।

তবে প্রথম পর্বে আমি আমার নিজের মতো করে প্রক্সি শেয়ার করবো। মাইন্ড করবেন না।

প্রোক্সি ডাউনলোড লিংক:

http://www.facebook.com/photo.php?fbid=630058217019751&set=a.552911908067716.93197396.552903374735236&type=1&relevant_count=1

সরাসরি প্রোক্সি কোড দিতে পারছি না বলে আন-রিকভাবে দুঃখিত।

প্রোক্সি যেভাবে পিসিতে ব্যবহার করবেন:

১। প্রথমে ডাউনলোড লিংক থেকে প্রোক্সি সংগ্রহণ করুন।

২। আপনার মোজিলা ফায়ারফক্স ব্রাউজার ওপেন করুন। মোজিলা ব্যাতিত অন্যান্য ব্রাউজারে এইটা প্রযোজ্য নয়।

৩। এরপর টুলস থেকে অপশনস এ যান।

৪। অপশনস ডায়ালগ বক্স আসলে সেখান থেকে এডভান্স ট্যাবে ক্লিক করুন। সেখান থেকে নেটওয়ার্কস ট্যাবে ক্লিক করুন। সেখান থেকে সবচেয়ে উপরে সেটিংস তে ক্লিক করুন।

৫। কানেক্টশনস ডায়ালগ বক্স আসলে সেখানে ম্যানুয়াল প্রোক্সি কনফিগারেশন অপশনটি একটিভ করুন এবং এইচ.টি.টি.পি প্রোক্সি বক্সে ডাউনলোডকৃত প্রোক্সি কোড টি কপি-পেষ্ট করুন এবং পোর্ট অপশনে ৮০ লিখুন। ওকে তে ক্লিক দিয়ে বেরিয়ে আসুন।

৬। সেটিং করা শেষ এবার ব্রাউজিং করার পালা! এবার এডড্রেস বারে লিখুন wap.gpgamestore.com , নিচের মতো একটি পেজ আসবে।

৭। এখন দেখুন ওয়েব ইউ.আর.এল এর পাশে আরেকটি এডড্রেস বার আছে। সেখানে আপনার পছন্দ মত ওয়েবসাইট লিখুন এবং ব্রাউজ করুন ফ্রি! ফ্রি!! ফ্রি!!!

ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার নিয়ে ফ্রি ডাউনলোড করার নিয়ম:

১। প্রথমে প্রোক্সি কোড টি সংগ্রহ করুন এখান থেকে।

২। ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ওপেন করুন। অপশনস এ যান। সেখান থেকে প্রোক্সি / শকস ট্যাবে যান। ইউস প্রোক্সি তে টিক চিহ্ন দিয়ে প্রোক্সি কোডটি কপি-পেষ্ট করুন, পোর্ট দিন ৮০। এরপর ওকে তে ক্লিক করে বেরিয়ে আসুন।

এবার মোজিলা ফায়ারফক্স ওপেন করুন যেটি আপনি প্রোক্সি কোড দিয়ে ব্যবহার করেন। এবার ডাউনলোড করুন বড় বড় ফাইন ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার দিয়ে।

চায়নিজ  সেটে  এই  প্রোক্সি  ব্যবহার  করতে  পারেন  এইভাবে:

APN: gpinternet

Proxy: ***.**.****.****

Port: 80

homepage: wap.gpgamestore.com

এই সেটিং দিয়ে একটি ব্রাউজিং প্রোফাইল তৈরি করে আপনার সেটের ডিফল্ট ব্রাউজার চালু করুন। হোমপেজে আসলে ওই রকম আরেকটি ব্রাউজার অপশন পাবেন। একই ভাবে ব্যবহার করুন আর মজা নিন।

বি:দ্র:

১। এই পদ্ধতি জাভা সার্পোট করে না। তাই ফেসবুক সহ অন্যান্য জাভা বেসেইড সাইট আসবে না।

২। এটি থার্ড পার্টি নেট । তাই পাসওর্য়াড দিবেন না। মানে ফেসবুক বা অন্যান্য সাইট যেগুলোতে ঢুকতে হলে পাসওর্য়াড দরকার সেসব সাইট এই দিয়ে ব্রাউজ করবেন না। না হলে আপনার আইডি হ্যাক হতে পারে।

৩। গ্রামীণফোন কর্তৃপক্ষ এই প্রোক্সি বন্ধ করে দিলে কমেন্ট করে আমাকে জানান। পরবর্তী প্রোক্সি নিয়ে প্রোজেক্ট মার্ডারে আমি আবার আসবো।

৪। ভাল স্পিড পেতে পি১ প্যাকেজ ব্যাতিত যেকোনো ইন্টারনেট প্যাকেজ ব্যবহার করুন।

৫। এইভাবে নেট ব্যবহার করলে আপনার কোনো টাকা কাটবে না। তবে দেশের ব্যান্ডউইথ বিনা টাকা রিচার্জে খরচ হবে, মানে সরকার এতে কোনো রাজস্ব পাবে না। এখন ভেবে দেখুন দেশের ক্ষতি করে ফ্রি নেট ব্যবহার করবেন নাকি।

ধন্যবাদ।

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ট্রাই করে দেখি হয় কিনা? আপনি মেইল করেও যানাতে পারেন। [email protected]

Level 0

আমি বিনা টাকায় ব্যবহার করার বিপক্ষে কিন্তু এত সস্তায় কিনে গলা কাটা দামে আমাদের কাছে বিক্রি করা যেমন ঠিক না, তেমন-ই সরকারের উচিত এদেরকে একটা নিয়মের ভিতরে বেধে দেওয়া, সরকারের দামের থেকে কত % লাভ করে ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে বিক্রি করতে পারবে; ইন্টারনেট প্রভাইডার গুলো এখন যেটা করে সেটাকে ব্যবসা বলা ভুল হবে, ডাকাতি বা পকেট কাটা বলাতে হইতো কাছাকাছি একটা কিছু বলতে পারলাম মনে করি।
সরকার আর ইন্টারনেট প্রভাইডার গুলো সহনশীল দামে বিক্রির ব্যবস্থা করবে যাতে করে কারোর ফ্রি ইন্টারনেটের পিছনে সময় খরজ করতে না হয়।

Level 0

ফয়সাল মুন্সী আপনাদের মত বুকা মার্কা লোক গুলোর জন্য টউনারদের উৎসাহ কমে জায়-না আসতে ইচ্ছে করলে আসেন না তাতে টিটির কোন ভাব মূতি কমবে না বুঝলেন-আর খুব ভাল পোষ্ট করেছেন ভা্যল লাগল।

Level 0

tutul vai correct bolsen

tuner bhai apnake thanks….

Level 0

Vhai……java support kore( Youtube ) amon proxy karo kase thakle pls shear koron…….

Level 0

ভাই ডাউনলোড করলে php file ডাউনলোড হয়. কি ভাবে ডাউনলোড করবো একটু clear ভাবে বলেন

প্রক্সি ডাউনলোড পদ্ধতি টা দেখে খুব মজা পাইলাম 🙂

Level 0

vhi amake code ta din please @ [email protected]

Level 0

jotil system.. 😛

Level 0

ভাই আপনাকে অনেক ধন্যবাদ সরাসরি না দেয়ার জন্য। বাকি সবাইকে বিনীত আবেদন এই রকম সরাসরি পোস্ট না করার জন্য।আপনার কাছে লাখ লাখ প্রোক্সি আছে কিন্তু আমাদের কাছে নাই।এই পদ্দতি গুলো GP বন্ধ করে দিলে আমরা যারা ব্যবহার করছি তারাই বিপুদে পড়ব।

Level 0

WARNING WARNING WARNING আপনার প্রক্সি দেখা যাচ্ছে।আপনি যখন ফায়ারফক্সে প্রক্সি চেঞ্জ করতে যায় use this proxy serve to all……….টিক দিয়েছেন তারপর নিচে দেখুন ঝাপসা হলেও আপনার প্রক্সি দেখা যাচ্ছে ।টিউনটি আপডেট করেন।
সময় পালে আমাকেও মেইল করিয়েন। [email protected]
ধন্যবাদ

Level 0

ভাই আপনার এই টিউন থেকে আমার অনেক উপকার হইছে.. কারণ আপনি যখন বললেন আপনার কাছে অনেক প্রক্সি আছে তখন আমার মাথায় একটা চিন্তা ঢুকে গেল এবং আমি সেটা করলাম এবং হয়ে গেলে.. এখন আমিও বলতে পারি আমার কাছে অনেক প্রক্সি আছে… ধন্যবাদ আপনাকে… 🙂

    Level 0

    ভাই, Triks টা কি আমাকে একটু Mail করবেন? খুব উপকৃত হতাম। আমার email ID: [email protected]

Level 0

জটিল তো চালাইয়া যান 😛

চলাইয়া যান ভাইয়া………….

Level 0

media fire e to pelam na. [email protected] এ কিছু প্রক্সি পাঠিয়ে দিন

আমি pd-proxy use করি

ভাই সবকিচু ঠিকভাবে করলাম কিন্তু 4proxy.de এই পেজটার web url অংশ আসতেচেনাা

Level 0

ভাই, Triks টা কি আমাকে একটু Mail করবেন Pls,? খুব উপকৃত হতাম।
আমার email ID: [email protected]

ভাই, আমার তো সব ঠিকই আছে। কিন্তু এভাবে নেট ইউজ করার পরও আগের মতই ডাটা (mb) কেটে নিচ্ছে, কারণ কি?
এর সমাধান দিবেন, প্লিজ। আমি জিপি সিম ইউজ করছি।

free ney ar proxy golo amar email a patale khoshi hobo ([email protected])

Level 0

Sobkichu tiktak vabe korechi,,, But MB Katche……….?

Bhai, Amake kichu proxy mail korben, Please.
Address: [email protected]

proxy kothay paowa jay bhai?

vhi amake code ta din please [email protected]

Level 0

vai teletalk 3G er kono free chalanur tricks ase ki?
Please Janan

Triks টা কি আমাকে একটু Mail করবেন? খুব উপকৃত হতাম। আমার email ID: [email protected]
please ভাইয়া proxy gulo diben

Level 0

ভাই, Proxy টা কি আমাকে একটু Mail করবেন? আমার email ID: [email protected]

[email protected]
Brother Tips ta mail e janaile upokito hoitm.

download speed koto..