ভিপিএন কী ?
Virtual Private Network বা VPN ইন্টারনেটের একটি ভার্চুয়াল “টানেল” যার মাধ্যমে আপনার ডাটা আপনার কম্পিউটার থেকে আদান প্রদান করতে পারে। ভিপিএন বলতে একটি কাল্পনিক প্রাইভেট নেটওয়ার্কের কথা বলা হচ্ছে।
পাবলিক নেটওর্য়াক বা ইন্টারনেটে যেহেতু পৃথিবীর সবাই সংযুক্ত তাই এখানে তথ্যের গোপনীয়তা ফাঁস হয়ে যাবার একটা ঝুঁকি আছে। যেহেতু ইন্টারনেট ব্যবহার করে সরাসরি তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে তথ্যের গোপনীয়তা ফাঁস হয়ে যাবার একটা ঝুঁকি থাকে, তাই ইন্টারনেট ব্যবহার করে নিজের নেটওয়ার্কে সংযুক্ত হওয়ার নিরাপদ পদ্ধতি হল VPN। এই পদ্ধতিতে ব্যবহারকারী এবং প্রাইভেট নেটওয়ার্ককে সংযুক্ত করার জন্য ইন্টারনেটে একটি কাল্পনিক সুড়ঙ্গ তৈরী হয়।
নিচের ইমেজ টির মাধ্যমে ব্যাপার টা পরিষ্কার করা যাকঃ
তার মানে আপনি যখন ভিপিএন নেটওয়ার্ক এর সাথে সংযুক্ত হবেন তখন আপনার সকল তথ্য নিরাপদ এমনকি আপনার অবস্থান নির্ণয় ও সম্ভব হবে না। তার মানে ভিপিএন নেটওয়ার্ক এর সাথে আপনি যুক্ত হয়ে যা খুশি করতে পারবেন ! :পি
ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক এ সংযুক্ত হওার জন্য বেশ কিছু উপায় রয়েছে। আপনি বেশ কিছু জনপ্রিয় সফটওয়্যার ব্যাবহার করতে পারেন। কিনবা আপনি কন্ট্রোল প্যানেল থেকে ভিপিএন ইনফর্মেশন দিয়ে আক্সেস করতে পারেন ।
ভিপিএন শ্রেণীবিভাগঃ
ভিপিএন কে কয়েকটি ভাগে ভাগ করা যেতে পারে। যথাঃ
১। ট্রাফিক প্রটোকলে ব্যাবহারিত টানেল,
২। টানেল টারমিনাশন পয়েন্ট,
৩। নিরাপত্তা প্রদান এর টানেল,
৪। দূরবর্তী আক্সেস এর টানেল ।
একটি VPN সার্ভারে VPN ক্লায়েন্ট একটি বাহ্যিক নেটওয়ার্ক ইন্টারফেসের মাধ্যমে সংযুক্ত হতে পারেন।
ভিপিএন নেটওয়ার্ক ফ্রী কিনাবা প্রিমিয়াম হতে পারে। ফ্রী ভিপিএন নেটওয়ার্ক দিয়ে থাকে ওপেন ভিপিএন। তাছারা কিছু ভিপিএন নেটওয়ার্ক ফ্রী ও প্রিমিয়াম উভয় সার্ভিস দিয়ে থাকে। তবে ফ্রী অ্যাকাউন্ট এর ক্ষেত্রে লিমিটেড আক্সেস বরাদ্দ থাকে যাতে করে আপনি নির্দিষ্ট পরিমান ব্যান্ডউইথ ব্যাবহার করতে পারেন। যেমনঃ পিডি প্রক্স্যি ভিপিএন ।
ভিপিএন এর জন্য সবেচেয়ে নিরভর যোগ্য হল openVPN এটি একটি ওপেন সোর্স ভিপিএন টানেল । ওপেন ভিপিএন এর ওয়েব অ্যাড্রেসঃ http://www.OpenVpn.Org
কেন ব্যাবহার করবেন ?
[১] আপনার অবস্থান জাতে কেউ ট্রাক করতে না পারে।
[২] এক্সট্রা সিকিউরিটি এর জন্য ।
[৩] আইপি হাইড করা।
[৪] আইএসপি তে ব্লক করা সাইট ভিজিট করা।
অর্থাৎ আপনার আইএসপি তে কোন সাইট ব্লক থাকলেও আপনি তা ভিজিট করতে পারবেন । যেমনঃ এখন ইউটিউব দেশে এখন বন্ধ। আপনি চাইলে ভিপিএন দিয়ে এটি ব্যাবহার করতে পারেন ।
ভিপিএন ইন্সটলেশন
বিভিন্ন ভিপিএন সার্ভিস রয়েছে তবে আপনাদের ভিপিএন ব্যাবহারের সবচেয়ে সহজ পদ্ধতি আপনাদের দেখাব ।
সফটওয়্যার টির নাম SpotFlux.ডাউনলোড করে নিনঃ এখান থেকে
ইন্সটল করুন তারপর রান করুন এরকম উইন্ডো আসবে ।
এটি মুলত ওপেন ভিপিএন এর সারভার ব্যাবহার করে। তবে ভাল কাজ করে এবং কোন ধরনের রেজিস্ট্রেশান এর প্রয়োজন নেই । সফটওয়্যার টির জন্য প্রয়োজন হবে জাভা এনভাইরনমেন্ট। আপনার কম্পিউটার এ না থাকলে ইন্সটলেশন এর সময় জাভা ইন্সটল হতে থাকবে ।
আমি hacking24-bd। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আগেই জানা ছিল।
নতুনদের কাজে লাগবে। একদম সাজানো গোছানো পোস্ট 😛
ধন্যবাদ।