ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (VPN) কী , কেন, কিভাবে ? । হ্যাকিং ২৪ বিডি .

 

ভিপিএন কী ?

Virtual Private Network বা VPN ইন্টারনেটের একটি ভার্চুয়াল “টানেল” যার মাধ্যমে আপনার ডাটা আপনার কম্পিউটার থেকে আদান প্রদান করতে পারে। ভিপিএন বলতে একটি কাল্পনিক প্রাইভেট নেটওয়ার্কের কথা  বলা হচ্ছে।

পাবলিক নেটওর্য়াক বা ইন্টারনেটে যেহেতু পৃথিবীর সবাই সংযুক্ত তাই এখানে তথ্যের গোপনীয়তা ফাঁস হয়ে যাবার একটা ঝুঁকি আছে। যেহেতু ইন্টারনেট ব্যবহার করে সরাসরি তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে তথ্যের গোপনীয়তা ফাঁস হয়ে যাবার একটা ঝুঁকি থাকে, তাই ইন্টারনেট ব্যবহার করে নিজের নেটওয়ার্কে সংযুক্ত হওয়ার নিরাপদ পদ্ধতি হল VPN। এই পদ্ধতিতে ব্যবহারকারী এবং প্রাইভেট নেটওয়ার্ককে সংযুক্ত করার জন্য ইন্টারনেটে একটি কাল্পনিক সুড়ঙ্গ তৈরী হয়।

নিচের ইমেজ টির মাধ্যমে ব্যাপার টা পরিষ্কার করা যাকঃ

 

তার মানে আপনি যখন ভিপিএন নেটওয়ার্ক এর সাথে সংযুক্ত হবেন তখন আপনার সকল তথ্য নিরাপদ এমনকি আপনার অবস্থান নির্ণয় ও সম্ভব হবে না। তার মানে ভিপিএন নেটওয়ার্ক এর সাথে আপনি যুক্ত হয়ে যা খুশি করতে পারবেন ! :পি

ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক এ সংযুক্ত হওার জন্য বেশ কিছু উপায় রয়েছে। আপনি বেশ কিছু জনপ্রিয় সফটওয়্যার ব্যাবহার করতে পারেন। কিনবা আপনি কন্ট্রোল প্যানেল থেকে ভিপিএন ইনফর্মেশন দিয়ে আক্সেস করতে পারেন ।

ভিপিএন শ্রেণীবিভাগঃ

ভিপিএন কে কয়েকটি ভাগে ভাগ করা যেতে পারে। যথাঃ

১। ট্রাফিক প্রটোকলে ব্যাবহারিত টানেল,

২। টানেল টারমিনাশন পয়েন্ট,

৩। নিরাপত্তা প্রদান এর টানেল,

৪। দূরবর্তী আক্সেস এর টানেল ।

একটি VPN সার্ভারে VPN ক্লায়েন্ট একটি বাহ্যিক নেটওয়ার্ক ইন্টারফেসের মাধ্যমে সংযুক্ত হতে পারেন।

ভিপিএন নেটওয়ার্ক ফ্রী কিনাবা প্রিমিয়াম হতে পারে। ফ্রী ভিপিএন নেটওয়ার্ক দিয়ে থাকে ওপেন ভিপিএন। তাছারা কিছু ভিপিএন নেটওয়ার্ক ফ্রী ও প্রিমিয়াম উভয় সার্ভিস দিয়ে থাকে। তবে ফ্রী অ্যাকাউন্ট এর ক্ষেত্রে লিমিটেড আক্সেস বরাদ্দ থাকে যাতে করে আপনি নির্দিষ্ট পরিমান ব্যান্ডউইথ ব্যাবহার করতে পারেন। যেমনঃ পিডি প্রক্স্যি ভিপিএন ।

ভিপিএন এর জন্য সবেচেয়ে নিরভর যোগ্য হল openVPN এটি একটি ওপেন সোর্স ভিপিএন টানেল । ওপেন ভিপিএন এর ওয়েব অ্যাড্রেসঃ http://www.OpenVpn.Org

কেন ব্যাবহার করবেন ?

[১] আপনার অবস্থান জাতে কেউ ট্রাক করতে না পারে।

[২] এক্সট্রা সিকিউরিটি এর জন্য ।

[৩] আইপি হাইড করা।

[৪] আইএসপি তে ব্লক করা সাইট ভিজিট করা।

অর্থাৎ আপনার আইএসপি তে কোন সাইট ব্লক থাকলেও আপনি তা ভিজিট করতে পারবেন । যেমনঃ এখন ইউটিউব দেশে এখন বন্ধ। আপনি চাইলে ভিপিএন দিয়ে এটি ব্যাবহার করতে পারেন ।

ভিপিএন ইন্সটলেশন

বিভিন্ন ভিপিএন সার্ভিস রয়েছে তবে আপনাদের ভিপিএন ব্যাবহারের সবচেয়ে সহজ পদ্ধতি আপনাদের দেখাব ।

সফটওয়্যার টির নাম SpotFlux.ডাউনলোড করে নিনঃ এখান থেকে 

ইন্সটল করুন তারপর রান করুন এরকম উইন্ডো আসবে ।

এটি মুলত ওপেন ভিপিএন এর সারভার ব্যাবহার করে। তবে ভাল কাজ করে এবং কোন ধরনের রেজিস্ট্রেশান এর প্রয়োজন নেই । সফটওয়্যার টির জন্য প্রয়োজন হবে জাভা এনভাইরনমেন্ট। আপনার কম্পিউটার এ না থাকলে ইন্সটলেশন এর সময় জাভা ইন্সটল হতে থাকবে ।

হ্যাকিং ২৪ বিডি 'র 

Level 0

আমি hacking24-bd। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আগেই জানা ছিল।
নতুনদের কাজে লাগবে। একদম সাজানো গোছানো পোস্ট 😛

ধন্যবাদ।

Level 0

mamu open vpn dia ki vabe free net chole?

ধন্যবাদ।

Level 0

অনেক ধন্যবাদ

Level 0

@শৌভিক তালুকদার vaia amr email: [email protected]. doya korw amakew free net chalanor upay ta mail kore janaben plz

ধন্যবাদ ।

Level 0

bro amader moto helpless man ke apnar moto gani manus jodi help na kore tahole amra koi jai bolen,plz plz bro [email protected] ei mail e free net chalanor genuin tricks (not pd proxy) mail koren.
plz plz plz…

bro vhai amar Email tate diben kintu [email protected]

Bro give me pls [email protected]

SpotFlux. dia daily koto MB data use kora jai…plz ask me later

SALAM VAI. Please amake FREE internet tricks ti mail kore deben.. My mail ID : [email protected]

Thank you.

এটা বুঝলাম কিন্তু প্রশ্ন হচ্ছে আমি ড্রয়েডভিপিএন ব্যাবহার করে জিপিতে ফ্রী নেট চালাই কিন্তু একই জিনিস কেন অন্য অপারেটর এ কাজ করে না। মানে প্রক্সি হয় কিন্তু ফ্রি নেট চলে না। অন্য অপারেটরে যতক্ষণ আমার ডাটা আছে ততক্ষণই শুধু নেট চলে।

Level 0

I shall be glad if u send me
the way to browse net. Pls brother.
My email: [email protected]

Level 0

I mean , vpn e free net chalanor upai. my email: [email protected] . Pls send koren bia.

Level 0

THANX Brother

vaya apni jai software ta disen aita dia to free net chalano jabe na….just sudhu ip hide and isp te block kora website visit kora jabe………..

Level New

vi apni ki vabe free net use koren . Amake akto mail koren plz plz. [email protected]

Level 0

plz send my mile
[email protected]
free vpn tricks plz vai.

Level 0

hahahahaaa…..কি post কি comment দেয়..কি শিখাতে চাইল আর কি শিখল…।হাইরে বাঙালি..

হাহাহা………………………….. যেইটা জানে না সেইতা নিয়া নাড়াচাড়া করে হাইরে বাঙালি……..

Level 0

Download hoi na.Atke jay.

Please SHowvik brother mail me your free net tips: [email protected]

plz send me at “[email protected]

Level 0

vai ami ki? pabo na? amake o diyen please – [email protected]

@শৌভিক তালুকদার vai mail me: [email protected]

Level 2

ভাই আমাকেও একটু মেইল করেন। [email protected]

ভাই দেওয়ার যদি ইছ্চা থাকত তাহলে এতক্ষনে দিয়ে দিত,কেন পিডি কী কাজ করছে না,যদি কাজ করে থাকে তাহলে এত চিল্লানী কেন করতেছেন ভাইয়েরা, দেকন Cooment Korchen Khokhon R Akhon Porjonto Kono Replay Nai

wow……

ভাই আমাকেও একটু মেইল করেন [email protected]

@শৌভিক তালুকদার VAIA plz send the tricks [email protected]……………

Allah……pd,c,open ei typ vpn gular jonno now VPN manei free net:(

ভাইয়ারা ভাল করে দেখুন Post/Tune টা কিন্ত আমার না। আমি শুধু বলেছিলাম “এই ব্যপারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর “@khanbappyCSE: ভাই এর মনে হয় হয় সেটা বুঝতে সমস্যা হয়েছে। এই পোষ্ট এর যেকোনো বিষয়ে “লেখক” এর সাথে যোগাযোগ করুন। !ধন্যবাদ!

ভাল হয়েছে। চালিয়ে যান।

বেপার টা মজা পাইলাম vpn স নিয়ে লেখা । আর বেশির ভাগ লোক ফ্রি নেট নিয়ে পইড়া আছে । আজিব -_-
anyway… vpn সম্পর্কে আমার জানা ছিলো না । পোস্টটি থেকে থেকে জানতে পারলাম। ধন্যবাদ শেয়ার করার জন্য।