আসুন দেখি হ্যাকাররা কোন ব্রাউজার ব্যবহার করে ?

OWASP Mantra  হল এমন একটি ওয়েব ব্রাউজার যা  ছোট বড় সব ধরণের হ্যাকারদের কাছে সবচেয়ে প্রিয় ব্রাউজার। অবশ্য এটি শুধু হ্যাকিং করতে ব্যবহৃত হয় না হ্যাকিং প্রতিরোধ করতেও ব্যবহৃত হয়। যারা ওয়েব সাইট নিরাপত্তা নিয়ে কাজ করেন তারাও এটি ব্যবহার করেন। আসুন দেখি OWASP Mantra কি, এর সুবিধা কি, কি কাজে লাগে, আমরা যারা সাধারন ব্যবহারকারি তারা এটা ব্যবহার করতে পারবো কিনা?

  

Mantra কি?

Mantra হল একটি ওয়েব ব্রাউজার যা হ্যাকার এবং নিরাপত্তা বিশেষজ্ঞদের জন্য সবচেয়ে Recommended  ব্রাউজার। এটি Mozilla Firefox এবং Google Chromium এর উপর নির্ভর করে কাস্টমাইজ ওপেন সোর্স ওয়েব ব্রাউজার।

Mantra এর সুবিধা কি? 

১) পোর্টেবল, যে কোন জায়গায় যে কোন সময় ব্যবহার করতে পারবেন, ইন্সটল এর কোন জামেলা নাই।

২) ক্রস প্ল্যাটফর্ম, এটি Windows, Mac, Linux সব প্লাটফর্ম সাপোর্ট করে, তাই আপনি যে প্লাটফর্ম এ কাজ করুণ না কেন এটি ব্যবহার করতে কোন সমস্যা নাই।

৩) এটি দ্বারা আক্রমণাত্মক এবং আত্মরক্ষামূলক নিরাপত্তা সম্পর্কিত কাজগুলো সহজ ভাবে এক সাথে করা যায়।

৪) ওপেন সোর্স বলে আপনি নিজেও কাস্টমাইজ করে নিতে পারবেন ।

৫) এটির  Mozilla Firefox এবং Google Chromium based দুটি আলাদা ভার্সন আছে, যে যেটাতে অভ্যস্ত সে সেটা নামিয়ে কাজ করতে পারবে।

Mantra কি কাজে লাগে?

এটি দিয়ে আপনি স্পিডি ব্রাওসিং সহ ওয়েব সাইট এর বিভিন্ন ইনফর্মেশন যেমনঃ সাইটটি কোথায় হোস্ট করা, এর আইপি অ্যাড্রেস কত, এটিতে কোন CMS এবং Other Tools ব্যবহার করা হয়েছে কিনা ইত্যাদি জানতে পারবেন । এর সাথে সাথে সাইটটির কোন দুর্বলতা আছে কিনা, সাইটটির নিরাপত্তা কেমন তাও জানতে পারবেন। এ দুর্বলতা খুজে বের করে আপনি সাইটটির উপর আক্রমন চালাতে পারবেন বা সাইটের নিরাপত্তা ত্রুটি দূর করতে ব্যবস্থা গ্রহন করতে পারবেন। এটির সাথে আছে বিভিন্ন নিরাপত্তা টুলকিট, বিভিন্ন সরঞ্জাম বা অ্যাডঅনস যা দিয়ে আপনি আরও অনেক কিছু করতে পারবেন।

আমাদের মত সাধারণ ব্যবহারকারীরা ব্যবহার করতে পারবে কি?

হ্যাঁ অবশ্যই, এটি বেশ সিকিউর, ফাস্ট এবং Firefox এবং Google Chromium এর উপর তৈরি বলে সহজ এ যে কেউ ব্যবহার করতে পারবে। এর নানা সুবিধা সাধারণ ব্যবহারকারিদের কাজকে আরও সহজ করে করার সুবিধা প্রদান করে।

ডাউনলোডঃ

http://www.getmantra.com/download/mantra-security-toolkit.html

http://www.getmantra.com/download/mantra-on-chromium.html

বিদ্রঃ কোন প্রকার ভুল ত্রুটি  হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল ।


Level 0

আমি হাসিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ । নামিয়ে দেখি

    আপনাকেও ধন্যবাদ । অবশ্যই নামিয়ে দেখবেন আশা করি ভাল লাগবে ।

thankss —- নামিয়ে দেখি

thanks….. আশা করি সামনেও আরও ভাল টিউন করবেন…।

    আপনাকেও ধন্যবাদ । চেষ্টা করব, স্বল্প জ্ঞানে আর কি কি নতুন টিউন করা যায় ।

Level 0

টিউনের জন্য ধন্যবাদ । চেক করে দেখে নিই কেমন কাজ করে ।

কোন অভিজ্ঞ ভাই কমেন্ট করুন, এটা আসেলেই কোন নিরাপদ কিনা? কোন সমস্যা আছে কিনা, কোন সমস্যা না থাকলে আর এই তথ্য গুলো সঠিক হলে এটা আমার ব্যবহার করা দরকার।

    আপনাকেও ধন্যবাদ । এটির সম্পর্কে ইন্টারনেট সার্চ করে বিস্তারিত জানতে পারবেন, এটি নিরাপদ কিনা তাও বুজতে পারবেন এবং কিভাবে এটি দ্বারা কাজ করা যায় এ সম্পকেও বিস্তারিত টিউটোরিয়াল পেয়ে যাবেন । @মোঃ আবুল বাশার:

Level 0

ওয়ালটন প্রিমোতে Jellybean 4.1.1 install করতে চান ? তাহলে এখানে যান :
http://forum.xda-developers.com/showthread.php?t=1788936
আছে আরও অনেক custom rom collection.

Level 0

duto link e ki 1tai software?

    প্রথম লিঙ্কটা firefox based ২য় লিঙ্কটা google chromium (Chrome) based Mantra browser .@biplob roy:

Level 0

Nice টিউন ………

    আপনাকেও ধন্যবাদ । ব্যবহার করে দেখুন ভাল লাগতেই হবে। @Kazi Ainul:

Vhai, pasword save korle kono jhuki’r sommukheen hote hobe nato? Apni koto din jabot use kortesen?

    একটু ঝামেলায় থাকার কারনে Reply দিতে দেরি হল এর জন্য ক্ষমা করবেন। Password save করলে কোন সমস্যা নাই, তবে এটি portable বলে আপনি extract file টি কাওকে দিবেন না, শুধু exe ফাইল দিবেন, যদি দেন তাহলে আপনার password চলে যাবে। আমি প্রায় ১ বছর ধরে ব্যবহার করছি । @☼⊱~◖ray2ker◗~⊰☼:

o vhai, site e to dhuktei partisina, kew ki arokom problem e porsen?

Level 0

ভাই আমি ডাউনলোড করেছি ও ইনোস্টল ও করেছি কিন্তু কিছুই আসলোনা…….পারলে জানাবেন…….নাম ছিলো Mantra Lexicon Win EN ৫২.৯মে.বা.

    একটু ঝামেলায় থাকার কারনে Reply দিতে দেরি হল এর জন্য ক্ষমা করবেন। ভাই যেটা download করেছেন সেটা ঠিক আছে । এটা portable তাই setup হয় না extract হয় । আপনার download কৃত Mantra Lexicon Win EN ৫২.৯মে.বা. file টা setup দিলে যেখানে আপনার download কৃত file আছে সেখানে MontraPortable নামে একটা Folder তৈরি হবে তার ভিতরে পেয়ে জাবেন MontraPortable.exe এটা চালু করলে browser open হবে । @Shagor24:

গুগল এ what browser do hackers use লিখে সার্চ দিয়ে দেখলাম যে অপেরা ব্রাউজার হ্যাকার রা ব্যাবহার করেন । OWASP Mantra সম্পর্কে কিছু পেলাম না ।

    একটু ঝামেলায় থাকার কারনে Reply দিতে দেরি হল এর জন্য ক্ষমা করবেন। আপনি OWSAP Mantra লিখে সার্চ দেন পেয়ে যাবেন । ধন্যবাদ @Jubair Rahman:

তবে ব্রাউজার টির সুবিধা গুলো ভাল লেগেছে । ধন্যবাদ ।

Level 0

যদিও হ্যাকিং সম্পর্কে কিছুই জানিনা তবে ব্রাউজারটি ভাল লেগেছে।