হ্যাক করা হল মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েব সাইট

আজ সকালে চ্যাটিং করার সময় জানতে পারলাম হ্যাক হয়েছে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েব সাইট। বিশ্বাষ না হলে এখনই ঘুরে আসুন ওয়েব সাইটটি থেকে। হ্যাক করেছে Pal-Li0ns Team নামের একটি হ্যাকার গ্রুপ। সাইটের হোমপেজ সহ সকল পেজে এই নামেই তারা দায়-দায়িত্ব স্বীকার করে নিয়েছে। তারা এই হ্যাক করে মূলত ফিলিস্তিনে নিরীহ মানুষ হত্যার প্রতিবাদ জানাচ্ছে। উপরে তাদের হ্যাক করার কারন ইসরাইল, যুক্তরাষ্ট্র এবং ডেনমার্কের প্রতি ঘৃনা এবং তাদের মেইল এ্যাড্রেস দিয়ে রাখলেও সাইটের মূল কনটেন্ট তারা নষ্ট করেনি যা তারা প্রতি পেজে তাদের লেখার নিচে দিয়ে রেখেছে। তারা সাইট এডমিনকে পরবর্তী সময়ে আরো ভাল সিকিউরিটি ব্যাবহার করার পরামর্শ দিয়েছে।

doodle

তবে আমার মনে হয় সব এডমিনদেরই সিকিউরিটির প্রতি নজর দেয়া উচিত কারন অনেক সাইটই চরম ঝুঁকির মাঝে আছে। যেমন নিচের ছবিটি টিউটো ভাইয়ের সাইটের। যা গতকাল রাতে তার সাইট ভিজিট করার সময় দেখেছিলাম। এ অবস্থা কিছু সময়ে জন্য স্থায়ী ছিল তার সাইটে তখন আমি এই স্ক্রীন শটটি নিয়ে রাখি।

untitled

Level 0

আমি প্রযুক্তি প্রেমী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 2157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই

আমিও দুইটাই দেখলাম, কিন্তু শাকিল ভাই, কেমনে হইলও তাই কন, না হইলে কিন্তু মাইনাচ দিমু 😛

    আমি কেমনে কমু যারা হ্যাক করছে ওরা মেইল এ্যাড্রেস দিয়া রাখছে ওদের সাথে যোগাযোগ করে দেখতে পার

ভালো লাগচে আরো সতর্ক হতে হবে 🙂

    হ ভালো লাগব না তোমার, কারো পৌষ মাস আর কারো সর্বনাশ এই আর কি

    ব্বাবহ, মিন্টু যে !!!!!!!!
    রাতে কি করোস????

Level New

শািকল ভাই আপনােক ধন্যবাদ,আপনার িকছু িটউন পড় েত password চায় ,দয়া ক ের আমােক িক password ি দ েবন আমার ইেমইল id [email protected]

    তাই নাকি? জটিল সমস্যা……………….. আমিও দেখেছি…………..হূমম দেখি কি করা যায়

Level New

হ্যাক করাটা মোটেই কাম্য নয়। তারপরও চোর তার কার্য শেষ করে গিরস্ত কে তার সম্পদের প্রতি সচেতন করে দেয়।………………… কিন্তু যে কোন নিষিধ কাজ করতে আলাদা একটা তৃপ্তী অনুভব করা যায় That’s Wright

আসলে আমাদের দেশের ওয়েব সাইট গুলোর সিকিউরিটির অবস্থা খুব ই করুণ।এ সকল হ্যাকিং থেকে এটাই বোঝা যায় যে আমাদের দেশের ই-কর্মাস আগামীতে অনেক ঝুকির মধ্যে রয়েছে।সংবাদটা দেবার জন্য ধন্যবাদ.

ভাই জটিল টিউন করলেন শাকিল আরেফিন ভাই ।

শাকল ভাই আপনাক ধন্যবাদ,আপনর কিছু টিউন পড় তে password চায় ,দয়া ক রে আমাকে ক password দি বেন আমার ইেমইল [email protected]

    কিন্তু আমি নিজেও পাসওয়ার্ড দিয়ে দেখলাম কাজ হয় না। জটিল সমস্যা 🙁

hack korar mojai alada.amio hack korte chai

ভালোই,যত হ্যাকার,ততই ভাল প্রোগামার।
শাকিল ভাই কেমন আছেন ।

    হূমম……………আমি ভালোই আছি, আপনি কেমন আছেন? আপনাকে তো এখন আর দেখাই যায় না

    ভাল,জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ভাই………………তাই

    ঠিক বুঝলাম না, আপনার কি হয়েছে ভাই?

হু আসলে ওরা নিরুপায়। এইভাবে ফিলিস্তিনে মানুষদের মারা হচ্ছে। সারা পৃথিবী শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে, কিছু বলছেনা। তো ব্যাচারারা কি করবে? ওয়েবসাইট হ্যাক করে আমাদের জানিয়ে দিতে চায় আমরা কতটা স্বার্থপর, এটা একটা অপরাধ, তবে অসহায় আর্তনাদের ভাষা অনেক সময় আইনের সীমা মানেনা। তবে ভাইয়েরা হ্যাক করছেন, করেন, করাতে করাতে নাসার সাইট হ্যাক করেন, অথবা ইউএস ডিপার্টমেন্ট অব স্টেট হ্যাক করেন, আই এম এফ হ্যাক করেন, ওয়ার্ল্ড ব্যাংক হ্যক করেন। আমরা ছোট খাট মানুষ, আমাদেরগুলো হ্যক কইরা বেশী লাভ নাই।

মানারত ইউনিভার্সিটি বলে কিছু আছে তা এই পোস্ট পড়ে জানতে পারলাম 😛