হ্যাকিং এর সময় ম্যাক এড্রেস পরিবর্তনের প্রয়োজনীয়তা এবং এর উপায়

আপনারা হ্যাকিং এর সাথে পরিচিত। অনেকে হ্যাকিং এর সময় আইপি পরিবর্তন করে নেন।এতে আপনি ওয়েবসাইট বা সফটওয়্যার এর সাহায্য নেন।কিন্তু আপনি কি জানেন আপনার  Media Access Control address (MAC address) এর সাহায্যে অই মাধ্যম এবং আপনার আইপি দুটোই বের করা যায়।এ সম্পরকে আর না বললাম।ম্যাক সম্পর্কে আর জানতে http://en.wikipedia.org/wiki/MAC_address ঠিকানায় চলে যান। চলুন ম্যাক এড্রেস পরিবর্তন। করি। আমি কিন্তু হ্যাকিং এর মধ্যে white hat hacking কে প্রাধান্য দিচ্ছি।কেউ খারাপ উদ্দেশে বোধ করি ব্যবহার করবেন না।
ম্যাক এড্রেস পরিবর্তন

প্রথম পদ্ধতি

আপনি আপনার পিসির network connection properties এ প্রবেশ করুন
এখান থেকে Advanced Tab>network address সিলিক্ট করুন ।এখান থেকে ভেলু কে custom করে দিন। এবং ম্যাক এড্রেস ইচ্ছামত পরিবর্তন করুন।আপ্নি ১২ টার বেশি সংখ্যা ব্যবহার করতে পারবেন না

Method1 2 হ্যাকিং এর সময় ম্যাক এড্রেস পরিবর্তনের প্রয়োজনীয়তা এবং এর উপায়
Method1 2 হ্যাকিং এর সময় ম্যাক এড্রেস পরিবর্তনের প্রয়োজনীয়তা এবং এর উপায়

Method1 2 হ্যাকিং এর সময় ম্যাক এড্রেস পরিবর্তনের প্রয়োজনীয়তা এবং এর উপায়“ipconfig /all” command prompet (cmd)এ লিখে দেখুন   পরিবর্তন হয়েছে কিনা দেখুন যদি না হয় তবে পরবর্তী নিয়ম দেখুন


দ্বিতীয় পদ্ধতি
run
এ যান এবং “regedit” ওপেন করুন।

ওপেন করার পর নিচের পথ অনুসরণ করুন
HKEY_LOCAL_MACHINE > SYSTEM > CurrentControlSet > Control > Class > {4D36E972-E325-11CE-BFC1-08002BE10318}
আপনি এই লোকেশন এ যাবার পর নতুন এন্ট্রি ফোল্ডার এ বানাতে হবে। তাতে আপনি নতুন/পুরাতন ম্যাক এর তথ্য সংরক্ষণ করতে পারবেন।To do this right click anywhere in the right-hand pane and select “New” > “String Value”

নতুন এন্ট্রির নাম দিন “NetworkAddress এবং এর details modify করুন। এটি করতে right click the entry and select “modify”. আপনাকে মনে রাখতে হবে এড্রেস ১২ ডিজিটের হতে হবে

view your MAC Address using an ipconfig /all command in command prompt ।এই পদ্ধতি তে যদি আপনি না পারেন তাহলে আমার জানা শেষ পদ্ধতি টি আপনার জন্য দিচ্ছি।

শেষ পদ্ধতিঃ
এটি আপনার কাছে সোজা মনে হতে পারে। এর জন্য download and install Technitium MAC Address Changer from the below link http://www.technitium.com/tmac/index.html#download

আপনি এটি করার পর আপনাকে মেসেজ দেয়া হবে যে আপনি এটি করতে পেরেছেন।বিশ্বাস হয় না তাহলে
“ipconfig /all” command prompet (cmd)এ লিখে দেখুন।


তাহলে আজ এই পর্যন্ত। এরকম আর tech tweak পেতে চলে যান https://www.facebook.com/CY133R পেজ টি তে।আর কোন সমস্যা হলে আমি আছি......এখানে

https://www.facebook.com/techfreak.unknown

আল্লাহ হাফেজ

Level 0

আমি রাশেদ রাহুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 53 টি টিউন ও 50 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

khub bhalo…

চমৎকার টিউন তবে টিউন এ শুধু পরিবর্তন করার পদ্ধতিটি শেখালেন কিন্তু কাজ শেষে ডিফল্ট সেটিংসএ ফেরার পথতো বাতলে দিলেন না?

গুছিয়ে সুন্দর ভাবে লিখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এরকম আর সুন্দর সুন্দর টিউন আমাদের উপহার দিবেন আশা করি।

খালিদ
মাহ্ মুদ
আপ্নারা আপনাদের আসল ম্যাক অ্যাড্রেস নোটপ্যাড এ সেভ করে রাখবেন……কাজ শেশ হবার পর আপনি যে উপায় এ পরিবর্তন করেছিলেন সেই উপায় এ আপনার আসল টি আবার সেট করবেন।
আল মামুন
আপনাকেও ধন্যবাদ

broadband ar user ki mac change koray net use kortay parbay? oi khanay to mac select kora thakay.

default setting ae ashbe kivabe?

Level 0

সবগুলো ছবি ঠিক মত দেখা যায় না।