আসসালাময়ালাইকুম। আজকে আমি ওয়ার্ডপ্রেস সিকিউরিটি নিয়ে লিখতেসি। আমরা জানি এখন সারা ওয়ার্ল্ড এখন হ্যাকারের তোলপাড়। এমতাবস্থায় আপনার ওয়েবসাইট টিকেই রাখা মুশকিল। তারা যেকোনো ভাবেই হোক আপনার সাইট হ্যাক করবেই। হতে পারে আপনার সাইটের vulnerable বের করে আপনার সাইট হ্যাক করবে। নতুবা Virus, Malware ইত্যাদি দিয়ে। সুতরাং আজকে আমি ওয়ার্ডপ্রেস সাইট কে বাঁচানোর জন্যএকটি super plugin নিয়ে কথা বলব।
প্লাগিনটির নাম হল better security wordpress. এটি আপনাকে যা যা সুবিধা দিবে তা ঠিকভাবে করতে পারলে আপনার সাইট আর হ্যাক করে কে। এছাড়া আপনার সাইটি একটি invulnerable সাইট হবে । কারন যখন কোন vulnerability থাকবে এটি সাথে সাথে scan করে আপনাকে জানাবে এছাড়া আপনি কিভাবে fix করবেন তাও দেখাবে। কোন গুলি ঠিকঠাক মত আছে তাও দেখাবে।
আপনি যদি আপনার সাইটটিকে ভাল এবং নিরাপদ রাখতে চান আপনি এটা ব্যবহার করতে পারেন
এটি পূর্বে এই সাইট এ প্রকাশিত হয়েছে
আমি সুজন আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 49 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
thanks