মনে হয় সবাই ভালই আছেন। তাই আর জিজ্ঞাসা করলাম না কেমন আছেন। যাক কাজের কোথায় আসি। আপনারা তো বাংলাদেশী হ্যাকার গ্রুপ ব্ল্যাক হ্যাট এর নাম শুনেছেন। আজকের পোস্টটা তাদেরকে নিয়েই
বাংলাদেশের হ্যাকার গ্রুপ বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকারস এর অফিশিয়াল ফোরাম হ্যাক করল পাকিস্তান সাইবার আর্মি। এই হইল অবস্থা! নিজেদের সাইটের সিকুরিটি দিতে পারে না তারা আবার মুখে মুখে বড় বড় কথা কয়। গতকাল রাতে হঠাৎ http://bdblackhats.org/forum/ এ গিয়ে দেখি পাকিস্তান সাইবার আর্মির ডিফেস পেইজ ঝুলানো। বুঝতে বাকি রইল না যে সাইট টা পাকিস্তান সাইবার আর্মি হ্যাক করেছে। পাকিস্তান সাইবার আর্মির Haxorsistz সাইটটা হ্যাক করেছে। সাইটটা হ্যাক হয় ৭ নভেম্বর রাত ১২ টার পরে। zone-hএ মিররর টাইমঃ ১২:৪৫:৩০
প্রমানঃ http://www.zone-h.com/mirror/id/18552836
একসময় বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকারস এর পজিসন খুব ভালো ছিল কিন্তু তাদের নিজেদের মধ্যে কলহের কারনে তারা আর আগের অবস্থানে নেই আর বর্তমানে তাদের কার্যক্রম চোখে পড়ার মত না। যেখানে তারা তাদের নিজেদের সাইট সুরক্ষিত রাখতে পারে না। তাহলে ভাবেন তাদের অবস্থা! এর আগেও সাইটটা আর একবার হ্যাক হয়েছিল। আর বেশি কিছু বললাম না আপনাদের জানানো দরকার ছিল তাই জানাইলাম।
ধন্যবাদ
এই পোস্টটির সমস্ত দায় দায়িত্ত পোস্ট লেখকের। এর এর সাথে অন্য কোন ব্যাক্তি, প্রতিষ্ঠানের বা সংগঠনের কোন সম্পৃক্ততা নেই।
আবারো ধন্যবাদ 🙂
আমি কেএম মুত্তাকী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 56 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অন্তকোন্দলের কারনেই বাঙ্গালিরা উপরে উঠতে পারে না। ৭১ এ যদি রাজাকারা যদি সহযোগিতা না করত তাহলে পাকিস্তানিরা এত লোক মারতে পারত না।