হ্যাক হল বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকারস এর অফিশিয়াল ফোরাম

মনে হয় সবাই ভালই আছেন। তাই আর জিজ্ঞাসা করলাম না কেমন আছেন। যাক কাজের কোথায় আসি। আপনারা তো বাংলাদেশী হ্যাকার গ্রুপ ব্ল্যাক হ্যাট এর নাম শুনেছেন। আজকের পোস্টটা তাদেরকে নিয়েই

BBHH
বাংলাদেশের হ্যাকার গ্রুপ বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকারস এর অফিশিয়াল ফোরাম হ্যাক করল পাকিস্তান সাইবার আর্মি। এই হইল অবস্থা! নিজেদের সাইটের সিকুরিটি দিতে পারে না তারা আবার মুখে মুখে বড় বড় কথা কয়। গতকাল রাতে হঠাৎ http://bdblackhats.org/forum/ এ গিয়ে দেখি পাকিস্তান সাইবার আর্মির ডিফেস পেইজ ঝুলানো। বুঝতে বাকি রইল না যে সাইট টা পাকিস্তান সাইবার আর্মি হ্যাক করেছে। পাকিস্তান সাইবার আর্মির Haxorsistz সাইটটা হ্যাক করেছে। সাইটটা হ্যাক হয় ৭ নভেম্বর রাত ১২ টার পরে। zone-hএ মিররর টাইমঃ ১২:৪৫:৩০

প্রমানঃ  http://www.zone-h.com/mirror/id/18552836

একসময় বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকারস এর পজিসন খুব ভালো ছিল কিন্তু তাদের নিজেদের মধ্যে কলহের কারনে তারা আর আগের অবস্থানে নেই আর বর্তমানে তাদের কার্যক্রম চোখে পড়ার মত না। যেখানে তারা তাদের নিজেদের সাইট সুরক্ষিত রাখতে পারে না। তাহলে ভাবেন তাদের অবস্থা! এর আগেও সাইটটা আর একবার হ্যাক হয়েছিল। আর বেশি কিছু বললাম না আপনাদের জানানো দরকার ছিল তাই জানাইলাম।

ধন্যবাদ

এই পোস্টটির সমস্ত দায় দায়িত্ত পোস্ট লেখকের। এর এর সাথে অন্য কোন ব্যাক্তি, প্রতিষ্ঠানের বা সংগঠনের কোন সম্পৃক্ততা নেই।

আবারো ধন্যবাদ 🙂

Level 0

আমি কেএম মুত্তাকী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 56 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

অন্তকোন্দলের কারনেই বাঙ্গালিরা উপরে উঠতে পারে না। ৭১ এ যদি রাজাকারা যদি সহযোগিতা না করত তাহলে পাকিস্তানিরা এত লোক মারতে পারত না।

আরও একটি কারন হল নিজেদের অহংকার।

কই ঠিক ই তো আছে। হ্যাক তো দেখতেছি না

k m muttaki vai apnak bolsi “Haxorsistz” kono pak ar hacker group na aita bangladeshar group https://www.facebook.com/groups/teamhaxorsistz/

    @cyyber shuvro: আপনার অবগতির জন্য জানাচ্ছি যে বাংলাদেশে Haxorsistz নামে গ্রুপ আছে। কিন্তু আপনি হয়তো জানেন না যে Haxorsistz নামে পাকিস্তান সাইবার আর্মির একজন সদস্য আছে।

অই মিয়া মিছা কথা কার কাছে শিখছেন । সাইট ভালই আছে

    @shahriar arefin monir: আমি মিথ্যা কথা বলছি না। আপনি মিরর দেখলে প্রমান পাবেন। আসলে এই বিষয়ে যে আপনি জ্ঞান শূন্য সেটা আপনার কমেন্টের মাধ্যমে প্রমান করলেন। আপনি কি মনে করেন কোন সাইট হ্যাক হবে আর সাইটটার ডেভেলপার আপনাদের দেখানোর জন্য সাইটটা রিকভার না করেই অমনেই রাইখা দিব। সাইটটা বর্তমানে রিকভার করা হয়েছে। সাইটটা যে হ্যাক হয়েছিল সেটা http://www.zone-h.com/mirror/id/18552836 এই লিঙ্কে গেলে বুঝবেন। আর কোন কিছু না বুইঝা উল্টা পাল্টা কমেন্ট করবেন না

vai ami jani j bd ty haxorsistz nam a group asa and ata o jani j pak a ai nam ar kono hacker e ai site hack kory nai. defece page ta dakhan hacked by kar kar name asa.force ex ar nam ta o asa taky ki apni chinan ? @k m muttaki

    @cyyber shuvro: সাইটটা পাকিস্তান সাইবার আর্মি হ্যাক করছে আর এক্সপায়ার সাইবার আর্মি সাহায্য করছে

vai apni kisu e janan na ai bisoya .and apni maybe kono group ar o na assa jak ai site hack korty kau help kory nai

    @cyyber shuvro: আমি কোন গ্রুপের সেটা ফেইসবুকে দেইখেন। আর আমি BBHH ফোরাম হ্যাক হইছে এইটা আমি দেখছি। তাই টিউন করছি… এর বেশি জানার তো দরকার নাই

apnar fb id ta bolban plz…and bbhh ar froum hack hoisa dakha tune korsan tik asa but tune a j vul asa ami sata bolty chaisi…ami haxorsistz a kaj kori so maybe haxorsistz somporky amr thaka bashi maybe janan na r bbhh froum hack ar bapar ta o valo vaby jani k hack korsa kano hack korsa sob.so ai dhoronar tune korar aga aktu khoj niya korban 🙂 dhonnobad…

আপনি আমার ফ্রেন্ড লিস্টে আছেন 🙂 ভুল ধরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ. আর একটা কথা আমি বলছি haxorsistz পাকিস্তান সাইবার আর্মির। আমি haxorsistz নামে কোন গ্রুপ এর কথা উল্লেখ করি নাই 🙂

Level 0

abar sai paki-ra ,,ki j hobe?

আবার হ্যাক হইল। এক মাসের মধ্যে ২ বার। তাও এখনো মাস শেষই হই নাই। দেখি কয়বার হয়

Level 0

হ্যাকার ভাই কমেন্ট গুলা দেখলাম কেও পাত্তা দিল নাহ এত কষ্ট করে হ্যাক করলেন তবে আমি বলি আপনার স্কিল ভাল 🙂

vua news, mirror check koren.. lelha achey (invalid defacement)