আসুন জেনে নিই “হ্যাকিং (Hacking)” আসলে কি

আবারো সবাইকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম। এই টিউনটি করলাম হ্যাকিং বিষয়ে তাই বলে কেউ যেন ভেবে না বসেনযে আমি একজন হ্যাকার। আসলে টিউনটি করলাম একমাত্র তাদের জন্য যারা হ্যাকিং এর আসল মানে জানেননা। চলুন এখন জানা যাক, হ্যাকিং মানে আসলে কী?

হ্যাকিং হচ্ছে একটি প্রক্রিয়া যেখানে কেউ কোন বৈধ অনুমতি ছাড়া কোন কম্পিউটার বা কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করে। আর যারা হ্যাকিং করে, তারাই হচ্ছে আমাদের হ্যাকার মামু। এসব কথা প্রায় সবারই জানা। তবে অনেকের ধারণা হ্যাকিং বলতে শুধু কোন ওয়েব সাইট, আবার অনেকের ধারণা হ্যাকিং মানে শুধু কম্পিউটার বা কম্পিউটার নেটওয়ার্ক হ্যাক করা। আসলেই কি তাই? না, আসলে তা না। হ্যাকিং অনেক ধরণের হতে পারে। কারো মোবাইল ফোন, ল্যান্ড ফোন, গাড়ি ট্র্যাকিং, বিভিন্ন ইলেকট্রনিক্স ও ডিজিটাল যন্ত্র অনুমতি ছাড়া ব্যবহার করলে তাও হ্যাকিং এর আওতায় পড়ে। হ্যাকাররা সাধারণত এসব ইলেকট্রনিক্স যন্ত্রের ত্রুটি করে তাই দিয়ে হ্যাক করে।

এবার জানা যাক হ্যাকার কে?
যে ব্যক্তি হ্যকিং প্র্যাকটিশ করে, তাকেই হ্যাকার বলে। এরা যে সিস্টেম হ্যাকিং করবে ঐ সিস্টেমের গঠন, কার্যপ্রণালীসহ প্রায় সকল তথ্যই জানে। আগে যথন কম্পিউটারের প্রচলন এত ছিল না তখন হ্যাকাররা ফোন হ্যাকিং করত। তখন এদের বলা হত 'Phreaker' এবং এ প্রক্রিয়াকে বলা হত 'Phreaking'. এরা বিভিন্ন টেলিকমিউনিকেশন সিস্টেমকে হ্যাক করে তা নিজেদের প্রয়োজনে ব্যবহার করত।

এবার দেখি হ্যাকাররা কয় প্রকারের হয়:
হ্যাকারদের সাধারণত Hat বা টুপি দিয়ে প্রকাশ করা হয়।যেমন-
1.White hat hacker: সবার ধারণা হ্যাকিং খুবই খারাপ কাজ। এ ধরণের হ্যাকাররা প্রমাণ করে যে, হ্যাকিং খারাপ কাজ না। এরা একটি সিকিউরিটি সিস্টেমের ত্রুটিগুলো বের করে তা এটার মালিককে দ্রুত জানায়।

2.Grey hat hacker: এ ধরণের হ্যাকাররা হচ্ছে দু'মুখো সাপ। এরা যখন সিকিউরিটি সিস্টেমের ত্রুটি বের করে তখন সে তা তার মন মত ব্যবহার করে। সে ইচ্ছে করলে ঐ সিস্টেমের মালিককে জানাতে পারে আবার নাও পারে। তবে মজার বিষয় হচ্ছে বেশীর ভাগ হ্যাকাররা এই ক্যাটাগরির মধ্যে পড়ে।

3.Black hat hacker: সবচেয়ে ভয়ংকর হ্যাকার হচ্ছে এই ক্যাটাগরির। এরা একটি সিকিউরিটি সিস্টেমের ত্রুটি পেলে দ্রুত তা নিজের স্বার্থে ব্যবহার করে। ঐ সিস্টেম নষ্ট করে। বিভিন্ন ভাইরাস ছড়িয়ে দেয়। ভবিষ্যতে সে যেন আবার টুকতে পারে সে ব্যবস্থা করে রাখে। সর্বোপরি ঐ সিস্টেমের অধিনে যে সকল সাব-সিস্টেম রয়েছে সেগুলোতেও ঢুকতে চেষ্টা করে।

যাই হোক, হ্যাকিং সম্বন্ধে আমি যা জানতাম তা আপনাদের জানালাম। টিউনটি যদি আপনাদের ভাল লেগে থাকে তাহলে আওয়াজ দিবেন। নাতো আমরা উত্‍সাহ পাব কোথায় থেকে?

Level 0

আমি Showmik। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 37 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Thanx. Useful post.

Level 2

যাক অল্প হলে ও কিছুতো জানলাম। ধন্যবাদ আপনাকে।

ভাল লিখেছেন। অন্তত হ্যাকার দের প্রকারভেদ সম্পর্কে জানলাম।

Level 0

Showmik….আপনার লেখাটা খুব ভালো লেগেছে।আরও ভাল ভাল িটউন চাই ।

Level 0

সবার সাদামনের মানুষ হওয়া দরকার। আর যদি না পারে কালো হোক কিন্ত দুমখী না হোক!!!

Level 0

bogus dhoroner post hoice.mone hosce apnar matha chibia khai.bal

Level 0

kivabe kono hacker group er sathe jog deowa jay? naki je jar ghore boshey, kono hacker team er sathe songjukto thaka jay? Kichu mone koiren na, amr sholpo dharona theke proshnoti korchi, Jemon dhoren ami bangladesher black hat hackers ba bangladesh cyber army te join korte chai, amake ki korte hote pare? Oder kono personal web, ba contact email, ba communicative er kono bebostha?