Avast Antivirus সাথে ২৬ বছরের লাইসেন্স

Avast 26 years Licence
Avast antivirus with 26 years Licence by Mahabub Rajj

ফ্রী antivirus খুঁজে খুঁজে এনং crack antivirus খুঁজে যারা ক্লান্ত তাদের জন্যই আমার এই খুদ্র প্রয়াস...
ইন্টারনেট এ অনেকদিন গাটাগাটির পর এই জিনিসটি খুঁজে পেলাম.. আমি ও আমার সব বন্ধুরা এই সুবিধা পাচ্ছে. তাহলে আপনারা কেন পাবেন না...?!
কথা না বাড়িয়ে চলে যাই মূল কাজে...
বুঝার সুবিধার্থে আমি ধাপে ধাপে দেখিয়ে দিচ্ছি...
১.প্রথমেই অন্য কোনো antivirus থাকলে তা uninstall করে নিন।
২.তারপর Avast AntiVirus এর সর্বশেষ version ডাউনলোড করে নিন।
৩.এবার Avast AntiVirus টি Install করে নিন।
৪.এবার Serial Key টি  Save নিন।।

*****C6788288R9977A0910-8P92KHP0*****

এবার আসুন মূল কাজে---->
Avast Instsall হবার পর ডাবল ক্লিক করে Avast এর মূল Menu খুলুন।
i.তারপর চলে যান MAINTAINCE প্রোগ্রামে।
ii.এরপর যান Registration option এ।
iii.Registration option খোলার পর একবারে নিচে Offline Rgistration এ চলে যান।
iv.এবার চলে যান insert lichence key তে এবং past করে দিন..।
এখন নিশ্চই অবাক হয়ে গেলেন। Registration এর মেয়াদ শেষ হবে ২০৩৮ সালে। তার মানে পুরা ২৬ বছর AntiVirus নিয়ে আপনাকে কিছু ভাবতে হবে না.....!!!

আমাকে ফেসবুকে পেতে হলে http://facebook.com/mahabubrajj লিংকে চলে যান।।।

((দয়া করে কেউ কপি পেস্ট করবেন না))

পূর্বে কেউ এ বিষয়ে টিউন করে থাকলে ক্ষমা করবেন..:(

Level 0

আমি Mahabub Rajj। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 95 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Hello World! I am here for learnig..


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আপনাকে জদি অ্যাভাস্ট অ্যান্টিভাইরাস কোম্পানি ১ বছরের লাইসেন্স দেয় আপনি কি করবেন ??? সময় হলে এটা একটু দেখুন https://www.techtunes.io/download/tune-id/148213

ভাই আযকে ২৬ বছর দিলেন কালকে আবার ৬২৬ দিবেন…………ভাই অ্যান্টিভাইরাস ২ নাম্বারি করে ব্যবহার করা যায় কিন্তু যখন হিডেন রুটকিট আর ডিএন স changer যখন পিসি তে ঢুঁকে ত্তখন আপনি ২৬ বছরের লাইসেন্স ধুয়ে পানিও খেতে পারবেন না ……তাই দয়া করে এসব ফাযলামি বন্ধ করে ভাল tune করেন

একটা পোষ্ট আর কত করবেন ভাই !? আর পোষ্ট ‌এর নামের পাশে দয়া করে রিমূভ করুন আমাকে হাসির পাত্র বানাবেন না।
যাই হোক ভাই, মজা করলাম…
Joss Tune

@অর্জন
Anti Virus সবারই দরকার। কষ্ট লাগব করার প্রয়াসেই এই পোস্টটা করেছি। আপনি যেটা দিয়েছেন সেটা কি কষ্ট কমাবে বলে আপনার মনে হয়..?! আশা করি বুঝতে পেরেছেন..
@rashed rahul
যেটা আপনি পাজলামি বলছেন সেটা কারো কাছে অনেক গুরুত্বপূর্ণ হতে পারে..। সবাই তো আর আপনার মত মহাপন্ডিত না যে dns আর হিডেন রুটকিট নিয়ে মাথা গামায়…!!!
@Munna Haque
আপনি বোদহয় আমার টিউনটি পুরুপুরি পড়েননি। না পড়লে আবার পড়ে নিন…!!

Level New

vai 26 bochor porjonto avast er ki update verson bahir hoibo na!!!!

k7computing is the best antivirus try it…

ami eita matahy dei. khai o!!!

vi ‘ekta’ kothata na bolle ki rater ghum hoy na?!
ami ekta ছাগল….:P

Level 0

অন্ততঃ Anti virus নিয়া গবেষণা করার মানসিকতা আমার নাই।
গতবছর ক্যাস্পার লাইসেন্স কি দিয়ে পিসি চালানোর পরেও ভাইরাস পিসির বারোটা বাজায়া দিল। অবসেশে অ্যাভাস্ট লাইসেন্স কিসহ নিয়ে আল্লাহর মর্জি রক্ষা পেলাম। এখনো আভাস্তেই আছি।
ক্রেক ব্যবহারের কথা যারা বলেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলব মানুষের ক্ষতি করার জন্য এমন উপদেশ দিয়ে টিউন করবেন না। পিসি চালাতে পারেন, নেট চালাতে পারেন আর লাইসেন্স কি কিনতে পারেবেন না, বিশ্বাস করি না। একবার উইন্ডস ইন্সটল দিতে কি যে ঝামেলা আর ক্ষতি… যার গেছে সেই বুঝছে… ধন্যবাদ।
antivirus যার যেটা পছন্দ মত ব্যবহার করেন, লাইসেন্স key সহ ব্যবহার করেন, ভুয়া পেচালের ফাপরে কেউ পইরেন না।
আমার কথায় রাগ না করার অনুরোধ করছি।

    @kazirhut:
    ভাই, এটা কোন ক্রেক না। Avast compani যখন ২০০৮ সালে যাত্রা শুরু করে, তখন যারা রেজিঃ করেছিল তাদেরকে এই সুবিধাটি দেয়।
    আর আমার এই টিউনে কি ক্রেক এর কথা বলেছি…?
    আশা করি নিজকে জাহির করার জন্য আর কখোনো উল্টা-পাল্টা মন্তব্য করবেন না।।।:P

যেখানে avast কোম্পানি রেজিস্ট্রেশন করলে ১ বছরের ফ্রি লাইসেন্স দিচ্ছে, সেখানে অবৈধ উপায়ে crack ব্যবহার করার দরকার কি? বছরে একবার লাইসেন্স আপডেট করলেই হয়

free avast user der jonno 2038 porjonoto Serial Key : W6754380R997098A10-4TZ59467

Thanks for the post. Serial key ta media fire theke download kora jacche na. jodi comment box e othoba post e shora shori dea den tahole valo hoy @ Mahabub Rajj

****C6788288R9977A0910-8P92KHP0****

আপনাকে অনেক ধন্যবাদ টিউন টি করার জন্য।

আপনাকে ও অসংখ্য ধন্যবাদ।।