আরেকটা সাইবার যুদ্ধ, পাকিস্তানের সাইবার স্পেসে আমরা!

আজ সন্ধ্যা থেকে শুরু হয়েছে বাংলাদেশ বনাম পাকিস্তান সাইবার ওয়ার। মূলত বাংলাদেশের সরকারী সাইট হ্যাক করার প্রতিবাদ স্বরুপ আমাদের এই পাল্টা আক্রমন। তবে দূঃখের বিষয় যেই পাকিস্তান একাত্তরে আমাদের দেশের ৩০ লক্ষ নিরিহ মানুষের রক্ত জীবন কেড়ে নিয়েছে, লক্ষাধিক মা-বোনের সম্ভম এর সাথে ছিনিমিনি খেলেছে, সেই পাকিস্তান এর বিপক্ষে দাড়াতে আমাদের বিরোধীতা করেছে আরেক হ্যাকার টিম এক্সপায়ার সাইবার আর্মি। অন্যদিকে বাংলাদেশ গ্রে হ্যাট হ্যাকার্স এর পক্ষ থেকে পাকিস্তান এর সাথে শান্তিচুক্তি করার প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু আমাদের বক্তব্য ছিলো যে এই ধরনের শান্তি চুক্তি আমরা মানি না। আমাদের কিছু সুস্পষ্ট দাবী আছে।

- বাংলাদেশের ওয়েবসাইট হ্যাক করা বন্ধ করতে হবে।
- এখনো ৭১ এর যেসব যুদ্ধপরাধীদের পাকিস্তান সরকার প্রতক্ষ্য কিংবা পরোক্ষ ভাবে সাহায্য সহযোগীতা করছে, তাদের অবিলম্বে বাংলাদেশ সরকারের হাতে হস্তান্তর করতে হবে।
- বাংলাদেশের সাইবার স্পেসে সব ধরনের অপ্রত্যাশিত প্রবেশ বন্ধ করতে হবে।

আমরা আমাদের দাবীর পক্ষে অবস্থা নিয়ে আজ সন্ধ্যা থেকে পূর্ন শক্তিতে পাকিস্তান এর সাইবার স্পেসে পাল্টা আক্রমন শুরু করেছি। এখনো পর্যন্ত প্রায় ৬০০ সাইট হ্যাক হয়েছে বাংলাদেশ সাইবার আর্মির হাতে, আরো ৫০০+ সাইটের কন্ট্রোল প্যানেল এর ওপর আমাদের নিয়ন্ত্রন প্রতিষ্টা হয়েছে। আমাদের দাবী মেনে না নেয়া পর্যন্ত এই আক্রমন চলবে, পাকিস্তান সাইবার আর্মিকে প্রকাশ্যে বাংলাদেশের সাইট হ্যাক করার জন্য ক্ষমা চাইতে হবে এবং যুদ্ধপরাধীদের বিচারের জন্য তাদের বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর পক্ষান্তরে তাদের সাহায্য সহযোগীতা করা বন্ধ করতে হবে।

দুঃখের বিষয় এই সাইবার ওয়ারে আমরা আরো ভালো অবস্থান এ থাকতে পারতাম যদি বাংলাদেশের বাকি হ্যাকিং গ্রুপ গুলো আমাদের সাথে থাকতো। কিন্তু দূখের বিষয় অপর একটা হ্যাকিং গ্রুপ এক্সপায়ার সাইবার আর্মি বহু আগেই নিজেদের বিক্রি করে দিয়েছে পাকিস্তানী হ্যাকারদের কাছে। তাদের গ্রুপের একজন অ্যাডমিনিষ্ট্রেটর একজন পাকিস্তানী হ্যাকার।

এই ছবির নিচের দিকে একজন কে দেখা যাচ্ছে Leet Haxor , সে একজন সুপরিচত পাকিস্তানী হ্যাকার এবং এক্সপায়ার এর একজন অ্যাডমিনিষ্ট্রেটর

বাংলাদেশের সরকারী কিছু সাইট এক্সপায়ার অনেক আগেই হ্যাক করেছিলো, এখন পাকিস্তানী হ্যাকারদের ও সহায়তা করছে বাংলাদেশি সাইট হ্যাক করার জন্য।

এই ছবিতে দেখতে পাচ্ছেন এক্সপায়ার সাইবার আর্মির একজন অ্যাডমিন বলেছেন শতকরা ৭০-৮০% বাংলাদেশি সাইট তাদের দখলে আছে

সাম্প্রতিক সময়ে পাবনা টেক্সটাইল এর ওয়েবসাইট হ্যাক করে সেখানে বাংলাদেশ সাইবার আর্মির সদস্যদের পরিচয় এবং ছবি প্রকাশ করা হয়। মজার ব্যাপার হল সব ছবি ফেসবুক থেকে সংগ্রহ করা। পাকিস্তানী হ্যাকাররা আমাদের চেনে না, তাহলে তারা কিভাবে বুঝলো কে কি? স্বাভাবিক ভাবেই আমাদের সাইবার স্পেসে কিছু রাজাকার এর জন্ম হয়েছে, যারা তাদের সহায়তা করেছে। এর আগে এক্সপায়ার সাইবার আর্মির দুই সদস্য গ্রেপ্তার হয় তাদের দেশ-বিরোধী হ্যাকিং কর্মকান্ডের জন্য। তাদের একজন অ্যাডমিনিষ্ট্রেটর নিজেই স্বীকার করেছে যে তারা হ্যাকিং শিখেছে পাকিস্তানী হ্যাকারদের কাছ থেকে।

এই ছবিতে এক্সপায়ার এর একজন অ্যাডমিন যেভাবে উদাহরন দিয়েছেন, তাতে অনেক কিছুই বের হয়ে আসে

অপর হ্যাকিং গ্রুপ রে হ্যাট হ্যাকার্স অল্প কিছু সাইট হ্যাক করে পাকিস্তানী হ্যাকারদের সাথে সন্ধী করতে চায় এবং সর্বশেষ আপডেট অনুযায়ী তারা সন্ধি করেছে। তারা নাকি শান্তি চায় !!!! তাদের সন্ধি চুক্তিতে বাংলাদেশের সাইট হ্যাক করতে মানা করা হলেও মাত্র কিছুক্ষন আগেও জাতীয় জাদুঘর এর ওয়েবসাইট হ্যাক হয়েছে। অর্থ্যাৎ পাকিস্তানী জাতটাই এমন। কোন ভরসা নাই, এরা কথা দেয় পেছন থেকে ছুরি মারার জন্য। এখন পরিস্থিতি এমন দাড়িয়েছে, এক্সপায়ার সাইবার আর্মি যদি এই দেশের সাইবার স্পেসের রাজাকার হয়, তাহলে গ্রে হ্যাট হ্যাকার্স হচ্ছে একাত্তরের শান্তি কমিটি, যাদের পরিচয় কমবেশি সবাই জানে।

এর মধ্যে একটা ত্রি-পাক্ষিক আলোচনা হয় বাংলাদেশ সাইবার আর্মি, গ্রে হ্যাট হ্যাকার্স এবং এক্সপায়ার সাইবার আর্মির মধ্যে। সেখানে এক্সপায়ার এর অ্যাডমিন অনেকটা ওপেন চ্যালেঞ্জ দেয় যে তারা বাংলাদেশের সাইট হ্যাক করবে, আমরা যেন পারলে ঠেকাই। অন্য দিকে গ্রে হ্যাট হ্যাকার্স তাদের সাদা পতাকা নিয়ে দৌড়ে বেড়াচ্ছে, তারা নাকি শান্তি চায়।

এই ছবিতে দেখতে পাচ্ছেন এক্সপায়ার এর একজন অ্যাডমিন সরাসরি হূমকী দিচ্ছেন

ভারত বনাম বাংলাদেশ এর সাইবার ওয়ারে গুরুত্বপূর্ন অবদান রাখা ব্ল্যাক হ্যাট হ্যাকার্স ও সম্ভবত শান্তি কমিটিতে যোগদান করেছে, তাদের একজন অ্যাডমিন বলেছে তারাও চায়না এই যুদ্ধে জড়াতে। আমরা আমাদের দাবী পূরন না হওয়া পর্যন্ত আমাদের আক্রমন চালিয়ে যাবো। প্রয়োজনে পাকিস্তান এর সাইবার স্পেস এর প্রতিটা কর্নারে বাংলাদেশের নাম লিখে আসবো আমরা।

Level 0

আমি asas xcxc। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 139 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অন্যান্য গ্রুপগুলো সম্পর্কে কিছু বলার ভাষা নাই। বাংলাদেশ সাইবার আর্মি একাই একশো! পূর্ণ সমর্থন রইল তাদের প্রতি।

R u one of them? Which team r u?

Sabash bagher bacc b.s.a .karo dorkar nei b.s.a akai 100.shuvo kamona.(sorry for banglish)

B.c.a hobe.vule b.s.a likhchi.sorry.

Level 0

এগুলা একটু বারাবারি হইয়ে যাইতেসেনা?? india,burma,israel,usa এখন আবার pakistan …… সবাই যখন এক সাথে পাকড়াও করবে তখন কি হবে ???? মাঝে মাঝে ভয় হয় এদের নিয়ে

দেখিয়ে দাও বাংলার দামাল ছেলেরা!

এই পরাজিত শক্তিকে আবারো পরাজিত করতে হবে । চালিয়ে যাও বাংলাদেশ সাইবার আর্মি

jaehok odayr buzea detay hoby kintu

kisue hobayna.

Amader desh ta mir-jafor ar rajaker er desh. Selfish lokera nijeder sharthe desh ta onno der hate tule diteo lojja lage na….

ভাল মন্দ বুঝি না আমাদের দেশের সাইটের ওপর হামলা হলে তার পাল্টা জবাব দেবার পক্ষে আছি আমরা। আমরাও হ্যাকিং শিখতে চাই শুধু দেশের জন্য

ami jani na ki hosse na hosse but eta 100% confidence er shathe bolte pari j apni jei facebook conversation ta dekhasse, sheta fake facebook convo. Erokom bananota kono bepar na, apnar conversation er time er bepar ta lokhkho korleo bujha jai je eta fake, karon eki time e onek gula reply and counter reply dekha jasse ja hoina kokhono.

Level 0

ভাই আমাদের কি নেয়া যায় আপনাদের সাথে……….???

জেগে উট বাঙালী রুখে দে পাকিস্থানিদের ………

Level 0

আমাদের পূর্ণ সমর্থন আছে। আপনারা চালিয়ে যান। হাকিং সিখে আপনাদের সাথে জয়েন করতে চাই।কিন্তু শিখবো কোথায়?

লাল ছালাম তোমাদের , এগিয়ে যাও ভেবনা তোমারা একা । আমার ও তোমাদের সাথে আছি । আর একবার পরাজিত করো পাক ঘাতকদের ।

Level 0

কার হাত কত লম্বা সেটা সেটা কেবল মাত্র হ্যাকার রাই জানে তাই সাধারন পাবলিক রে বুঝাইয়া কোন লাভ নাই । আমার মতে যুদ্ধে যাওয়ার আগে নিজের দোড় কত টুকু তা নিয়ে চিন্তা + টেনশন করেন । আপনাদের ভুলের জন্য অন্যরা বিপদে পরবে সেটা তো হবার নয় । নিজের স্বার্থের জন্য অন্যের ক্ষতি সেটা একদরনের বোকামি + আজাইরা কাজ । আপনারা যুদ্ধে যাবেন ?? তবে এখানে আমার একটু হাসিই পাই ।
দাঁড়ান একটু হাইসা লই—— হাহাহাহাহা——
যুদ্ধ হয় সমানে সমানে — অনেকেই আবার আমারে পাকি দালাল বলবে ।
তাই বলছি কিছু বলার আগে ভেবে বলিয়েন ।
আমার কথা গুলো খারাপ লাগতে পারে ।
কিন্তু এতাই সত্যি যে—-বিডি সাইটের দায় কে নিবে যখন যুদ্ধ শুরু হবে ।
আর এই ক্ষেত্রে কার কত তুকু ক্ষতি আর স্বার্থ আছে সেটা সাধারন পাবলিক রা বুজতে একটু কষ্ট হবে ।

—–ভাবিয়া করিয়েন কাজ করিয়া ভাবিয়েন না—-

Level 0

পারলে আমাদেরকেউ সাথে নিয়েন আমরা সবসময় আপনাদের সাথে আছি….

পাল্টা আক্রমণ করার আগে আমাদের সাইবার স্পেস সম্পূর্ণ হুমকিমুক্ত করে দেখান…… পারলে ডিফেইস না করে বিডির সব সাইট দখল করে ওদের হ্যাকের হাত থেকে বাঁচান…… যদি পারেন তাইলে পরে যুদ্ধে যান, তখন অন্য গ্রুপ লাগবে না সাধারন পাবলিকরেই পাশে পাবেন………

Level 0

@ইমরান আপনার কথায় একমত ,– কিন্তু সাধারন মানুষ কি বুঝবে ?? এই দেখেন উপরের কিছু কমেন্ট কিছু পাবলিক হুদাই পাম দিতাছে , তারা কি বুঝতে পারবে যে bca তাদের মাথার উপর বসে বরই খাচ্ছে ।
সোজা একটা কথা বিচিএ কেন বুজেনা যে যেই যুদ্ধে লাভের চেয়ে ক্ষতির পরিমানই বেশি তাহলে সেই যুদ্ধে যাব কেন । তাদের ভুল স্বরূপ সাধারন মানুষের ক্ষতি । strange——!!

Level 0

hack kortasen bhalo kotha kintu apnader ei bhuler masul jano sadharon web developer er upor na pora,onak taka koroc koira site banano hoi, r nijeder ka nia gorbo kora ta thaman PCA apnader aga 300+ american site hack koira falaisa r apnara koita korsen saiter akta hisab diben

    @tonoy24: অনেক দিন টিটি তে লগ ইন হই না তবে আপনার কমেন্ট দেখে লগ ইন না হয়ে পারলাম না। অনুগ্রহ করে বাংলাদেশ সাইবার আর্মির গ্রুপে একটু উকি দিয়ে আসেন তবেই বুঝতে পারবেন কার কী অবস্থান।

    -ধন্যবাদ

Level 0

?????>>>>>

Level 0

আজাইরা এই যুদ্ধে অনেক নিরীহ মানুষ ফতুর হবে, এই আর কি???
পাকিস্থানি বা বাংলাদেশি hacker দের তাতে কি 🙁
এতই মুরাদ তবে youtube কে হ্যাক করে দেখান
কিছু দিন আগে যে india সাথে হ্যাককিং যুদ্ধ হল তাতে কিছু নিরীহ মানুষ ফতুর হওয়া ছাড়া,আর কি হইসে??
এই যুদ্ধে দুই পক্ষের সাধারন মানুষের ক্ষতি হবে, hackerদের টো কোন ক্ষতি নাই…

    @Shaiful: @Shaiful: ভাল বলছেন, একজন হ্যাকার তার নিজের জীবনের ঝুকি নিয়ে দেশের জন্যে, দেশের মানুষের জন্যে ক্রমগত তাদের শ্রম দিচ্ছে এটা আপনাদের চোখে কিছু না।

    এছাড়া আপনার জেনে থাকা ভাল, বাংলাদেশ সাইবার আর্মির প্রায় সবারই নিজ নিজ ওয়েব সাইট রয়েছে এবং সবাই কোন না কোন সাইটের সাথে জরিত।
    -ধন্যবাদ

Level 0

একজন হ্যাকার তার নিজের জীবনের ঝুকি নিয়ে !!!!!!!!!!!দেশের জন্যে, দেশের মানুষের জন্যে ক্রমগত তাদের শ্রম দিচ্ছে!!!!!!!!!!!!!
এই শ্রম দিয়ে যুদ্ধ বাধিয়ে কি লাভ?
আর এই শ্রম না দিলে তো কোন ক্ষতি নাই।

Level 0

কয়েক দিন পর দেখা যাবে এই যুদ্ধের কারনে আমাদের প্রিয় টেকটিউন বন্ধ রয়েছে 🙁

Level 0

হ্যাকাররা হ্যাক করবোই…তাই বইল্যা যেই দেশ আমাগো দেশের সাইট হ্যাক করবো ওগোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করমু এইডা কেমন?…আমাগোর হ্যাকাররাও তো অনেক দেশের সাইট হ্যাক করতাছি…এই চিন্তাধারা হইলে তো ঐসব দেশও বাংলাদেশের বিরদ্ধে যুদ্ধ ঘোষণা করতো…আমাদের দেশের সরকারী সাইট ভালনারেবল মুক্ত না…তাই ওরা হ্যাক করতে পারতাছে…আজকে পাইকস্তান হ্যাক করছে…কালকে অন্য দেশও হ্যাক করবো না এর কোন গ্যারান্টি আছে?…এর লাইগ্যা কি সব ঐ দেশের বিরদ্ধে যুদ্ধ ঘোষণা করুম? ভারত বনাব বাংলাদেশ যুদ্ধ শুরু হইছিল এই কারনে না…কারনটা কি তা সবারই জানা আছে…দেশের ছরাইয়া ছিটাইয়া থাকা হ্যাকাররা তখন এক হইছিল ভারতের বিরুদ্ধে…অধিকার আদায়ের লক্ষে ও অবিচারের প্রতিবাদে আমিও ছিলাম তখন…

যদি কোন অধিকার আদায়ের লক্ষে যুদ্ধ হয় যেইটা বাংলার মানুষ চায় তাইলে সম্মতি দেয়া যায়…পাকিস্তান বনাম বাংলাদেশ কোন অধিকার আদায়ের যুদ্ধ? শুধু শুধু যুদ্ধ ঘোষণা কইরা দুই দেশের ক্ষিত করার কোন মানে হয় না…

তুর্কি হ্যাকাররা অনেক আগে থেইক্যাই বাংলাদেশ সাইট হ্যাক করতাছে…তাই বইল্যা কি বেকুবের মতো আমরা তুর্কি বনাব বাংলাদেশ যুদ্ধ ঘোষণা করমু? আমাগো সাইট ভালনারেবল থাকলে যেকোন দেশের হ্যাকার হ্যাক করবোই…সবাই তাই করে…যুদ্ধ কোন মন্দিরের ঘন্টা না যে আইতে যাইতে টুকা মারলাম…

Level 0

@xtr34mz3r0 আপনার কমেন্ট পড়ে খুব মজা পাইলাম——যুদ্ধ কোন মন্দিরের ঘন্টা না যে আইতে যাইতে টুকা মারলাম—–

Level 0

go ahed…..best of luck

Level 0

চালিয়ে যাও বাংলাদেশ ছাইবার আর্মি……

Level 0

hmm desh e juddho lagse …….

Chamotkar bolchen, varot to hindu country, ota hack korte banglader sabai ek sathe hoiben, r pakistan to muslim country tai ki ar korben! Bangladesh r pakistan to eki! Tai na!

Level 0

আরেক জন ধর্ম টাইনা লইয়া আইসে
আমি জানতে চাই কেন এই যুদ্ধ করবো?
আজ যদি বাংলাদেশের কেও কোন দেশের সরকারি ওয়েবসাইট হ্যাক করি,
তাহলে হয়ত সেই দেশের কেও বাংলাদেশের সরকারি ওয়েবসাইট হ্যাক করবে
তাহলেই কি আমরা সবাই মিলে সাইবার যুদ্ধ শুরু করে দেব???
তাতে তথা কথিত কিছু হ্যাককারের সুনাম ভারবে, আর অনেক সাধারন মানুষ ভাতে মরবে 🙁

Level 2

যুদ্ধে সাধারণ মানুষ/ যারা যুদ্ধের সাথে সম্পৃক্ত নয় হত্যা মারাত্বক অপরাধ। অথচ সা্বিার যুদ্ধে আমাদের মত সাধারণ মানুষদের ওয়েব হ্যাকাররা ধ্বংস করছে।
পরিসংখ্যান নিয়ে দেখুন তারা পাবলিক ছাড়া কয়টি সামরিক/সরকারী সা্টি হ্যাক করতে পেরেছে। হাতে গোনাও না বাকী হাজার হাজার পাবলিক সা্টি। সুতরাং ভালো কোনটা ভাবা দরকার।
তবে বাংলাদেশ সা্বিার আর্মিকে অতীতে দেশের/ধর্মের পক্ষে অনেক ভালো কাজ করতে দেখেছি আশা করি ভবিষ্যতেও করবে। কিন্তু অযথা যেন যুদ্ধ না বাধা্ এতে আমরা্ বন্ধুহীন হয়ে যাব।
যতটুকু জানি পাকিস্থান সা্বিার আর্মি এরজন্য ক্ষমা চেয়েছে ও আপোষে এসেছে তা্ িসন্ধি করা্ যুক্তিসঙ্গত।