সুপ্রিয় প্রযুক্তি প্রেমী বন্ধুরা, আশা করি ভাল আছেন।
বেশ কয়েকদিন যাবত লক্ষ্য করলাম,ওপেন ভিপিএন সফটওয়্যার কানেক্ট হচ্ছে না।
কিন্তু ব্রাউজ করতে গিয়ে ঠিকই ব্রাউজ করা যাচ্ছে।
ডাউনলোড ও হচ্ছে , এবং ডাউনলোড স্পীড ৬০-৭০ কেবিপিএস এর কম না।
আশ্চর্য হয়ে গেলাম কোনো হ্যাকিং ছাড়ায় যখন সব নিউজপেপার পড়তে পারছি ,
গান ডাউনলোড করতে পারছি...
কি হলো অলো মডেম এর না , কিছুই হয় নি যাদের
বন্ধ অলো মডেম আছে তাদের সবার একই ঘটনা।
কোনো কিছু ছাড়ায় ব্রাউজ করছে , ডাউনলোড করছে তারা,
কি মজা এভাবে যদি চলতে থকে, কিন্তু ছোট্ট একটি সমস্যাও আছে
সেটা হলো কিছু ওয়েবসাইটে প্রবেশ করা গেলেও লগ-ইন করা যাচ্ছে না...
সেই সমস্যা আমি সমাধান করেছি অনেক চেষ্টা করে।
এবং এখন আমি সব সাইটে ব্রাউজ করতে পারছি...
সব -সাইটের টিপ্স টা পরেই জানানো ভাল, কিছুদিন আমি পরীক্ষা করে দেখি।
সেই ফর্মুলা দিয়ে সব মডেম হ্যাক করা যাবে ।
আজ আর না,
খুব শীগ্রই সব মডেম হ্যাক করার ফর্মুলা নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ...
সত্যি ঘটনা হলো আমি ও আমার অনেক বন্ধু বিগত ৬ মাস ধরে হ্যাক করে
আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করে আসছি...
আমার ব্লগে ভিজিট করলে খুশি হবো
আমি saka_crsc। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 37 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I am Sakhawat .
vai parle qubee er ta diyen amar modem poira ase.