ওয়েব সাইট হ্যাক করুন । DNN এর ম্যাধমে ।

আসসালামু আলাইকুম, সবাইকে আবারও আজকের হ্যাকিংয়ের টিউনে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে খুবই ভাল আছেন। আজ আবারও আপনাদের সামনে হাজির হয়েছেআরেকটি হ্যাকিংয়ের টিউন নিয়ে। আজকের পর্বে আপনাদেরদেখাব DNN এর মাধ্যমে একটাওয়েবসাইট হ্যাকিং করা। খুবই মজা হবে তাই না? তাহলেচলূন মূল পর্বে…. আমরা তো হ্যাকিং করব! কিভাবে করব? DNN এর মাধ্যমে। কিন্তু আপনারা কিDNN এর পূর্ণরূপ জানেন? DNN এর পূর্ণ রূপ হল DotNetNuke. এখন হয়ত আপনাদের কাছে একটু কঠিন মনে হয়। টিউনে শেষে বলবেন যে, এটা তো এক্কেবারে সহজ।বলতে গেলে SQL-Injection ও Cross Site Scripting এর মতো। আমি আজ দেখাব আপনার টার্গেটের সাই্টটি হ্যাকিং করে ফাইল আপলোড করা। মূলতঃ DotNetNuke হল Microsoft .NET technology এরউপর তৈরি করা বিভিন্ন ওয়েবসাইট প্লাটফরম। এই টিউনের কেউ অপব্যবহার করবেন না। এটি শুধু মাত্র শিখার জন্য, কারও ক্ষতি করার উদ্দেশ্যেনয়। কেউ এই টিউনে অপব্যবহার করে কারও ক্ষতি করলে টিজে দায়ী নয়। হ্যাকিং শুরু *. প্রথমে Google Dorks দিয়েএকটি একটি ওয়েবসাইটকে টার্গেট করব। inurl:”/portals/0″ site:.com *. এখানে দেখেন কোডটির শেষে .com দেয়া আছে। আপনি ইচ্ছা করলে আপনার ইচ্ছা মতো ডোমেইন ব্যবহার করতে পারবেন। যেমন- bd, ph, ae, net, org ইত্যাদি *. এবার কোডটি Google এ সার্চ দিন। *. তাহলে আপনাকে সার্চ রেজাল্টে অনেকগুলো ওয়েবসাইটের ফলাফল দিবে। *. এবার এখান থেকে একটিকে টার্গেট করুন। মানে একটির উপর ক্লিক করুন। *. মনে করি আপনি এই সাই্টটিকে টার্গেট করলেন http://www.victim.com *. এখন আমরা এই সাইটটির vulnerability পরীক্ষা করব। *. এজন্য নিচের কোডটি সাইট লিংকের পরে বসিয়ে এন্টার দিন। Providers/HtmlEditorProviders/Fck/fcklinkgallery.aspx *. লিংকের পরে বসালে হবে http://www.victim.com/Providers/HtmlEditorProviders/Fck/fcklinkgallery.aspx *. এবার যদি নিচের ছবির মতোআসে, তাহলে বুঝবেন যে এটিকে হ্যাকিং করা যাবে। *. এবার এখান থেকে শেষের অপশানটি নির্বাচন করুন “A File On Your Site” *. এবার নিচের কোডটি লিংকের ঘরে লিখুন। javascript:__doPostBack(‘ctlURL$cmdUpload’,”) *. যদি আপনি সব কিছু পারেন, তাহলে আপনি এই সাইটে .swf.jpg .gif .pdf ফাই্ল আপলোড করতে পারবেন। *. আপনি আপনার ফাই্ল আপলোড করার পর আপনার ফাইলের লিংক পাবেন এই রকম http://www.victim.com/portals/0/yourfile.extension *. মনে করুন আপনি b.txtফাইল আপলোড করেছেন, তাহলে হবেএই রকম। http://www.victim.com/portals/0/b.txt *. তাহলে হবে এই রকম *. হা হা হা হা হা হা হা হা। কেমন লাগল? আশা করি এখন আপনি নিজে নিজেই পারবেন। এখন আপনারা প্রশ্ন করতে পারবেন যে, যদি আমি নির্দিষ্ট সাই্ট হ্যাকিং করতে চাই, তাহলে কি করব? উত্তর হবে, এটা হল Ethical Hacking টিউটোরিয়াল। এটা Black Hat হ্যাকিং টিউটোরিয়াল নয়। তাই্ আমি এভাবেই দিলাম। সবাই্ ভাল থাকবেন, ধন্যবাদ। আল্লাহ হাফেজ……

Level New

আমি Tj md sagor। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 82 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

একটু স্পেস দিয়ে করে মার্জিত ভাবে করলে বুঝতে সুবিধা হবে ।।
জাই হক হ্যাকিং টিউন এর জন্য ধন্যবাদ ।।

    Level New

    @MRN Hacker:
    ভাই আমি স্পেস দিতে একটু ভুল হয়েছে । তাও ভাই আপনাকে ধন্যবাদ

Level 0

ভাই কিছু বুঝতে পারলাম না।

    Level New

    @Shagor24:
    আপনি একটু চেষ্টা করে দেখেন হবে । ভুল হোক এক বার না পারিলে দেখ শতবার

*. এবার এখান থেকে শেষের অপশানটি নির্বাচন করুন “A File On Your Site” *. এবার নিচের কোডটি লিংকের ঘরে লিখুন। javascript:__doPostBack(‘ctlURL$cmdUpload’,”) *.

ai jaigai theke bujhte parini.. aktu detail likhben plz

    Level New

    @A. M. Moniruzzaman Rubel: @A. M. Moniruzzaman Rubel:

    আপনি উপরোক্ত কাজ করার পর একটা অপশন পাবেন । সেখান থেকে ওটা সিলেক্ট করে । উক্ত কোড দিতে হবে । তাহলে সেই সাইটে আপলোডের অপশন আসবে । সেখান থেকে আপলোড করতে হবে ।

*. এবার এখান থেকে শেষের অপশানটি নির্বাচন করুন “A File On Your Site” *. এবার নিচের কোডটি লিংকের ঘরে লিখুন। javascript:__doPostBack(‘ctlURL$cmdUpload’,”) *.
– এই লেখার আগে মনে হয় একটা ইমেজ থাকার কথা। ভাই প্লিজ ঠিক করে দেন।

    Level New

    @ফয়সাল রিমন:
    আমি ফটো দিতে পারি না । তাই ফটো দিতে পারিনি । কিছু মনে করবেন না

Level 0

এর থেকে sql ই অনেক ভাল…।। মজা পাওয়া যায়……।। হেহেহেহেহে

    Level 0

    @HAPPY: হুম আমি আশা করি SQL নিয়ে খুব তারাতারি একটা সম্পূর্ণ তিউন দিব ।

    Level New

    @HAPPY:
    ভালো মন্দের বিচার হ্যাকিং করে না । সব ই হ্যাকিং । যাই হোক পোস্ট পরার জন্য ধন্যবাদ

Level 0

“”এবার যদি (নিচের ছবির মতো)_আসে, তাহলে বুঝবেন যে এটিকে হ্যাকিং করা যাবে। “”
ভাই আই লাইন তা দেখে ত আক্তু অবাক হলাম ।। এটা কি কপি পেস্ট নাকি।।?????????????????

    Level 0

    @MRN Hacker: কারন আপনি ত কন ইমেজ দেন নি ভাই।।কিসু মনে করবেন না ।। মন্তব্য তা দিলাম।।

    Level New

    @MRN Hacker:
    স্যার এটা কপি না কিন্তু পেস্ট বটে । আর ইমেজ আমি দিতে পারি না তাই একটু ভুল হল ।

he he mrn aktu pondit bota

কিছু মনে করেন না …… কমেন্ট পড়ে মজা পেলাম ।

অল্প বিদ্যা ভয়ংকর হতে পারে কারো জন্য।

    Level New

    @imran ahmed:
    ভাই এখানে ভয়ন্করের কি পেলেন । একটু বুঝিয়ে বলেন দেখি

বুঝলেন না বস! এই পদ্ধতিতে নিজের আইপি লুকাতে হবে কিনা সে বিষয়ে কিছু লেখা নেই। তাই ওই পদ্ধতে যদি কোন সাইট হ্যাক হয় তবে সেটা ধরা খাবার চান্স আছে কিনা?

Hmm, nice tune… keep it up.

Level New

যার হ্যাকিং শিখছে তারা প্রথমেই আইপি লূকানোর কাজটা করেছে । যাই হোক ভুলের জন্য SORRY

https://www.techtunes.io/mobileo/tune-id/156118

Sagor vai apnar ei tume er soft er link ta thik kore din pls . oi post e comment kora jacche na..I need that soft ..