৫৩ মিলিয়ন ওয়েবসাইট ও ডোমেইন একসাথে ডাউন করলো সর্ববৃহৎ হ্যাকার গ্রুপ Anonymus

জি হ্যাঁ।। আপনি ঠিক  ই শুনছেন , পৃথিবীর অন্যতম সেরা ডোমেইন Hosting Site GoDaddy.com DDoS করেছে Anonymus Hacker Group. CNN , Mashable and BBC News এর তথ্য অনুযায়ী  Twitter এ সরবপ্রথম এই আক্রমন এর দায় দায়িত্ব স্বীকার করে নেয় Anonymus এর একটি অঙ্গসংগঠন @AnonymusOwn3r.

তথ্য অনুযায়ী Latest কিছু Coding এর মাধ্যমে আক্রমন এর ফলে GoDaddy.com এর সাথে যত Hosting Site আছে তারা ও একই সাথে আক্রান্ত হয়েছে। যার সংখ্যা ৫৩ মিলিয়ন এর অ বেশি। Mashable এটাকে "কালের সবচেয়ে সেরা আক্রমণ বলে অভিহিত করেছে"।GoDaddy.com এর মুল সাইট Monday ৩.১৫ ET তে Online হয়। মুল আক্রমণ এর প্রায় ২ ঘণ্টা পরে। GoDaddy.com এর কর্ণধার CNN কে বলেন,"আমাদের পুরো Internet এ A-Category Security রয়েছে" । উল্লেখ্য , যে GoDaddy.com এর অনেক POP3 Mail Server ও Hosting রয়েছে।Anonymus Hacker Group সত্যিই  অসাধারণ কাজ দেখিয়েছে।

আক্রমণ এর পর পর ই পুরো বিশের সকল Social Network যেমন Facebook,Twitter,LinkedIn এ তীব্র সমালচনার ঝর উঠে । Anonymus থেকে পাওয়া বিবৃতি বলে, "আমরা দেখতে চেয়েছি যে অন্যতম সেরা Web Hosting and Security Expert GoDaddy.com এর Security Breach করা যায় কিনা।" উল্লেখ্য যে সবাই বলেছে হাজার হাজার কোটি টাকা ক্ষতি করে "CHECK" করার বিরুদ্ধে সব রকম আইনি বেবস্থা নেওয়া হোক । ৫৩ মিলিয়ন Secured Site ঘণ্টার পর ঘণ্টা Down করার জন্য ইতিমধ্যে Website এর মালিক গন এবং GoDaddy.com এর Authority আঈনী বেবস্থা নেওয়া শুরু করেছেন। অনেকে বলেছেন,"এই হ্যাকার দের হাত কেটে দেওয়া হক,যাতে তারা আর Computer Use না করতে পারে। "

সুত্র-CNN , BBC News , Al Zazeera, Mashable.

নিচে GoDaddy.com এর Official একটি Tweet এর Screenshot ও যুক্ত করা হল।

Level 0

আমি Anupmbhuiyan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আসলেই অনেক চিন্তার বিষয়।সত্যিকারের হ্যাকাররা ইচ্ছা করলে কি না পারে?

Anonymus Hacker Group,আমার মতে বর্তমানে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী হ্যাকার গ্রুপ।
অনেকে বলেছেন,”এই হ্যাকার দের হাত কেটে দেওয়া হক,যাতে তারা আর Computer Useনা করতে পারে।
আমি এ কথার সাথে একমত নই।কারণ কত জনের তারা হাত কাটবে?

    @Homo sapiens: যাদের ওয়েবসাইট গিয়েছে তারা আসলে খুব কষ্টে কথা গুলা বলছে। আর তারা এইসব Genius দের পাবেই বা কই বলেন?

      @Anupmbhuiyan: এটাই সমস্যা, আমরা একপক্ষ নিজেদের কষ্ট বুঝি, তাদের ক্রিয়েটিভিটি বুঝি না। আরেক পক্ষ তাদের ভুলগুলো দেখি না, সবাইকে গিনিপিগ মনে করি।

সত্যিকারের হ্যাকাররা ইচ্ছা করলে কি না পারে?

এনোনিমাস godaddy.com কে বাশ দিচ্ছে। এই সুযোগে নেমচীপ আর হোস্টগ্যাটর মজা লুটতেছে ! 😛

http://www.facebook.com/NameCheap/posts/10151068252328282

http://www.facebook.com/HostGator/posts/10151134066127092

Hacking is not a crime, it is an art of logic. Go Anonymouse go. We are with you.

    @জাওয়াদ লিয়নঃ)ভাই শুধু সত্যিকার এর হ্যাকিং, ওই দুইটা Predefined Code,Tool নামাইয়া যারা হ্যাকিং হ্যাকিং করে চিল্লায় তাদের টা আবার কিসের আর্ট??

ভাই Anonymus ত ফাতাইয়ে দিসে godaddy এবার বাবার কাসে যাবে।

কই পাইছেন গোড্যাডি হ্যাক হইছে? শুরুতে সিনেমার রেডিও ট্রেলার টাইপের কথা দেখেই মেজাজ খারাপ। এবং ভিতরে ভুল তথ্য দিয়ে পোস্ট করছেন। এটা একটা ডিডস এট্যাক ছিল। গোড্যাডি’র সার্ভার ডাউন ছিল না, ছিল ডিএনএস ডাউন। এছাড়া এনোনিমাস গ্রুপের এক সদস্য এই আক্রমণ করেছিল।

“””পৃথিবীর অন্যতম সেরা ডোমেইন Hosting Site GoDaddy.com হ্যাক করেছে Anonymus Hacker Group “””””

আপনি কোথায় পাইলেন হ্যাক করছে ? DDOS এটাক্ট করে ডাউন দিয়েছে । নট হ্যাক ।

    @বিপুল বিডি: Go to CNN,BBC News official website.Don’t try to be lame smart..

      @Anupmbhuiyan: আমার দেখা আছে । আপনি নিজে আগে দেখে আসেন তার পর নিজের স্মার্টনেস দেখাবেন । http://edition.cnn.com/2012/09/10/tech/web/go-daddy-outage/index.html
      দেখছেন ? কোথাও লেখা আছে হ্যাক হয়েছে ?

      কি , এবার পোস্ট এডিড মারলেন কেন ? ভুল সীকার করবেন না আবার বড় বড় কথা বলবেন। ঠিকই তো এখন এডিট করে DDOS এর যায়গায় হ্যাক বসিয়ে দিলেন। আগে দেখাইলেন স্মার্টনেস।

সদস্য আর সংগঠন কি এক জিনিস? সদস্যকে সংগঠন বানিয়ে ফেললেন?

    @So Cheap Host: And please do some work and go to twitter to see what actually happened.Don’t shout here

      @Anupmbhuiyan:
      http://techcrunch.com/2012/09/10/godaddy-outage-takes-down-millions-of-sites/

      “Attacking is not coming from anynomous collective, the attack it’s coming only from me”

      সংগঠনের সংগঠন হয় কিভাবে? এই টুইটের বাংলা কি দাড়ায়?

        @So Cheap Host: আপনি একা এত বড় একটা Hosting Site কে DDoS করতে পারবেন?আপনার মাথা ঠিক আছে ত?DDoS এর Architecture টা আগে বুঝেন।একা যদি কেউ এই কাজ করে তাহলে সে তো সাইবার ঈশ্বর হয়ে যাবে। যুক্তি দিয়ে ভেবে দেখেন।

এখনো আপনার লেখায় ভুল আছে। এনোনিমাস গ্রুপ এই এ্যাটাক করেনি এবং তারা দায়িত্ব ও স্বীকার করেনি। এই গ্রুপের একজন সদস্য এ্যাটাক করেছে এবং সে দায়িত্ব স্বীকার করেছে।

    @So Cheap Host: আর আপনি এত ভুল ভুল করতেছেন কেন?Anonymus কে তার প্রাপ্য ক্রেডিট টা দিতে আপনার এত বাধে কেন?এইটা আমি ও বলি জা করেছে তারা ভুল করেছে,কিন্তু তার মানে এই না তাদের মেধার দাম আপনি দিবেন না। ধন্যবাদ ।

      @Anupmbhuiyan: ভুল সংশোধন না করে তাল গাছটা আমার টাইপের কথা বলতেছেন কেন?

যারা বেশি ভুল ধরতেসেন বা ভাব মারতেসেন তাদের বলে রাখি , “Hackers will always rule the securities”..সুতরাং আপনার যদি খুব কষ্ট লেগে থাকে তাহলে কমেন্ট করা থেকে বিরত থাকেন।মনে রাখবেন বাংলাদেশ-ইন্ডিয়া সাইবার যুদ্ধের সময় হ্যাকার রাই যা করার করছে। কোন “Security Expert” রা কিছু করে নাই।

Level 0

Anupm bhuiyan vai apni ekta BOLOD.

    @SOIKOTXS:
    ভাইরে কাউরে এভাবে বলতে নাই।

    @SOIKOTXS: উত্তরটা @So Cheap Host ভাই ই দিয়ে দিলেন।

তাদের এই মেধা যদি ভাল কাজে লাগাত তাহলে আজ ইন্টারনেটের আরও উন্নতি হত। অযথা অন্যের ক্ষতি করে লাভ কি? যার যার ওয়েব সাইটের ক্ষতি হয়েছে তারাই তাদের ব্যাথা বুঝে। অন্যের ক্ষতি করে মেধা দেখিয়ে কি লাভ!

আমার মনে হয় তারা আসলেই অনেক মেধাবী । তাদের কাজের মাধ্যমে তা প্রমান করে দিয়েছে ।তবে একটু আফসোছ আমাদের দেশের ছেলেরা যদি তা করতে পারত তাহলে ইন্ডিয়া ও মায়ানমার কে ভাল শিক্ষা দেয়া যেত ।

    @Rajib Bhuiyan: আমরা কিন্তু খুব একটা খারাপ ও পারি না!!! 🙁

এই বেপারটা যারা সমর্থন করছে তারা সবাই সম্ভবত এখনও বাবার হোটেলে খাওয়া দাওয়া করছে। আপনার কাছে যেটা খেলার মত, সেটাই অন্যের পেটে লাথি দেয়ার মত মারাত্মক। আমাদের দেশি,ভারতীয় এবং মিয়ানমারীয় হ্যাকার রা এতই অশিক্ষিত যে হ্যাক করার সময় খেয়াল ও করেনা যে কোন দেশি সাইট হ্যাক করছে। বাংলাদেশি হ্যাকার কে আমি দেশি ওয়েবসাইট হ্যাক করে তাতে আবার “বিএসএফ” আর “ফেলানির” গল্প বসাতে দেখেছি (!) উপমহাদেশের শাউয়ার পলারা কোনোদিন স্টিভ জবস এর জীবন ফলো করবেনা, ফলো করবে “এননিমাস” মত অথর্ব হ্যাকারদের।