জি হ্যাঁ।। আপনি ঠিক ই শুনছেন , পৃথিবীর অন্যতম সেরা ডোমেইন Hosting Site GoDaddy.com DDoS করেছে Anonymus Hacker Group. CNN , Mashable and BBC News এর তথ্য অনুযায়ী Twitter এ সরবপ্রথম এই আক্রমন এর দায় দায়িত্ব স্বীকার করে নেয় Anonymus এর একটি অঙ্গসংগঠন @AnonymusOwn3r.
তথ্য অনুযায়ী Latest কিছু Coding এর মাধ্যমে আক্রমন এর ফলে GoDaddy.com এর সাথে যত Hosting Site আছে তারা ও একই সাথে আক্রান্ত হয়েছে। যার সংখ্যা ৫৩ মিলিয়ন এর অ বেশি। Mashable এটাকে "কালের সবচেয়ে সেরা আক্রমণ বলে অভিহিত করেছে"।GoDaddy.com এর মুল সাইট Monday ৩.১৫ ET তে Online হয়। মুল আক্রমণ এর প্রায় ২ ঘণ্টা পরে। GoDaddy.com এর কর্ণধার CNN কে বলেন,"আমাদের পুরো Internet এ A-Category Security রয়েছে" । উল্লেখ্য , যে GoDaddy.com এর অনেক POP3 Mail Server ও Hosting রয়েছে।Anonymus Hacker Group সত্যিই অসাধারণ কাজ দেখিয়েছে।
আক্রমণ এর পর পর ই পুরো বিশের সকল Social Network যেমন Facebook,Twitter,LinkedIn এ তীব্র সমালচনার ঝর উঠে । Anonymus থেকে পাওয়া বিবৃতি বলে, "আমরা দেখতে চেয়েছি যে অন্যতম সেরা Web Hosting and Security Expert GoDaddy.com এর Security Breach করা যায় কিনা।" উল্লেখ্য যে সবাই বলেছে হাজার হাজার কোটি টাকা ক্ষতি করে "CHECK" করার বিরুদ্ধে সব রকম আইনি বেবস্থা নেওয়া হোক । ৫৩ মিলিয়ন Secured Site ঘণ্টার পর ঘণ্টা Down করার জন্য ইতিমধ্যে Website এর মালিক গন এবং GoDaddy.com এর Authority আঈনী বেবস্থা নেওয়া শুরু করেছেন। অনেকে বলেছেন,"এই হ্যাকার দের হাত কেটে দেওয়া হক,যাতে তারা আর Computer Use না করতে পারে। "
সুত্র-CNN , BBC News , Al Zazeera, Mashable.
নিচে GoDaddy.com এর Official একটি Tweet এর Screenshot ও যুক্ত করা হল।
আমি Anupmbhuiyan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এনোনিমাস godaddy.com কে বাশ দিচ্ছে। এই সুযোগে নেমচীপ আর হোস্টগ্যাটর মজা লুটতেছে ! 😛
আসলেই অনেক চিন্তার বিষয়।সত্যিকারের হ্যাকাররা ইচ্ছা করলে কি না পারে?