mobile phone বর্তমানে আমাদের একটি নিত্য প্রয়োজনীয় বস্তু হয়ে দাড়িয়েছে। mobile phone ছাড়া একটা দিনও কল্পনা করা দুঃসাধ্য ব্যাপার। আর এই শখের mobile phone যথন haria যায় তথনই বুঝা যায় এর মূল্য কতটুকু। আজ আপনাদের শিখাবো কিভাবে কখনো প্রিয় mobile phone হারিয়ে গেলে সহজেই আপনি সেটিকে ট্রেস করতে পারবেন।এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন।
১। আপনার mobile phone থেকে *#০৬# চাপুন ।
২। এবার আপনি ১৫ সংখার একটি নাম্বার দেখতে পাবেন।এটাকে IMEI no বলা হয়।IMEI no টি আপনি কোন জায়গায় লিখে রাখুন।অবসসই মোবাইল এ না। কারন আপনার মোবাইল টি হারিয়ে গেলে আই নম্বর টি আপনাকে আপনার মোবাইল টি খুঁজে পেতে সাহায্য করবে।
৩। যদি আপনার মোবাইল টি হারিয়ে যায় তাহলে আপনাকে সুধু এই অ্যাড্রেস এ একটা মেইল করতে হবে।
মেইল অ্যাড্রেস : [email protected]
৪। মেইল করার পরবর্তী ২৪ ঘণ্টার মদ্দে GPRS এবং internet এর মাধ্যমে আপনার মোবাইলটি ট্রেস করা হবে ।যে সব তথ্য সহ আপনি মেইল করবেনঃ
Your name:
Address:
Phone model:
Make:
Last used No:
E-mail for communication:
Missed date:
IMEI No:
৫। এছাড়া নেটে অনেক রকমের সাইট আছে যেখানে আপনি রেজিষ্ট্রেসন করলে তারা আপনার মোবাইল ট্রেস করে দেবে ।এমন কিছু সাইটের ঠিকানা :
ar ha kuno help ar proyojon hola contact me danger power
ar atai amar first tunes kunu bhul hola khoma korban
আমি danger power। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
হ্যাকিং কুনো অপরাধ নয় হ্যাকিং হলো একটা আর্ট আমার ওয়েব সাইট www.helptune.com facebook এ আমি http://www.facebook.com/dangerpointtt?ref=tn_tnmn
Valo laglo mama.