সিম কার্ড ক্লোনিং | তথ্য প্রযুক্তির আশংকাজনক এক অপব্যবহার, এর সম্পর্কে জানি ও সতর্ক হই – Aluminium security

সিম কার্ড ক্লোনিং

মূলত একটি সিম কার্ডের মাইক্রো কন্ট্রোলারের থাকা তথ্য অনুরূপ বা নকল করাকে বোঝায়। সিম কার্ড ক্লোনিং এর ফলে সিম কার্ডে থাকা সকল তথ্য নকল সিম কার্ডে চলে আসে, এমনকি সিম কার্ড ক্লোনিং এর ফলে সঠিক সিম কার্ডের রেকর্ড যেমন: কল লিস্ট, ডায়াল কল লিস্ট, মেসেজ লিস্ট, পিন কোড, আইসিসিআইডি নম্বর এবং সিম কার্ডের ব্যালেন্স স্থানান্তর হয়ে যায়। অনেক ক্ষেত্রে IMSI (International Mobile Subscriber Identifier), Ki এবং  ICCID অনুরূপ বা নকল হয়ে যায়। মূলত এটাই সিম কার্ড ক্লোনিং।

GSM (Global System for Mobile communication)

সিম কার্ড ক্লোনিং সাধারণত GSM (Global System for Mobile communication) অর্থাৎ গ্রুপ স্পেশাল মোবাইলে হয়ে থাকে। বিশ্বের প্রায় ৮২ভাগ মোবাইল ব্যবহারকারী (প্রায় তিন বিলিয়ন) GSM সিম কার্ড ব্যবহার করে থাকেন। তবে কিছু কিছু ক্ষেত্রে CDMA  (Code Division Multiple Access) সিম কার্ডও ক্লোনিং হয়ে থাকে।

যে সকল পদ্ধতিতে সিম কার্ড ক্লোনিং হয়ে থাকে:

সিম কার্ড ক্লোনিং বিভিন্ন ভাবে হয়ে থাকলেও সাধারণত ২ ভাবে সিম কার্ড ক্লোনিং বেশি পরিচিত।

সিম কার্ড ক্লোনিং পদ্ধতি

আমাদের এশিয়া মহাদেশে এই ২ ভাবে সিম কার্ড ক্লোনিং হয়ে থাকে। সিম কার্ড ক্লোনিং এর ২টি পদ্ধতির মধ্যে একটি হলো, হার্ডওয়্যার বা ডিভাইস ভিত্তিক সিম কার্ড ক্লোনিং এবং অপরটি হলো আইপি টেলিকমিউনিকেশন ভিত্তিক সিম কার্ড ক্লোনিং।

হার্ডওয়্যার বা ডিভাইস ভিত্তিক সিম কার্ড ক্লোনিং:

হার্ডওয়্যার বা ডিভাইস ভিত্তিক এর দুইটি অংশ রয়েছে প্রথমটি হলো হার্ডওয়্যার বা ডিভাইস এবং দ্বিতীয় অংশ হলো সফটওয়্যার।

হার্ডওয়্যার বা ডিভাইস ভিত্তিক সিম কার্ড ক্লোনিং

হার্ডওয়্যার বা ডিভাইস সিম কার্ড ক্লোনিং এ বিভিন্ন রকমের ডিভাইস ব্যবহার করা হয়ে থাকে। তবে এ ধরনের হার্ডওয়্যার বা ডিভাইস বাজারে খুব একটা পাওয়া যায় না।

ইউএসবি ভিত্তিক  সিম কার্ড ক্লোনিং ডিভাইস

এ ক্ষেত্রে বিভিন্ন সাধারণ সিম কার্ড রিডার ডিভাইসে অতিরিক্ত কিছু অংশ লাগিয়ে সিম কার্ড ক্লোনিং ডিভাইস তৈরি করা হয়ে থাকে। এধরনের ডিভাইস সাধারণত ইউএসবি ভিত্তিক হয়ে থাকে।

ফিমেল ডাটা কমিউনিকেশন পোর্ট ভিত্তিক সিম কার্ড ক্লোনিং ডিভাইস

ভাল এবং উচ্চ মানের সিম কার্ড ক্লোনিং করার জন্য অনেক ক্ষেত্র নিজেরাই সিম কার্ড ক্লোনিং ডিভাইস তৈরি করে থাকে। এধরনের ডিভাইস সাধারণত ফিমেল ডাটা কমিউনিকেশন পোর্ট ভিত্তিক হয়ে থাকে। একে ওয়াফার কার্ডও বলা হয়।

হার্ডওয়্যার বা ডিভাইস ভিত্তিক সিম কার্ড ক্লোনিং সফটওয়্যার:

ইউএসবি ভিত্তিক ডিভাইস এর সফটওয়্যার

হার্ডওয়্যার বা ডিভাইস ভিত্তিক সিম কার্ড ক্লোনিং এ বিভিন্ন করমের সফটওয়্যার ব্যবহার করা হয়ে থাকে। ইউএসবি ভিত্তিক ডিভাইস এর ক্ষেত্রে এক রকমের সফটওয়্যার ব্যবহার করা হয়ে থাকে। এক্ষেত্রে সফটওয়্যার ইউএসবি ভিত্তিক সিম কার্ড ক্লোনিং ডিভাইস এর সাথে যোগাযোগ স্থাপন করে এবং ক্লোনিং ডিভাইস রিড করে সিম কার্ড ক্লোনিং করে থাকে।

ওয়াফার ডিভাইস ডাটা কমিউনিকেশন পোর্ট এর সফটওয়্যার

অপর ক্ষেত্রে ওয়াফার ডিভাইস ডাটা কমিউনিকেশন পোর্ট ব্যবহার করে থাকে। কম্পিউটারের মাদারবোর্ডের মেইল পোর্টের সাথে ওয়াফার ডিভাইস সংযোগ করা হয়ে থাকে। এর পর নিদিষ্ট কিছু সফটওয়্যার ব্যাবহার করে ওয়াফার সিম কার্ড ক্লোনিং ডিভাইস ব্যবহার করা হয়ে থাকে।

আইপি টেলিকমিউনিকেশন ভিত্তিক সিম কার্ড ক্লোনিং:

আইপি টেলিকমিউনিকেশন

আমাদের দেশের বিভিন্ন প্রতিষ্ঠান আইপি টেলিকমিউনিকেশন ব্যবহার করে থাকে। আইপি টেলিকমিউনিকেশন সাধারণত একধরনের ইন্টারকম সিস্টেম এবং সহজে যোগাযোগ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। আইপি টেলিকমিউনিকেশন ভিত্তিক সিম কার্ড ক্লোনিং এ আইপি ফোন ব্যবহার করা হয়ে থাকে। আইপি টেলিকমিউনিকেশন এর অংশ। এক্ষেত্রে এমন একটি সিস্টেম ব্যবহার করা হয়ে থাকে যার ফলে আইপি ফেন রিমোট ভাবে ডেটা আদান প্রদান করতে পারে। বিশেষ সিস্টেম ব্যবহার করে আইপি ফেন সিম কার্ডের ভিসিসি, জিএনডি এবং ভিপিপি অংশ নির্দেশ করে, মূল্যবান ডেটা যেমন, কল লিস্ট, ডায়াল কল লিস্ট, মেসেজ লিস্ট, পিন কোড, আইসিসিআইডি নম্বর এবং সিম কার্ডের ব্যালেন্স একসেক ও ডেটা সংরক্ষণ করতে পারে।

সিম কার্ড ক্লোনিং এর শিকার হতে সাবধানতা:

  • ১. অবশ্যই ব্যক্তিগত সিম কার্ড অপরের সাথে শেয়ার করা যাবে না।
  • ২. সিম কার্ডে গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ করা যাবে না, যেমন ক্রেডিট কার্ডের নম্বর।
  • ৩. ব্যক্তিগত তথ্য সিম কার্ডে সেভ করা যাবে না।
  • ৪. সিম কার্ডের ই-ফোনবুকে গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ করা যাবে না।
  • ৫. পারত পক্ষে আইপি ফোন নম্বর যেমন, +৯২, #৯০ এবং #০৯ থেকে ফোন রিসিভ না করাই ভাল।
  • ৬. “No Number”, “Unknown” অথবা “Rusticated” এরকম থেকে ফোন আসলে রিসিভ করা যাবে না।

সৌজন্যে: Aluminium Security
বাংলাদেশের প্রথম প্রফেশনাল অনলাইন ভিত্তিক ইথিক্যাল হ্যাকিং ও সিকিউরিটি কোর্স ও সেবাদাতা প্রতিষ্ঠান।

Level 0

আমি Aluminium Security। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 104 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

বিষয়টি শেয়ার করার জন্য ধন্যবাদ তোমাকে। তথ্যবহুল এবং অনেক সুন্দর হয়েছে।

অসংখ্য ধন্যবাদ আপনাকে।

ভাই অনেক কিছু জানতে পারলাম ………………
বানাইতে পারলে হবে পিঃ পিঃ
মাথায় এত খসাড়া বুদ্ধি আসে কোন জায়গা থেকে

=============লোট থাঙ্কস দিলাম============

অনেক ধন্যবাদ এই টপিকটি শেয়ার করার জন্য। টিউনটা অনেক সুন্দর হয়েছে, আরো সুন্দর হত যদি হার্ডওয়্যার বা ডিভাইস ভিত্তিক সিম কার্ড ক্লোনিং সফটওয়্যারের নামটা ছবি থেকে ঝাপসা না করে দিতেন। 😀

    @নিউ রফিক: ধন্যবাদ আপনাকে। সফটওয়্যারের নাম দিলে মানুষের সৎ আমল কমে যাবে।

Level 0

অসম্বভ সুন্দর ভাবে সাজানো একটি টিউন ।মারাত্বক একটি ক্ষতি কারক বিষয় ।যা কিনা কেউ হয়তো এখনো বুঝতে পারে না ।Aluminium Security এর জন্য দোয়া কইলো ।আমাদের কে যেন এভাবেই বিভিন্ন ক্ষতির হাত থেকে বাঁচায় ।ধন্যবাদ Aluminium Security এবং ধন্যবাদ গুরু…

    @Aynal369: অসংখ্য ধন্যবাদ আপনাকে। অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন।

টিউনের জন্য ধন্যবাদ । আমি যতদূর জানি এখন সিম ক্লোনিং করে তেমন সুবিধা করা যায় না । কারন সিম সার্ভিস প্রোভাইডার সার্ভারে একটা সফট থাকে । এই সফট এই সময়ে দুই জায়গায় একই সিম লোকেট করলে দুটিই বন্ধ করে দেয় । পরে যার কাছে সিমের কাগজপত্র থাকে সে আবার নতুন সিম পায় । সফটা ভারতের এক প্রোগামার বানায় । এখন প্রায় সব সিম সার্ভিস প্রোভাইডার সার্ভারে এটা ব্যাবহার করা হয় ।

Level 0

আমার এইটা করার আগ্রহ আছে

@Aluminium Security– অনেক ধন্যবাদ এই টপিকটি শেয়ার করার জন্য। টিউনটা অনেক সুন্দর হয়েছে, আরো সুন্দর হত যদি হার্ডওয়্যার বা ডিভাইস ভিত্তিক সিম কার্ড ক্লোনিং সফটওয়্যারের নামটা ছবি থেকে ঝাপসা না করে দিতেন। 😀

@জ্ঞান-অন্বেষী– ধন্যবাদ আপনাকে. অনেক কিছু জানতে পারলাম

    @শওকত: @শওকত: সিম কার্ড ক্লোনিং সফটওয়্যার ঝাপসা করছে তো কী হইছে? গুগল মামারে জিগাইলে তো কত সফটওয়্যার পাওয়া যায়। সফটওয়্যারটার নাম আমি বলি একটু ভিন্নভাবে। বুঝলে ভাল না বুঝলে আরও ভাল 😛
    সফটওয়্যারের নাম:
    Πbean

    @শওকত: অসংখ্য ধন্যবাদ।

Level 0

সিম কার্ড সম্পর্কে তথ্যবহুল টিউন শেয়ার করার জন্য ধন্যবাদ।

তথ্যবহুল টিউন 🙂

Level 2

Lot of thanks.

Thanks…. 😀

Thanks, but T&T theke call asle too “No Number”, “Unknown” অথবা “Rusticated” tahole ki korbo ?

    @আশরাফুল: T&T থেকে ফোন আসলে খুব সম্ভবত Unknown” দেখায় No Number” এবং “Rusticated” দেখায় না।

অনেক ভালো হইছে। প্রিয়তে রাখলাম…

ব্যাপারটা ফেইসবুকে অনেককে শেয়ার করতে দেখছিলাম। কিন্তু আমি ভাবছিলাম ভুয়া।
কিন্তু এখন ক্লিয়ার হলাম। থ্যাঙ্কস এলুমুনিয়াম 😀

Level 0

নতুন একটা জিনিস জানলাম। ধন্যবাদ।

Level 0

খুব কাজের খবর জানিয়েছেন। সাবধানের মাইর নাই।ধন্যবাদ।

It’s not possible for Bangladesh. Thanks

চমৎকার একটি জনসচেতনামূলক টিউন। অসংখ্য ধন্যবাদ @ Aluminium security।

Level 0

এখনকার সিম এ ক্লোনিং করা যায় না।অতএব ভয় পাওয়ার দরকার নাই।

Level 0

এখনকার সিম এ ক্লোনিং করা যায় না।অতএব ভয় পাওয়ার দরকার নাই।

sim card cloning shikhte chaile contact with me in ROBI CLUB —–USERNAME: HACKER

লেখক @ আপনি কি সিম কপি/ক্লনিং করতে পেরেছেন? সম্ভবত বর্তমানের সিম গুলো ক্লনিং হয় না। অন্তত সফটওয়ার দিয়ে সম্ভব নয়। বড় ধরনের হার্ডওয়ারের সাহায্য নিতে হয়।

Level 0

আমি সিম ক্লোন করে প্রায় দুই বছর ধরে দুই বন্ধু ইন্টারনেট ব্যবহার করছি কোন প্রকার সমস্যা ছড়াই।

সিম ক্লোন এর বিষয়ে কারো কিছু যানার ইচ্ছে থাকলে এখানে আমার পোষ্ট টি দেখতে পারেন। http://johnscl.wordpress.com/2010/03/21/%e0%a6%86%e0%a6%aa%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2-%e0%a6%8f-%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a5%e0%a7%87-%e0%a7%a7%e0%a7%ac-%e0%a6%9f-2/

অথবা skype , nimbuzz. তে নক করতে পারেন। Id johnautomation

Level 2

@Aluminium Security: Ami 1 year dore easeus data recovery wizard professional software ta khujtesi. Onek jaigai paisi kintu ekhon porjonto joto link paisi sob dead. Apnar kase jodi ei soft ta thake & amake link ta den tahole amar khub opokar hoi.

&
PDF Encrypt and Decrypt of this link:
http://www.pdfsplitmerger.com/splitter-merge/index.html

Ei soft er full version ta jodi paowa jai tahole valo. amar office ekta pdf file dise jetar restriction remove korte hobe. Ami sadaronoto sesob soft dia restriction remove kori seta dia etar restriction remove hosse na. 2-1 dia jao ba restriction remove korte parsi kintu form er field image formate a chole a ashtese. PDF Encrypt and Decrypt er demo version dia korlam thikmoto hoise kintu watermark ashtese. crack khujlam pelam na.

Jodi apnar hate somoy thake tahole help koiren.

Thanks.

Level 2

@Aluminium Security: Ami easeus data recovery wizard professional ta peye gesi. kono serial no or crack pailam na folder er modde kintu mone hosse full version. Apnar kase help chaowar sathe sathe e peye gelam.
Thanks.

ধন্যবাদ

Level 0

Magicsim 6 numbers in 1 আমি ব্যবহার করি এটি দিয়ে গ্রামীণ এবং বাংলালিংকের ০১_১১ গ্রুপের সীম ক্লোনিং করে ব্যবহার করি। ৬৪ কে কোন সীম কার্ড ক্লোনিং করতে পারি নাই। তবে এর জন্য এক্সট্রা হার্ডওয়্যার ও সফ্টওয়্যার লাগে। তবে নেটে ৬৪ কে সফ্টওয়্যার পাওয়া যায় তা কাজ করে না। এ ক্ষেত্রে একটা সীম কার্ড একটিভ হয় অন্যটা ইনএকটিভ থাকে।

সচেতনা মূলক টিউন এই ধরনের টিউন গুলু ষ্টেকি করা হলে এর থেকে অনেকে উপকৃত হবে নিঃসন্দেহে।
অসংখ্য ধন্যবাদ ভাল একটি টিউন উপহার দেয়ার জন্য।

ধন্যবাদ ভাইয়া

Aluminium vai amar onak din dora eai device ta bananor iccha. amar kasa ear diagram-o achay.kintu ami jatotuku jani, eata somoy laga 6ho. ar ear kono nitchoyta nay. apner ki better kono Way jana achay? ar DB-9 female connector paita achaina. ktay pabo janaila valo hoy.

Level 0

অসাধারণ একটি টিউন। খুব ভাল লেগেছে। কিন্তু এখন আবার ভয়ও করছে কখন জানি আমি ক্লোন হয়ে যাই।

Level 0

আমি আমার মোবাইল থাকে আপনাদের কল করব কিন্তু আপনাদের Unknown/ No Number/Rusticated দেখাবে । পরোক্ষ করে দেখতে পারেন।