YAHOO MESSENGER HACKING.হ্যাঁ ইয়াহু মেসেঞ্জার হ্যাক করুন।

MULTIPLE LOG INTO YAHOO MESSENGER

হ্যাঁ, এখন আমি আপনাদের দেখাব কিভাবে yahoo messenger এ multiple log করবেন কন সফটওয়্যার সারা।

Follow these steps
1. Go to Start ----> Run . Type regedit, then enter .
2.Navigate to HKEY_CURRENT_USER --------> Software --->yahoo -----
>pager---->Test
3.On the right pane , right-click and choose new Dword value .
4.Rename it as Plural.
5.Double click and assign a decimal value of 1.
That's it done!!
এখন  registry বন্ধ করুন আর ইয়াহু মেসেঞ্জার restart করুন।  For signing in with
new id open another messenger .
্মজা করুন।

সবাই ভাল থাকবেন।

Level 0

আমি MRN Hacker। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 160 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

জটিল হইছে বস ।

পুরান মামলা / নতুনদের কাজে লাগবে

ভাই বুজলাম/করলাম যে ভাবে বলেছেন ঠিক সে ভাবে ই কিন্তু ” এখন registry বন্ধ করুন আর ইয়াহু মেসেঞ্জার restart করুন। For signing in with
new id open another messenger .
্মজা করুন।”” কোথায় থেকে এইটা করব খুজে পাচ্ছিনা আরেক টু ক্লেয়ার করে যদি বলতেন আমার মত নতুন দের জন্য ভালো হত ধন্যবাদ আপনাকে

মানে আমি বলতে চাচ্ছি যে For signing in with
new id open another messenger .এই option তা ইয়াহুর মাজে কোথাও খুজে পাচ্ছিনা

<3 একটি মেসেঞ্জার থেকেই অনেক গুলো ইয়াহু আইডি ওপেন করুন <3
by Nirjon Ahmed Aronno on Thursday, December 8, 2011 at 9:14am ·
সালাম সবাইকে আজ আপনাদের কে দেখাব কি করে একটি ইয়াহু মেসেঞ্জার থেকে অনেক গুলো আইডি ওপেন করা যায় । বিজনেস অথবা অন্যান্য কারনে আমাদের অনেক সময় একের অধিক ইয়াহু আইডি ওপেন রাখতে হয় । আমরা যখন ইয়াহু মেসেঞ্জার ১০ ইউস করতাম তখন Y!multi messanger নামের একটা সফটওয়ার দিয়ে একের অধিক আইডি ওপেন করতাম ,কিন্তু তাতে অনেক সমস্যা দেখা দিত ।কিন্তু এই সমস্যার সম্পূর্ণ সমাধান করে নিন মাত্র ৫ মিনিটে । আপনাকে অতিরিক্ত কিছু করতে হবে না , শুধু মাত্র আপনার ইয়াহু মেসেঞ্জার টি ১১ ভার্সন এর হলেই চলবে ।যারা ১১ ভার্সন ইউস করেন তাদের আরে কিছু ডাউন লোড করতে হবে না । আর যারা ১০ অথবা ভিন্ন ভার্সন ব্যাবহার করেন তারা আপনাদের মেসেঞ্জার টি আন-ইনিস্টল করে ফেলুন এখনোই ।
এবার এই লিঙ্ক থেকে ডাউন লোড করে নিন ইয়াহু মেসেঞ্জার ১১ ভার্সন http://mediafire.com/?xyr3v4d4d200ju6
ডাউন লোড হয়ে গেলে ইনিস্টল করে ফেলুন আপনার পিসি তে । আর মাত্র কয়েক মিনিটের কাজ বাকি ।
এখন আপনার স্টার্ট মিনু তে ক্লিক করে ওপেন করুন । সার্চ বক্স এ লিখুন '' Run'' রান বক্স টি ওপেন করুন ,এবং সেখানে লিখুন
'' regedit '' এখন ওকে করুন , উইন্ডোজ আপনার থেকে অনুমতি চাইতে পারে । অনুমতি দিয়ে দিন ।একটা বক্স ওপেন হবে তার বাম দিকে লিখা থাকবে
my compiuter
HKEY_CLASSES _ROOT
HKEY_CURRENT_USER
HKEY_LOCAL_MACHIN
HKEY_USERS
HKEY_CURRENT_CONFIG
আপনি HKEY_CURRENT_USER এ ক্লিক করুন , তার পরে বক্স তা চেইঞ্জ হবে , এখন একটু নিচে দেখুন '' Software '' লিখা আছে , এখন ' Software '' এ ক্লিক করুন । এরপর আস্তে আস্তে নিচে দেখুন '' yahoo'' লিখা আছে । এখন ' yahoo'' তে ক্লিক করুন , তার পরে ' yahoo'' এর নিচেই দেখুন লিখা আছে ''pager'' pager ক্লিক করে তার কিছুটা নিচে দেখুন লিখা আছে '' Test '' এখন Test এ ক্লিক করুন । এখন দেখুন বক্স এর ডান পাশে একটা ফাইল এসেছে । ঐ ফাইল টা যেভাবে আছে সেইভাবে রেখে দিন । এখন ঐ ফাইল এর কিছুটা নিচে বক্সের মধ্যে খালি যায়গায় মাউস এর রাইট ক্লিক করুন । ''New '' নামের একটা ট্যাব আসবে , ঐ ট্যাব এ ডান দিকের তির চিহ্ন তে ক্লিক করুন , ক্লিক করার পরে আপনার কম্পিউটার এর বিট অনুযায়ী '' DWORD value '' তে ক্লিক করুন । এখন দেখুন আগের ফাইলটার নিচে আরেক্ টা নতুন ফাইল তৈরি হয়েছে । এখন এই ফাইলটিকে '' Plural '' নামে নতুন নাম দিন , '' rename '' করে । এখন ' Plural '' এ ডাবল ক্লিক করে ওপেন করুন এবং '' value data '' তে '' 1 '' লিখে '' ok '' করে দিন । এখন এই বক্স টি ক্লোজ করে দিন , তার পর আপনার মেসেঞ্জার টি ওপেন করুন ডেক্সটপ শর্টকাট থেকে । একবার ওপেন হলে আবার ও ডেক্সটপ শর্টকাট এ ডাবল ক্লিক করে ওপেন করুন । এভাবে যত খুশি মেসেঞ্জার বক্স ওপেন করুন এবং যত খুশি আইডি ওপেন করুন । ধন্যবাদ ভাল থাকবেন । কোন সমস্যা হলে জানাবেন । আল্লাহ্‌ হাফেয ।

না ভাই হয়না ………………………… মাল্টি টাই বুজি ইউস করতে হবে কি আর করা লিঙ্ক থাকলে দিবেন

Level 0