অপারেশন মায়ানমার- সেভ মুসলিম ঘোষণা করল বাংলাদেশ সাইবার আর্মি। সে সাথে হ্যাক হল মায়ানমায়ের অনেক গুরুত্তপুর্ন সাইট। :)

বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে আমাদের দেশের অনেক সাইট মায়ানমার এর হ্যাকারদের দ্বারা আক্রান্ত্র হচ্ছে। এবং তারা -মিশন এ্যন্টি রহিজ্ঞারা-  নাম দিয়ে আমাদের বিরুদ্ধে সাইবার যুদ্ধের ঘোষণা করছে। শুধু যে হ্যাকই করছে তা নয়। মায়ানমার মুসলিম অনেকের উপর অত্যাচার করতেছে তা আপনারা পেপার পত্রিকায় পড়েছেন। এত কিছু হওয়ার পরও চুপ থাকা যায় বলে ক আপনি মনে করেন??

 

বাংলাদেশ সাইবার আর্মি মায়ানমার এই যুদ্ধের কারনে  একটা মেসেজ দিয়েছে। আমি সেটা সম্পুর্ন কপি করে দিয়ে দিলাম।

 

Greetings To The People of the World,

We are Bangladesh Cyber Army. Recently, we have been seeing that the hackers of Myanmar are hacking our country's websites.
Not only this, Myanmar is also killing the innocent Muslims of their country. This injustice over the Muslims and attack on the Bangladeshi cyber space has forced us to react. In this situation, we feel the necessity of a cyber war, against racists. We defeated Indians and it's their time now...
Human Rights Commission and other Governments who have the ability to stop all these are sitting idle under this situation. We request them to come forward and stand against injustice.

United as a Single ONE,
Divided by ZERO.
Our work is for our country,
Our fight is for humanity.
We want Justice.

We are,
Bangladesh Cyber Army.

 

শুধু মেসেজই নয় ইতিমধ্যে বাংলাদেশিদের হাতে বেশ কয়েকটি   সাইট ডিফেস/হ্যাকও হয়ে গেছে। নিচে মিরর সহ দিলাম।

Myanmar Tour And Travel

http://myanmartours.asia/
http://zone-h.org/mirror/id/17914304

University of Medicine, Mandalay

http://www.ummdy.org/
http://zone-h.org/mirror/id/17914283

Client Focus Technology Group Co.ltd of Myanmar

http://www.cftgmyn.com/en/
http://zone-h.org/mirror/id/17914154

Myanmar UN Framework Convention on Climate Change

http://myanmar-unfccc-nc.net/
http://zone-hack.com/mirror/id/62479

The best Tour Operator in Myanmar
http://globalunionexpress.info/
http://zone-h.org/mirror/id/17914188

Myanmar Logistics Co., Ltd
http://mmilogistics.net/
http://zone-h.org/mirror/id/17914211

The Royal Hantha Arts of Myanmar Artists

http://royalhantha-artgallery.com/
http://zone-h.org/mirror/id/17914285

Myanmar Clover Hotel Yangon

http://www.cloverhotel.asia/en/
http://zone-h.org/mirror/id/17914302

MYINT THUKHA NADI CO.

http://myintthukhanadi.com/
http://zone-h.org/mirror/id/17914293

Myanmar Bagan Hotel

http://baganhotelriverview.com/
http://zone-h.org/mirror/id/17914296

http://www.saetanar.org/
http://zone-h.org/mirror/id/17914122

http://www.themyanmarpost.com/
http://zone-h.org/mirror/id/17914124

http://nlaaccountancycentre.com/
http://zone-h.org/mirror/id/17914147

http://royal-ayeyarwaddy.com/
http://zone-h.org/mirror/id/17914291

http://linncomputer.net/
http://zone-h.org/mirror/id/17914299

____________________
এবং ডাউন করে ফেলা হয়েছে অনেক গুরুত্তপুর্ন সরকারি সাইট

Myanmar Gov Sites Down!!!

http://www.myanmar.gov.mm

http://www.myancoop.gov.mm

http://www.construction.gov.mm

http://www.csostat.gov.mm

http://www.myanmarteak.gov.mm

http://www.moai.gov.mm

যেহেতু অনেকেই বলতে পারেন বাংলাদেশ সাইবার আর্মি শিবির,যামাত, ইত্যাদি। না এটি কোন রাজনীতি বা শিবির জামাত ইত্যাদি থেকে নয়। মানবতার খাতিরে এবং ন্যায়বিচার এর জন্য এ্যাটাক করা হচ্ছে। আশা করি ইন্ডিয়ার সাথে যুদ্ধের সময় আপনারা যেমন সাথে ছিলেন এখনও ঠিক তেমনি সাথেই থাকবেন। এবং ভাল থাকবেন এবং দেশকে ভালবাসবেন। 🙂

লাইক দিন বিসিএ এর ফান পেজএ এবং সাইবার যুদ্ধের সকল আপডেট নিউজ জানুন। 

Level 0

আমি মারুফ আলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 296 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

uid=0(root) gid=0(root) groups=0(root)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Carry on big bosses.

Level 0

ভাই চালিয়ে যান।। আমরা আপনাদের সাথে আছি…

ভারতের বিরুদ্ধে যখন যুদ্ধ ঘোষণা করেছিলো তাতে সমর্থন দিয়েছিলাম,এখানেও সমর্থন দিতাম কিন্তু ঐ টান মাইরা দিলো একজায়গায় তাই কিছুটা বিরূপ হলাম।ধর্ম ব্যাপারটা না টানলেই কি মন শান্তি হয় না?মুসলিম মারতেসে তাই আপনারাও মারতেসেন! তাহলে বাংলাদেশে যখন হিন্দু নির্যাতন হয় তখন কোথায় থাকে আপনাদের এহেন ধর্মবোধ?
নিচে কিছু লিঙ্ক দিলাম দেখে নেওয়া ভালোঃ-

http://www.amarblog.com/banglarorko/posts/149081

http://thesail.wordpress.com/2009/01/15/burmese-people-in-malaysia-demonstrated-for-300-burmese-boat-people-fared-death/

http://blog.bdnews24.com/kowshik/101363

http://blog.bdnews24.com/sumitland/100530

http://blog.bdnews24.com/sumitland/101067

    টিটি কর্তৃপক্ষের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি অন্য ব্লগ সাইটের লিঙ্ক তুলে ধরার জন্য।

    @সুমিত: বাংলাদেশে কুনদিন সাম্প্রদায়িক দাঙ্গা হইল? আজাইরর‌্যা কথা!
    হিন্দু মারুক, মুসলিম মারুক, মেইন কথা হইল রাখাইনরা মানুষ মারতেছে এবং সেটা নির্বিচারে। আর তারা হুদাই বাংলাদেশী সাইবার স্পেসে আক্রমণ চালাইতেছে। তাই পাল্টা জবাবটাও মন্দ না।

      @নেট মাস্টার: বয়সটা কতো সেটা তো আমি জানিনা।যদি জন্ম ১৯৮৮ এর আগে হয় তাহলে হয়তো আমার এ কথা আজাইরা বলে চালানো উচিত মনে করতেন না,ঘরে যারা মুরুব্বি তাদের জিজ্ঞাসা করলেই উত্তর আসবে ১৯৮৮ সালে এরশাদ কাক্কুর আমলে কি হইসিলো।
      আর খুব বেশী না ২০০১-২০০৬ এ সময়টার পত্র-পত্রিকার কথা,দেশের কথা কি মনে আছে? সীমা এই নামটা মনে আছে?
      আমি কি বলেছি উপরে ভালো করে দেখুন,সমর্থন দিতাম যদি না ঐ একটা লাইন লাগাইতো > সেভ মুসলিম <,এর কারন উপরে আমার দেয়া লিঙ্ক দেখলেই বুঝা যাবে।
      মায়ানমার নির্বিচারে মানুষ মারতেসে,আমাদের সাইবার স্পেসে আঘাত দিসে তার উত্তর হবে ওদের সাইবার স্পেস গুড়াইয়া দেওয়া আর আমি এটাই বুঝি।

        @সুমিত: মন্ডপ ভাঙ্গা কি সাম্প্রতায়িক দাঙ্গা? @সুমিত: মজার ব্যাপার হল গুগলে সার্চ দিয়ে 1988 বা 2001-06 হিন্দু মুসলিম দাঙ্গা বিষয়ে বাংলাদেশের কোন তথ্য নজরে এল না।

        আমার অনেক বন্ধুই হিন্দু। তাদের কখনো আলাদা কিছু বলে তো মনে করিনাই। আর তাদের প্রতি বৈষম্য করা হয় এটাও জানা ছিল না। আমরা তো একসাথেই গলা ধরাধরি করে খাই, ঘুরি!!

        দ্বিতীয়ত, ১৯৮৮ সালে টেকটিউন ছিল না ২০০১-০৬ তেও না, তখন সাইবার আর্মি ও ছিলনা। তখন কে কোথায় নির্যাতনের স্বীকার হইত তার খবরও আমরা পাইতাম না। এখন নেটের কল্যানে সব আমাদের হাতের মুঠোয়। তাই প্রতিবাদ করা হয়। বর্তমানে কি কোথাও কি হিন্দু নির্যাতন চলতেছে যে তার প্রতিবাদ করতে হবে??

        বর্তমানে মায়ানমারে মুসলিম নির্যাতন চলতেছে এবং এই পোষ্টের লেখক সেইটা নিয়েই পোষ্ট দিয়েছেন। এটা প্রাসাঙ্গিক। এখন মুসলিমদের নির্যাতনের বিরুদ্ধে লেখায় আপনি কেন বাহবাহ দিতে পারেন না সেইটা আপনার মানসিক সংকীর্ণতার ব্যাপার। আজ যদি রোহিঙ্গাদের পরিবর্তে রাখাইনরা নির্যাতিত হত আর এই লেখক লিখতেন, মায়ানমারে ”বৌদ্ধরা” মুসলিম দ্বারা নির্যাতিত হচ্ছে তাহলে আমরা কি বিরোধিতা করতাম? যারা করত তারা হল সংকীর্ণ মানসিকতার অধিকারী। নির্যাতিত যেই হোক তার পাশে দাড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আপনি হিন্দু বলে মুসলিম নির্যাতনের ঘটনার প্রতিবাদ কে সমর্থন দিতে পারছেন না সেটা আপনার সাম্প্রদায়িক সংকির্ণতাকে প্রকাশ করে।

          @নেট মাস্টার: আমি নিচে ভিডিও লিঙ্ক দিয়েছি।একটাই কথা আমি কে কি এবং আমার উঠাবসা এসব জানলে এরকম কথা বলতেন না যে আমি সাম্প্রদায়িক সংকীর্ন।ও হ্যাঁ চার মাসের একটা ভিডিও দিয়েছি নিচের লিঙ্কে।

    @সুমিত: আমি রাজশাহীর বাসী, কউ আমার এলাকায় তো কখনো দেখলাম না যে হিন্দু নির্যাতন হয়, আমার নিজের কয়েকটা হিন্দু ফ্রেন্ড আছে আদিবাসী আছে কউ কখনো তো এরকম সমস্যা হতে দেখিনি । নিজের স্বার্থে জন্য কখনো কোন ঘটনাকে রং লাগাবেন না প্লিজ,

      @sahinurgroups: বাংলা ভাই নামে কাউরে চিনতেন?২০০১-২০০৬ এ সময়ের পত্রিকাতে উত্তরাঞ্চলে সংখালঘু নির্যাতন,পূজা মন্ডপ ভাংচুর এগুলা দেখা যেতো।
      নিজের স্বার্থ কি এতে?
      সমস্যা কি সব জায়গাতেই হয়? শুধু নিজের এলাকা দিয়ে সারা বাংলাদেশ বিবেচনা করা যায় কি?

        @সুমিত: বাংলাভাই আরো বেশি মুসলমান মেরেছে। আর একটা কথা মুসলিম দের সেভ করার কথা বলায় সমর্থন দিবেন না। মানে টা কি? মুসলিম দের মানুষ মনে হয় না?

          @tanweer troy: আমিতো বলিনি মুসলিমরা মানুষ নয় এগুলো আপনাদের নিজস্ব ভাবনা আমার না।কিন্তু এই মায়ানমার দাঙ্গা নিয়ে যেভাবে অনলাইনে প্রচারনা চলছে তাতে বিরক্ত না হয়ে পারিনি।ভুল্ভাল অনেক ছবি দিয়ে বানোয়াট প্রচারনার মানে কি?উপরের লিঙ্কগুলোতে দিয়েছি কিছু ছবি যেগুলো এই প্রজন্মের ছাগুরা মায়ানমারের বলে চালাচ্ছে অথচ সেগুলো অন্য জায়গার আর অন্য সময়ের।

        @সুমিত: প্রথমত, মন্ডপ ভাঙ্গা আর সাম্প্রদায়িক দাঙ্গা এক নয় মসজিদ ভাঙ্গার সাথে আপনি একাত্তরের গণহত্যার তুলনা করতে পারেন না। একটার সাথে জড়িত মানুষের বিশ্বাস, আর দ্বিতীয়তার সাথে জড়িত জীবন।

        দ্বিতীয়ত, মন্ডমভাঙ্গা ইসলামী শরিয়াহ সম্মত নয়। কারণ অন্য ধর্মাবলম্বিদের স্বাধীনভাবে ধর্ম চর্চার অধিকার ইসলাম দিয়ে আসছে এবং সেটা খুলাফায়ে রাশেদীনের আমল থেকে। বাংলাদেশের কিছু ছিচকা টাইপ পুলাপাইন এইসব কাজ করে যেটাকে কেউই সমর্থন করেনা। আর জাতীয়ভাবে কি কোন ঘোষণা দেয়া হইছিল যে বাংলাদেশের সব মুর্তি ভেঙ্গে ফেলা হবে? হিন্দুদের যেখানেই পাওয়া যাবে হত্যা করা হবে?
        বাংলাদেশে মুসলমানদের অত্যাচারে হিন্দুদের কখনো ভারতে আশ্রয় নিতে দেখেছেন?

          @নেট মাস্টার: মন্ডপ ভাঙ্গা আর দাঙ্গা এক কে বলেছে?কিন্তু মন্ডপ ভাঙ্গা নির্যাতনের মাঝেই পড়ে।

        @সুমিত: বাংলাদেশের অনেক জায়গায় দেখেছি সাথে তিনটা দেশ ও ঘুরে ছি, তাই আমি নিজের এলাকা দিয়ে বিচার করি না। আর বাংলা ভাই নিজেকে সন্ত্রাসী গ্রুপ। লাইক আল কায়দা। আর ইসলামে ধর্মের আড়ালে মানুষ হত্যা কিংবা অন্য দের ধর্ম পালন না করতে দেওয়া এগুলো কে হারাম করা হয়েছে। আর আমি এটা ও মানি যে আমাদের দেশে এখন ধর্মে নামে ব্যবসা টা দারুন । তবে আপনার কথা বার্তা দেখে মনে হয়েছে। কয়েকদিন আগে পেপারে দেখলাম যে আমাদের মন্ত্রীদের কেউ একজন বলেছে যে রহিঙ্গা দাঙ্গা তে জামাতের হাত আছে ? আপনি ও সে টাইপের লোক নাকি? যেমন আমাদের দেশের রাজনীতি বিদরা নিজের স্বার্থ হাসিলের জন্য দেশ বিক্রি করতেও ছাড়ে না ।

    @সুমিত: সুমিত ভাই, মুসলিম হিন্দু এটা কোন বিষয় না। আসল কথা হল মায়ানমার যেটা করতেছে ওইটা অন্যায়। আমরা অন্যায়ের বিরুদ্ধে লরতেছি। আশাকরি অন্যায় পরাজিত হবেই@Saikat: 🙂

      @মারুফ আলাম: সুন্দর বলেছেন আমিও এতে একমত।কিন্তু ঐ যে অপারেশনের কি নাম দিয়েছেন সেটা দেখেন।

    @সুমিত: সুমিত ভাই সব কিছুতে যারা “মুসলিম ইস্যু” বা “হিন্দু ইস্যু” তোলে তারা যারা হীনমন্য, ধর্মীয় কূপমূন্ডুক। কোন দেশে, কোন জনগোষ্ঠীর উপর যখন সাম্প্রদায়িক নিপীড়ন হবে তখন আমরা “মানুষ ভাইবোনদের কথা বলবো, কোন “হিন্দু ভাই” বা মুসলিম ভাই” দের না…না…না…বুঝতে পেরেছেন?

      @কল্পতরু: আমি বুঝতে পেরেছি অনেক আগেই।এমনি এমনি তো আর ২৬ বছর পার হয়নি!আর তাই যদি হয় তাহলে অপারেশন মায়ানমার ঠিক আছে কিন্তু > সেভ মুসলিম < এটা দেওয়ার মানেটা কি?

    @সুমিত: যে নিজেকে সম্মান করতে জানে সে অপরকেও সম্মান করতে জানে। নিজ জাতের প্রতি দুর্বলতা থাকা কি অন্যায়? খুলনায় একদম পাশাপাশি একটি গির্জা একটি মন্দির আর একটি মসজিদ আছে। আমি নিজে দেখেছি যখন খালিসপুরে থাকতাম কই মারামারি তো দেখলাম। আমার বেস্ট ফ্রেন্ড একজন হিন্দু। এমন দেখাতে পারবেন আপনাদের ভারতে?
    ব্লগ নয় বাস্তবতা দেখুন।

      @tanweer troy: আমাদের ভারত?????? আপনাকে কি বলব নিজেই বুঝতে পারছি না।এইখানেই প্রমান হয়ে গেলো আসল কথা আর কি বলব?
      >>খুলনায় একদম পাশাপাশি একটি গির্জা একটি মন্দির আর একটি মসজিদ আছে। আমি নিজে দেখেছি যখন খালিসপুরে থাকতাম কই মারামারি তো দেখলাম।<< মারামারি দেখেছেন তাহলে সেটা স্বীকার করে নিলেন নাকি?
      আপনারই খালি বেস্ট ফ্রেন্ড হিন্দু? আমার চলাফেরা উঠা বসা এসব যদি জানতেন তবে একথা বলার আগে ভেবে নিতেন 😀

Salute To BD Cyber Army…. 😀 Go Ahead Boss….!!

good job

@সুমিত ভাই,আপনার মাথা কি ঠিক আছে।মিয়া ফাইজলামি মারার আর জায়গা পান।genocide মানে গনহত্যা হইতেছে রোহিঙ্গাদের উপর আর তারা আমাদের সাইবার আক্রমন করতেছে সেখানে কে মুসলমান কে হিন্দু সেটা কি জরুরী।

    @shohag ahmed: ঠিকই বলেছেন লোক আ-লীগ এর মতো আচরন করছে। হিন্দু রাই হিন্দুদের নির্যাতন করে। যেমন টা মেয়েরাই মেয়েদের

    @shohag ahmed: গনহত্যা হয়ে গেসে? কিছু প্রমান দেখান।আমিও উপরে কিছু লিঙ্ক দিসি দেইখেন পরে না জানি আপনার প্রমানের ছবির সাথে সেই সকল ছবি মিলে যায়।

Oe bata SHUMITTA, bangladesha হিন্দুদের নির্যাতন kobe hoicha. tuy picture day, tor kotha comment dekha amar kanna payche. tuy mor. tue bangladeshi na mona hoy. bangladesha kono hindu muslim dondo nay. tuy bhut. tuy dyni.tore gale deoar bhasha paytase na. kano za amar matha thaka gali ber hochse na.tore amar malu koyta echa hoytase. bhai sob malu bolar jonno sokol hindu somajer kase khoma chaise. sorry amar matha thik nay, sorry.

@সুমিত হিন্দু marlo ke? bangladeshe hindu nirjaton hoiche???? to, koy jon hindu morlo???? ai ajob khobor koi pailen??? duida picture upload koira tune den to………..
naki, sopno dekhtachen……..
ai ta india na j, tochcho bishoy nia danga hoibo ar nir bichare manush marbo……
mone raikhen…….

jar moddhe manobota nai, se kokhono akjon prokito muslim hote pare na………..

    @chiranton pothick: টিউন করে টিটি এর পরিবেশ উত্তপ্ত করার ইচ্ছে নেই নিচে দেখুন কিছু লিঙ্ক দিয়েছি,আশা করি সামনে থেকে মুর্খের মতো ভূসভাস করে কথা বলে বসবেন না।বুঝে শুনে বলবেন।

@মারুফ আলাম
tuner jonno dhonnobad. asha kori, aro update khobor pabo…………

বাংলাদেশ সাইবার আর্মি এগিয়ে যাক।
শুভ কামনা রইল। 🙂

শুভকামনা,সবাই তো দেখা জাচ্ছে সাইবার আর্মিকে শুভেচ্ছা জানানোর চাইতে মি. সুমিতকে গালি দেওয়াতে আগ্রহি। 😀

এগিয়ে যাও বাংলাদেশ সাইবার আর্মি ।

সুন্দর !

সাবাস সাইবার আরমি । @Abu Tareq Md. Kamrul Ahsan আপনার কথা গুলো আমার খুব ভালো লাগছে। আর @সুমিত আপনি হিন্দু বলে মুসলমানদের উপর অত্যাচারে আপনার কিছু আসে যায়না? অন্যায় তো অন্যায়ই। হিন্দু মুসলিম কেন এলো?

আমরা আপনাদের সাথে আছি সবসময়।
আপনারা দেশের গর্ব।

আপনারা সুমিতের কথাটাকে উল্টোভাবে নেবেন না। সব কথার মধ্যে “মুসলিম” শব্দটাকে ঢোকাবেন না। আপনার কথাটা “সেভ মুসলিম” না হয়ে “সেভ হিউম্যান” বা “সেভ পিপল” হলে এত তর্কের অবকাশ থাকত না।মিয়ানমার যেটা করছে সেটা সার্বিকভাবে মানবতার বিরুদ্ধে অপরাধ। এ ধরণের অপরাধ যে দেশেই হোক বা যে জাতির উপর হোক তা অবশ্যই ঘৃণ্য। এভাবে কোন দেশে অত্যাচার হলে আমরা কখনো বলতে চাই না যে “আমার হিন্দু ভাইদের মেরে ফেলছে”, “”আমার খৃস্টান ভাইদের মেরে ফেলছে”। আমরা বলতে চাই “আমার মানুষ ভাইদের মেরে ফেলছে। এই বোধ আমাদের সবার মধ্যে যতদিন না সৃষ্টি হচ্ছে ততদিন আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খৃস্টান কিন্তু “মানুষ” না। “সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই”–একথাটা ভুলে যান কেন? আর ভুলে না গেলে সব কথার মধ্যে “মুসলিম” বলেন কেন। বলুন “মানুষ” “মানুষ” এবং মানুষ।
ভারতের বিরুদ্ধে সাইবার আক্রমনে আমার ব্যক্তিগত সম্পূর্ণ সাপোর্ট ছিলো, মিয়ানমারের বিরুদ্ধে ও পরিপূর্ণ সাপোর্ট আছে, কিন্তু “মুসলিম ভাই মরছে” বলে নয়, “আমার মানুষ ভাই মরছে বলে”…

    @কল্পতরু: যে নিজেকে সম্মান করতে জানে সে অপরকেও সম্মান করতে জানে। নিজ জাতের প্রতি দুর্বলতা থাকা কি অন্যায়?

    @কল্পতরু: ধন্যবাদ আপনাকে আমার কথা বুঝার জন্য।

    @কল্পতরু: কোন সমস্যা তো দেখিনা। তিব্বতে যখন বৌদ্ধ ভিক্ষুদের উপর নির্যাতন চলল, তখন কি কোথায় দেখেছেন বলতে, “মানবতার উপর নির্যাতন চলছে?” প্রত্যেক জাতি সত্ত্বাকে প্রকাশ করতে একটা অ্যাড্রেস প্রয়োজন। ১৯৭১ সালে “বাঙ্গালী’ দের উপর নির্যাত চলেছে কোথাও দেখেছেন বলতে “সেভ হিউম্যান”?

    হিন্দুদের উপর নির্যাতন চললে খবর আসবে হিন্দুর কথা, বৌদ্ধ করলে বৌদ্ধদের কথা। যেটা সত্য সেটাই বলবে মানুষ। কিন্তু হিন্দু, মুসলিম পরিচয় পেয়ে নাক সিটকাবে কেন লোকে?? নাক সিটকানোটাই তো হল মানবতার সবচেয়ে বড় অপমান।

      @নেট মাস্টার: তিব্বতের ভিক্ষু আর মায়ানমারের সাধারণ অসহায় লোক কি এক? আপনি হুজুর বা হাফেজ যাদের ডাকেন তাদের সাথে কি একজন অশিক্ষিতকে এক করবেন? ৭১ এ সেভ হিউম্যান দেখব কেমনে? জন্মই তো হয় নাই!ইউটিউবে ভালো করে সার্চিং শিখেন সেখানে অনেক ভিডিও পাবেন ৭১ এ সেভ হিউম্যান না কি কি বলে আওয়াজ উঠছিলো।

vai apnara agia jan ami asi apnader sathe.

সুমিত ভাই কে বলছি

ভারতে যত মুসলিম নির্যাতন হয় সেই তুলনায় বাঙলাদেশে হিন্দুরা অনেক সুখেই আছে। আর আমি কখনো শুনিনি বাঙলাদেশে হিন্দু নির্যাতন হয়েছে।

dusto chele ভাই জেনে-শুনে-বুঝে কথা বলবেন। এই দেশে বাবরি মসজিদ ইস্যুতে সাম্প্রদায়িক নিপীড়ন হয়েছে, ২০০১ নির্বাচন পরবর্তী সাম্প্রদায়িক নির্যাতন হয়েছে। হয় আপনি জানেন না, না জানার ভান করছেন। আমি সাম্প্রদায়িক নির্যাতনের এক জীবন্ত স্বাক্ষী। আর যদি ভারতের সাথে তুলনায় যান তাহলে বলবো, এটাতে আমাদের কী আসে যায়।ভারত এদেশের হিন্দু বা বৌদ্ধদের দেশ না, তাহলে কেন সব সময় ওদের সাথে তুলনা করে সংখ্যালঘুদের তৃপ্তির ঢেঁকুর তুলতে বলেন। ওখানের একটা গুজরাট ইস্যু দিয়ে যেমন ভারতের সম্পুর্ন মনোভাব বোঝা যায় না, তেমনি এখানের রাজশাহীর কয়েকজন বন্ধুদের অবস্থা প্রেক্ষিতে বাংলাদেশের অবস্থা বোঝা যায় না। ভারতে গুজরাটের ঘৃণ্য সাম্প্রদায়িক দাঙ্গার পাশাপাশি, আরেকটা বিষয় দেখবেন, সেটা হলো রাষ্ট্রের সব ক্ষেত্রে মুসলিমদের অংশীদারিত্ব।

    @কল্পতরু: এদের কে বুঝাবে বলুন? এদের এহেন কথা পড়ে মনে হচ্ছে এদের জন্ম খুব জোর ৯০ দশকের পর।তাহলে এরা কি বুঝবে এখন? এরা তাই বুঝবে এদের হুজুর এদের যা বুঝাবে।২০০১-২০০৬ ইতিহাস বিকৃতির ফল এরা।কিন্তু দোষ কি এদের?

আমি মন্তব্য করার পর আমার দৃষ্টিতে কল্পতরু ব্যতীত অনেকেই আমার উপর বিষোদগার করেছে,অনেকে জাতের দোহাই দিয়ে দুর্বলতার কথা বলেছে,একজন গালিও দিয়েছে 😀 যাক সেদিক থেকে যে বিষয়টি বেশী এসেছে অনেকে প্রমান চেয়েছে,ঠিক আছে প্রমান নিচে দিলামঃ-

http://www.youtube.com/watch?v=4NdjUKXEjxY

http://www.youtube.com/watch?v=E-RJsh9vk8Y&feature=relmfu

http://www.youtube.com/watch?v=mDDI1k0BKLQ&feature=relmfu

উপরের তিনটাই প্রামান্যচিত্র ধারাবাহিক।এগুলো শুধু ২০০১ এর পরবর্তী কিছু চিত্র।
মাত্র চার মাস আগে চট্টগ্রামের হাটহাজারীর ঘটনাটাও কি আপনাদের মনে করিয়ে দিতে হবে?

http://www.youtube.com/watch?v=PknGiDZlN1c

গোপাল কৃষ্ণ মুহুরী এই নামটা শুনেছেন? জামাত/শিবিরের ছাগুরা ইনার সাথে কি করেছিলো জানেন?

http://www.hrcbm.org/news/gopal.html

মোজাহীদীয় একটি ঘটনাঃ-

http://www.youtube.com/watch?v=MA-RF1LnIao

আর বেশী কিছু দিলাম না এরকম ভুরি ভুরি ভিডিও আমার কাছে সংগ্রহে আছে।শুধু নিরবে দেখি আর ভাবি এসবই মানবতা! এগুলোই বাংলাদেশের মানুষে মানুষে সৌহার্দ্য,জাতিগত সম্প্রীতি।

    @সুমিত: আপনি রাজনৈতিক ইস্যূকে ধর্মীয় বলে চালান দিচ্ছেন কেন বলুন তো? 2001 সালে তো আওয়ামিলীগের অনেকেই খুন হয়েছে। সেটা কি সাম্প্রদায়িক দাঙ্গা? বর্তমানে বিএনপির অনেক নেতা গুম হচ্চে। ওদের উপর চলছে নিযার্তন। কয়েকদিন আগে বিএনপির হুইপ মাইর খাইল সেইটা ব্যাপারনা, ব্যাপার হইল কোন হিন্দু নেতার উপর টর্চার হইলে? আপনার কাছে কোন রেফারেন্স আছে যে, রাজনীতি ছাড়া, স্বাধীন এবং ইসলাম ও মহানবী নিয়ে কটুক্তি করে নাই এমন নিষ্পাপ কোন পুরোহিত করে ধরে হুদাই পিটিয়েছে মুসলিমরা?

    ঘটনা হইল, রাধা-কৃষ্ন বা হিন্দু ধর্ম নিয়ে মুসলিমদের তেমন কোন মাথাব্যাথা না থাকলেও কিছু পুরোহিত মহানবী (সা) এর ইসলাম কে নিয়ে কটুক্তি না করে থাকতে পারেনা। তো মানুষের সেন্টিমেন্ট বুঝে কাজ না করলে মাইর তো খাবেই।

    আর আপনি যেই লিংকগুলো দিয়েছেন তার সবগুলাই রাজনৈতিক। এখন, আপনি যদি বলেন আইভি রহমান নিহত হলে সেইটা হবে রাজনীতি আর সুরন্জিত নিহত হলে সেইটা হবে সাম্প্রদায়িক, তো বলার কিছু নাই। বাংলাদেশের ইনোসেন্ট হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন চলেছে, এমন তথ্য কই পাইলেন জানতে মুন্চায়।

      @নেট মাস্টার: হাটহাজারীতে ইনোসেন্ট হিন্দু ছিলো না!গোপাল কৃষ্ণ মুহুরী রাজনৈতিক নেতা ছিলেন? বাশখালীতে ১১ জন পুড়িয়ে মেরেছে তারা মহানবী নিয়ে কটুক্তি করেছে?
      রাজনৈতিক হোক আর ধর্মীয় হোক কোপখানা কাদের উপর পড়ে? ৭১ থেকেই পড়ছে।
      বিএনপির হুইপ মাইরডা কেন খাইসে সেটার ভিডিও একটু দেখে নিয়েন আগে।

      @নেট মাস্টার: সারা জীবন ঘাইটাও যদি একটাও লিংকু পায়। ওদের যা অবস্থা: সুখের রাজ্যে গোলাপ বিষময়।
      আমার এক বড়ভাই(হিন্দু) ভারতে গিয়েছিলেন উচ্চতর ডিগ্রী অর্জনের জন্য সেখানে গিয়ে তিনি চার বছর ছিলেন এবং বাংলাদেশে ফিরে এসে বলেছিলেন যেন স্বর্গে ফিরে এসেছেন (আমি বলেছিলাম আপনিতো ভারতে থেকে গেলেই পারতেন)। ভারতে যেমন মুসলমানদের প্রতি আর দৃষ্টি রাখা হয় ঠিক তেমনি বহিরাগত হিন্দুদেরও তারা কম দেন না। চার বছরে সে নাকি তেমন কোন বন্ধুও পান নি।

    @সুমিত: তাইলে ভাই ভারতেই যাইগা হেই দেশে অনেক সম্প্রীতি আর শান্তি।

সাইবার আর্মির জন্য সাফল্যের আশাবাদ প্রকাশ করছি। আল্লাহ উনাদের সহায় হোন। আল্লাহ শয়তানের হাত কে রুদ্ধ করে দিন।

@সুমিত ভাই আপনাকে বলছি আপনাকে সাইবার আর্মির সমর্থন করতে কে বলেছে। আপনার সাপোর্ট এর জন্য সাইবার আর্মির কাজ থেমে থাকবেনা।আপনি সমর্থন না করলে ও আপনার মত হাজার হাজার সুমিত আছে যারা আপনার মত গাজা খোর না। মনে করেন আপনি দেশের একমাত্র চালাক এবং দুনিয়ার সব কিছু শুধু আপনিই জানেন। এখানে সব লোকের মতামত এক শুধু আপনারটাই ভিন্ন। দশ যেদিকে আল্লাহ ও সেদিকে এটাকি জানেন? আপনার জন্ম কি ১৯০০ সালে যে আপনি অনেকের বয়স নিয়ে প্রশ্ন তুলেন। এখানে আপনার নানার বয়সের লোক আছে যারা শুধু আপনার কথা শুনতেছে আর হাসতেছে। Best of luck cyber army

    @শহিদুল ইসলাম: আমি কি কইছি আমার কথায় সাইবার আর্মি থেমে থাকবে?গাজাখুরির কি আছে তা যুক্তি দিয়ে তুলে ধরেন,গাজাখোররা যুক্তি বুঝে না,ডায়ালগ বুঝে।আমার প্রোফাইলটা দেখেন সেখানে কি লেখা আছে,তারপর বইলেন দুনিয়ার সবকিছু আমি জানি কিনা! হাসতেই পারে যেহেতু আমি যৌক্তিক ভাবে কিছু জিনিস তুলে ধরেছি আর কেউ কেউ অযৌক্তিক ভাবে সেটিকে নিয়ে ভাঁড়ামি করছে।

@নেট মাস্টার
ভাইয়ের সাথে একমত

নেট মাষ্টার,তান্বির ট্রয়,দূষ্ট ছেলেসহ অন্যান্যদের বলছি যারা আমার কথার প্রতিবাদে সরব হয়েছেন,দয়া করে শুধু মৌখিক কিছু না বলে যৌক্তিক প্রমাণসহ কিছু বিষয় তুলে ধরুন তারপর না হয় বুঝব কার দৌড় কত!

Level 0

@সুমিত pagla………..dada apnare r ki bolbo? matha thik ace?zor golai bolcen save the muslim keno likha holo? azib ei apnader moto kicu pagla ace zara nizk khub gani(wise) vabe……..amra manush muslim ki hindu shaita fact na. amaro onek hindu friend ace koi tarato emon mind rakhe na……..bangladesh e zai iktu hoice ta apnader moto gadha srenir manushder zonne hoice,,,,,,,r apni z shob link deyecen tate eita prove kokhonoi hoi na z hinduder dhalau nirzaton kora hoice…..

@সুমিত দাদা কেন এত টানাটানি করতেছেন?
মুসলমান হিসেবে রোহিংগাদের সাপোর্ট করাও আমাদের দায়িত্ব। মহানবী (সা) বলেছেনঃ তোমরা মুসলমানরা একটি দেহের মত সেখানে একটি পিপড়া কামড় দিলেও যেন সারা দেহে অনুভূত হয়।
এখন আপনি ভাল লাগলে সাপোর্ট করেন না লাগলে না করেন। ভারত সাম্প্রদায়িক দাংগায় বিশ্বচ্যাম্পিয়ন আবার তারাই সবাইকে উপদেশ দিয়ে বেড়াই। আপনি বাংলাদেশকে এমনভাবে উপস্থাপন করলেন যেন বাংলাদেশ চ্যাম্পিয়ন। হাসাইলেন ভাই। ২০০১ সালের পর কি হয়েছে তা সবাই জানে, ঘরের মধ্যে ভিডিও করে যে ইউরোপে পাচার করা হচ্ছিল সংখ্যালঘু নির্যাতনের ছবি প্রচার করার উদ্দেশ্যে তা সবাই জানে। আপনি মিয়ানমারের কথায় বাংলাদেশকে কেন আনলেন তা আপনিই ভাল জানেন। আপনি বললেন যে মিয়ানমারের ঘটনা অতিরিক্তভাবে প্রচার করা হচ্ছে । কেন আপনি কি মিয়ানমার সফর করে চলে এসেছেন? এতেই বোঝা গেল আপনার এখানে তো সাইবার আর্মির প্রতি সমর্থন নাই উপরন্তু ভারতের বেলায়ও ছিল না। আপনি যতই বলেন একটা পাগলও বিশ্বাস করবে না এমনকি আপনি নিজেও না।

@ সুমিত : একটা কমেন্ট না করে পারলাম না। হিন্দু রা যদিও বাংলাদেশের নাগরিক। কিন্তু এখন পর্যন্ত তাদের মন প্রাণ সব পড়ে আছে ভারতে। তাই এই রকম কথা বার্তা বলছেন। যাদের মনে শুধুই হিংশা।

বাংলাদেশে যদি অন্য ধর্মালম্বীদের উপর নির্যাতনই চালান হত। তাহলে বিধর্মীরা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কোন পদে থাকতে পারতনা। যেমন : শিল্প মন্ত্রী, সাবেক রেল মন্ত্রী প্রমখ। বাংলাদেশের সরকার বিধর্মীদের জন্য যা যা করেছে। ভারতীয় সরকার এর একাংশও করতে পারেনি মুসলমানদের জন্য। আপনি পত্র পত্রিকার দোহাই দিচ্ছেন। এই পত্রিকায় একদিন পড়েছিলাম যে একজন ভারতীয় অভিনেতা মুম্বাইতে বাড়ী কিনতে পারেনি। কারণ সে একজন মুসলমানের সন্তান। যাদের ধর্মের প্রতি কোন শ্রদ্ধা বা ভালোবাসা নেই জানি না তারা কোন ধর্মের হয়। কোন বিপদের সময় যদি ৩ জন বিধর্মী আর একজন মুসলমান থাকেন আমি একজন মুসলমান হিসাবে মুসলমানকে আগে উদ্ধার করব। এটা হচ্ছে আমার ধর্মের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা। রাখাইনরাই তো বলেন আমার বিটিভি তে দেখি যে ” জীব হত্যা মহাপাপ” । আর কি বলব। হায়রে ধর্ম।

    @Motahar Hossain: এ পি জে আবুল কালাম আযাদ << এই নামটা শুনেছেন কি কখনো? আই এম কালাম এই ফ্লিমটা জানি কোথায় তৈরী হয়েছিলো?
    সমগ্রভারতে আদিবাসীদের জন্য ৫% কোটা বরাদ্দ থাকে আর সংখ্যালঘুদের জন্য ৫% এবং পশ্চিমবঙ্গে শুধু মুসলমানদের জন্য আরো ৫% কোটা অতিরিক্ত বরাদ্দ আছে।তাহলে এক্ষেত্রে একজন পশ্চিমবঙ্গের মুসলমান ১০% কোটার মাঝে পড়ছেন (সংখ্যালঘু+মুসলমান=১০%)।ভারতীয় সরকার পারেনি এসবই তার নমুনা।
    জেনে কথা বলুন।

শুধু ভারতীয় হ্যাকাররা তো আর পারেনা তাই সাথে রাখাইনদের সাথে যোগ দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে। হাজার চেষ্টা চালিয়েও তারা কখনোই সফল হতে পারবে। কারণ বাংলাদেশীরা এখন সচেতন নাগরিক।

    @Motahar Hossain: আসল কথাটাই বলতে ভূলে গিয়েছেন আমরা বীরের জাতি,জ্বলে পড়ে মরে ছারখার তবু মাথা নোয়াবার নয়।

অনুগ্রহ করে সুমিত ভাই এর সাথে জগরা এখানেই শেষ আশা করছি। জগরা,গালাগালি কোন সমাধান না। ধন্যবাদ।

সুমিত দা এবার আপনি তোহা ভাইকে নিয়ে
যে আন্দোলন করছিলেন সেই তোহা ভাই
আপনার মনের কুচক্র ধরতে পেরেছে।
এবার ঝগড়া
থামান অনেক হয়েছে একটা লম্ব ঘুম দিন মনটা ভাল করবে

Level 0

ফাটাই দাও……..

সাম্প্রদায়িক বিষবাষ্প কী জিনিস তা এখানকার মন্তব্যগুলো পড়ে বেশ ভালোই বোঝা যাচ্ছে। একটি “সংকীর্ণ শিরোনাম”কে প্রশ্রয় দেওয়ার জন্য আরো সংকীর্ণ কিছু যুক্তি ও মন্তব্য। ভাই ২০০১-এ অত্যাচার দেখেছি, কিন্তু আমেরিকা যখন আফগানিস্থান আক্রমন করলো তখন মোটেও প্রতিশোধপ্রবণ হয়ে খুশি হতে পারিনি। মিছিল করেছিলাম সে দিনগুলোতে, কেন জানেন? সেখানে আমাদের নিরীহ ভাইবোনরা মরছে বলে। তদ্রূপ করেছিলাম ২০০৩ -এ ইরাক আক্রমনের দিনগুলোতে। যেদিন আমি শাবলা-শাতিলার বীর ফিলিস্তিনীদের করুণ কাহিনী প্রথম পড়েছিলাম সেদিন থেকেই এদেরকে আমার সব থেকে নিকট আত্মীয় বলে মনে হয়েছিলো, ধর্মবুদ্ধির কারনে নয়, বিবেকবুদ্ধির জোরে।

আমরা যেন নিপীড়নকে কোন ধর্মীয়, রাজনৈতিক বা গোষ্ঠীর গন্ডিতে আবদ্ধ না করি।
তার পরিচয় হবে “মানবতার উপর নিপীড়ন”।
আমার দুঃখ এই দেশের মানুষ এই দেশেরই সন্তান লালনকে ধারণ করতে পারলো না, যদি পারতো তবে তারা সমস্বরে গাইতো …
“নানা বর্ণের গাভী রে ভাই, সাদা বর্ণের দুধ
জগৎ ভ্রমিয়া দেখি একই মায়ের পুত সবাই, একই মায়ের পুত।”

    @কল্পতরু: কে বোঝাবে এদের?
    এদের সিংহভাগই আমাকে ভারতের উদাহারন দিচ্ছে,ভারত যেতে বলছে, কি আশ্চর্য আমি কোথায় এমন নিজ থেকে ভারতের সাথে নিজের দেশের তুলনা দিয়েছি? ওরাই দিচ্ছে তুলনা আমি তো না।
    আবার আমাকে ভারতেই যেতে বলছে, হাসি পায় এসব কথায়।
    মানবতার জন্য যুদ্ধ করতে সবাই রাজি কিন্তু ধর্মীয় যুদ্ধে একটি নির্দিষ্ট সম্প্রদায়।

Level New

দয়াকরে ইসলাম প্রীয় সকল ভাই-ভোনেরা(বিশেষ করে হ্যাকার ভাই- ভোনেরা) একটু কষ্ট করে পড়ুন।

আমি একজন নতুন টিউনার।কোন প্রকার ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি হ্যাকিং করতে জানিনা।কারন হ্যাকিং আমি পচন্দ করিনা। কিন্তু আজ হ্যাকিং সম্বন্দে জানতে খুব ইচ্ছ হচ্ছে। জিহাদের নয়ম হল শত্রু যে পথে আসবে সে পথে বাধা প্রতহত করতে হবে। আজকে ফেসবুকে একটি পোষ্ট দেখে নিজেকে খুব ঘৃনা করতে ইচ্ছে হেচ্ছে। একটা ফ্যান পেজে আমাদের পথ প্রদর্শক হযরত মুহাম্মদ (স)- এর এবং ইসলামের ব্যাঙ্গ চিত্র করা হয়েছে। নিজেকে ধিক্কার দিতে ইচ্ছে হচ্ছে যে মাঠে নেমে জিহাদ তো করতে পারিস না ইন্টারনেটে হ্যাকিংও কি করতে পারিস না! আমি আমার হ্যাকার ভায়ের কছে কৃতজ্ঞ যে ইন্ডিয়াকে ধ্বংসের মুখ পেলেছ বাংলাদেশী সাইবার আর্মি ও ব্ল্যক হাট হ‌্যাকার। বর্তমানে মায়ানমার কিন্তু রেহায় পায়নি বাংলাদেশী সাইবার আর্মি ও ব্ল্যক হাট হ‌্যাকার থেকে। তাই এ থেকে বুঝা যায় বাংলার বাঘ এখনো ইসলাম মুখি। ঐ ইসলাম মুখি ভাই দেরকে অনুরদ করবো এই ফ্যান পেজটির এমন অবস্থা করুন! যাতে করে আর কোন নাস্তিক, বেইমান, কাপের এ রকম কাজ করতে অনলাইনে আসতে ভয় পায়। সাইটটির লিংক– https://www.facebook.com/insultmo

আল্লাহ এই নির্যাতিতদের রক্ষা করুন আমিন

কিছু বলার ইচ্ছে ছিলো না, কিন্তু বাংলাদেশ সাইবার আর্মির একজন ক্রু এবং একজন বাংলাদেশী হবার খাতিরে কয়েকটা কথা শেষে বাধ্য হয়ে বলতেই হচ্ছে।

@সুমিত এবং @কল্পতরুঃ আমার প্রথম প্রশ্ন হলো, কবে বাংলাদেশীরা বাংলাদেশী হিন্দু এবং বাংলাদেশী মুসলমান হয়েছে? আমি তো সারাজীবন এদের বাংলাদেশী বলেই জেনে এসেছি। আমি গতকাল রাতে এই নিয়ে একটা ডিটেইলস পোষ্ট করেছি টিটি তে। সেখানে আপনাদের সুচিন্তিত মতামত আশা করছি।

বাকিদের বলছিঃ এই দুইজন যা বলেছে তা একেবারে ভূল নয়। বাবরী মসজিদ ভাঙ্গা নিয়ে একটা সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিলো। তবে সেটার সূত্র পাত হয় গুজরাটে মুসলিম দের ওপর অত্যাচার দিয়ে। সেসময় ভারতের গুজরাট এক্সপ্রেসে মুসলিম দের ওপর যে ধরনের নির্যাতন করা হয়েছিলো সেটা জেনোসাইড ইতিহাসে নজীরবিহীন। সে তুলনায় বাংলাদেশে অনেক কম হয়েছে। উত্তর বঙ্গের বেশ কিছু এলাকায় মারধোর / জ্বালাও পোড়াও / ভাংচুর এর মতো ঘটনা ঘটেছে।

এখানে বলে রাখা ভালো, এই সাইবার যুদ্ধের নেমঃ সেভ মুসলিম দেয়ার দুটো কারন রয়েছে। তার আগে বলে নেই, এই নামের মাধ্যমে অন্য ধর্মের কাউকে অপমান করা হচ্ছে না। রাখাইনরা রোহিঙ্গা দের ওপর অত্যাচার করছে। আবার তারা সাইট হ্যাক করে দাবী করছে রোহিঙ্গা রা বাংলাদেশ এর অধিবাসী, তাদের যেন ফিরিয়ে নেয়া হয়। সেখানে যদি আমরা মিশনের নাম দিতামঃ সেভ হিউম্যানিটি, সেখানে একটা বৃহত্তর স্বার্থের প্রশ্ন জন্ম নিতো। একটা দেশের নাগরিক দের ওপর অত্যাচার হচ্ছে। সেখানে বাংলাদেশ সাইবার আর্মি একটা বহিরাগত শক্তি, এখানে পুরো হিউম্যানিটির দ্বায়িত্ব নেয়ার জন্য আমাদের অবস্থান তুলনামূলক ভাবে অপ্রয়োজনীয়। আমাদের টার্গেট শুধুমাত্র ওদের সাইবার স্পেস ধ্বংস করে আমাদের সাইট হ্যাক এর বদলা নেওয়া এবং তাদের হ্যাকিং বন্ধ করতে বাধ্য করা। এটা আমাদের প্রাইমারী অবজেক্টিভ। এরপর রোহিঙ্গাদের ওপর যে অত্যাচার হচ্ছে তা তাদের দেশের সীমান্তের মধ্যেই সমাধান করা।

সকল ব্লগার কে আহ্ববান করবো পরিস্থিতি সম্পর্কে আগে পরিস্কার একটা ধারনা নিয়ে তারপর সেটার সমালোচনা- আলোচনা করতে।

Sabash step forward. Amio apnader sathe kaj korte chai, ami honours final year e porchi, asha kori dole neyar moto joggota ache. amar e-mail: [email protected], Please amake desher jonno kaj korar shojog din.

Poramorsho dile khobi khoshi hobo.

    smit babau hudai bogbogitese………………amar minimum–20 ta hindu frind ase alakar kao balte pare na k hindu k musol man.