বাংলাদেশি হ্যাকারদের আক্রমনে বার্মিজ সাইবার স্পেস বিধ্বস্ত

বাংলাদেশী ওয়েবসাইট দখল করতে এসে নিজেরাই বেকায়দায় পড়েছে বার্মিজ হ্যাকাররা।

এন্টি রোহিঙ্গা নাম দিয়ে নিজেদের ফেসবুক ফ্যান পেজে প্রচারিত তথ্যে বার্মিজ হ্যাকাররা দাবি করেছে যে বাংলাদেশের সরকারি, রাষ্ট্রীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইটের নিয়ন্ত্রণ নিচ্ছে তারা আর এতে ভারতীয় হ্যাকাররা তাদের সহযোগিতা করছে। ‘বাংলাদেশ সরকার তথাকথিত রোহিঙ্গা নামের সন্ত্রাসীদের গ্রহণ করে বাংলাদেশে ফিরিয়ে না নেয়া পর্যন্ত’ এ হ্যাকিং অভিযান চলবে বলে ঘোষণা করেছে তাদের ফ্যান পেইজে কিন্তু প্রথমেই তাদের ফেসবুক ফ্যান পেইজ হ্যাক করে ফেলে বাংলাদেশী হ্যাকাররা।

বার্মিজ হ্যাকার ইউনিটি নামে এ গোষ্ঠিটির ফেসবুক ফ্যানপেজে দেয়া লিংক অনুসরণ করে দেখা যায় শুক্রবার থেকে এ পর্যন্ত বার্ড ফাউন্ডেশন ও বোয়েসেল-এর মত প্রতিষ্ঠান সহ প্রায় ১৩টি বাংলাদেশ ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান ও বাণিজ্যিক ওয়েবসাইট হ্যাক করেছে এবং সেখানে মিয়ানমারের আরাকান প্রদেশের জাতিগত রোহিঙ্গা সংখ্যালঘুদের বিরুদ্ধে নানা বর্ণবাদী আক্রমণমূলক কথা লেখা হয়েছে। তারা বাংলাদেশর গুরুত্বপূর্ণ ওয়েবসাইট তেমন একটা হ্যাক করতে পারেনি।শুধু বিডিনিউজ২৪.কম কিছুক্ষনের জন্য বন্ধ রাখতে পেরেছে তারা। এদিকে সাইবার যুদ্ধে নিরব থাকেনি বাংলাদেশী তরুন হ্যাকাররা। বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকারস্ ও বাংলাদেশ সাইবার আর্মির উপুর্যুপুরি আক্রমনে মায়ানমারের সাইবার স্পেস কুপোকাত হয়ে পড়ছে।

বিভিন্ন সাইটে ঝুলছে বাংলাদেশের হ্যাকারদের সতর্ক বার্তা। এই সারিতে রয়েছে মায়ানমারের গুরুত্বপূর্ণ সরকারি, কমার্সিয়াল ও পত্রিকার ওয়েবসাইট। হামলা করতে এসে নিজেরাই বেকায়দায় পড়েছে মিয়ানমারের হ্যাকাররা। প্রথমে তারা ফেসবুকে তাদের ফ্যানপেজ হারায় বাংলাদেশের হ্যাকারদের কাছে। তারপর মায়ানমার সেন্ট্রাল ব্যাংকের ওয়েবসাইট দুইঘন্টার জন্য বন্ধ থাকে। প্রথম বড় আঘাত আনে বাংলাদেশ সাইবার আর্মি। একবারে মায়ানমারের ২০টি সাইটের মৃত্যু তালিকা প্রকাশ করে।

তারপর বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকারস্ কিছুক্ষণ পর পর মায়নমারের গুরুত্বপূর্ণ ওয়েবসাইটের মৃত লিংক প্রকাশ করছে। তবে বাংলাদেশের হ্যাক করা সাইটে দেখা গেছে তারা যুদ্ধের বিরুদ্ধে মত প্রকাশ করে এবং বাংলাদেশের ওয়েবসাইট হ্যাক করা থেকে বিরত থাকার জন্য মায়ানমারের হ্যাকারদের হুঁশিযারি প্রদান করছে।

বাংলাদেশের হ্যাকারদের কাছে মায়ানমারের সম্প্রতি বিধ্বস্ত হওয়া কিছু ওয়েবসাইটরে লিঙ্ক

Level 0

আমি Jahangir Alam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পরে লিখব :)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

go ahead with hacking

থ্যাঙ্কস ……………………………।।

Level 0

thanks u;r news but purai copy paste

bd alwys best

হ্যা অবশ্যই 🙂

ধন্যবাদ না দিয়ে পারিনা। ভাই একটা জিনিষ জানতে ইচ্ছে করে। ভারতের যে গোয়েন্দা বাংলাদেশের সাইবার আর্মিকে ধরতে এসেছিল তারা কি সাইবার আর্মির কাউকে ধরতে পেরেছে। যদি বাংলাদেশ সরকার তাদের ধরতে সহযোগিতা করে তবে এর চেয়ে দূঃখ হয়ত প্রেমিকা হারালেও পাবনা। Best of luck cyber armi

সংবাদটা পড়ে খুব ভাল লাগলো। নিজকে গর্বিত মনে হচ্ছে। অভিনন্দন ! বাংলাদেশ সাইবার আর্মি ও বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকারস্।

Level 2

Best of luck cyber armi

সাবাশ বাঙ্গালী এ পৃথিবী অবাক তাকিয়ে রয়
জ্বলে পুড়ে মরে ছারখার তবু মাথা নোয়াবার নয়।

ধন্যবাদ আপনাদেরকে বাংলাদেশ হ্যকারকদের কে উতসাহিত করার জন্য , এগিয়ে যাক 🙂

Level 0

wish a great job cyber armi

থ্যাংকু চু মাচ… দাদা 🙂

go tigers …. go :-*

এগিয়ে যাও এগিয়ে যাও

বাংলাদেশ সাইবার আর্মির জন্য রইল শুভকামনা। সাবাশ! সাম্প্রদায়িক মিয়ানমারের উপর যত পারো আঘাত করো।

ধন্যবাদ ….. উৎসাহ দেওয়ার জন্য 🙂