যারা ফেসবুক ব্যবহার করেন তাদের জন্য একটা দুঃখকর খবর নিয়ে এসেছি। খবরটি হলো ফেসবুকে আলবা লোবা নামে একটা কঠিন ভাইরাস এসেছে যা একবার যদি আপনার পিসিতে ঢুকতে পারে তবে আপনার HDD তো যাবেই সাথে হার্ডওয়্যারেরও বারোটা বাজিয়ে যাবে।আর হ্যা এটা যে কোন এন্টি ভাইরাসকে ফাকি দিতে সক্ষম।
খবুই সহজ ভাবে আপনি বুঝতে পারবেন যে আপনার পিসিতে আলবা লোবা ভাইরাস ধরেছে।যখনই দেখবেন নিচের মত আপনার ফেসবুক বার এর রং বদলে গেছে তখনই বুঝবেন আপনার পিসিতে আলবা লোবা বাবাজী ঢুকে গেছে এবং তার কাজ সে শুরু করেছে।
উপরেরমত লাল,কালো,সাদা,ও সবুজ যে কোন একটি রং হলেই বুঝবেন আলবা লোবা এসে গেছে।
বাঁচার উপায় আপাতত একটায় আছে তাহলো একটি ফেসবুক অ্যাডঅন ডাউনলোড করে ইনষ্টল করে নিতে হবে।ফেসবুকের অ্যাডঅনটি ডাউনলোড করতে মন্তব্য করে আপনার ইমেইল আইডি দিন আমি অ্যাডঅনটি পাঠিয়ে দেব।
প্রথমে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এই জন্য যে উপরের লেখা আলবা লোবা ভাইরাসটি আসলে কিছু না,এটা একটা জাভাস্ক্রীপ্ট ট্রিকস যেটা আমি আপনাদের শেয়ার করার জন্য উপরের মজাটা করেছি।তবে এই মজাটা করায় একটা জিনিস বুঝতে পারলাম যে ফেসবুক কতটা জনপ্রিয়,যা হোক চলুন দেখেনি কি ভাবে আপনি আপনার ফেসবুক বার এর ফেক রং বদলাবেন।
*নিচের জাভাস্ক্রীপ্ট কপি করুন।
javascript:void(document.getElementById('fb_menubar').style.background='red');
*এবার ফেসবুক এ গিয়ে জাভাস্ক্রীপ্টটি address bar এ পেষ্ট করে এন্টার চাপুন এবং দেখুন।
আপনি যদি অন্য রং চান যেমন কালো,সাদা,বা সবুজ তবে আপনাকে শুধু জাভাস্ক্রীপ্টের red লেখা টুকু বদলে black, white, green দিতে হবে।
আমি মঈনুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 159 টি টিউন ও 299 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সব সময় নতুন কিছু শিখতে চেষ্টা করি ..........
den to [email protected]