আপনি কি একজন ফেসবুক ব্যবহারকারী?(Update)

যারা ফেসবুক ব্যবহার করেন তাদের জন্য একটা দুঃখকর খবর নিয়ে এসেছি। খবরটি হলো ফেসবুকে আলবা লোবা নামে একটা কঠিন ভাইরাস এসেছে যা একবার যদি আপনার পিসিতে ঢুকতে পারে তবে আপনার HDD তো যাবেই সাথে হার্ডওয়্যারেরও বারোটা বাজিয়ে যাবে।আর হ্যা এটা যে কোন এন্টি ভাইরাসকে ফাকি দিতে সক্ষম।

কি ভাবে বুঝবেন আলবা লোবা ভাইরাস ধরেছে ?

খবুই সহজ ভাবে আপনি বুঝতে পারবেন যে আপনার পিসিতে আলবা লোবা ভাইরাস ধরেছে।যখনই দেখবেন নিচের মত আপনার ফেসবুক বার এর রং বদলে গেছে তখনই বুঝবেন আপনার পিসিতে আলবা লোবা বাবাজী ঢুকে গেছে এবং তার কাজ সে শুরু করেছে।

lol

উপরেরমত লাল,কালো,সাদা,ও সবুজ যে কোন একটি রং হলেই বুঝবেন আলবা লোবা এসে গেছে।

বাঁচার উপায়

বাঁচার উপায় আপাতত একটায় আছে তাহলো একটি ফেসবুক অ্যাডঅন ডাউনলোড করে ইনষ্টল করে নিতে হবে।ফেসবুকের অ্যাডঅনটি ডাউনলোড করতে মন্তব্য করে আপনার ইমেইল আইডি দিন আমি অ্যাডঅনটি পাঠিয়ে দেব।

Update

প্রথমে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এই জন্য যে উপরের লেখা আলবা লোবা ভাইরাসটি আসলে কিছু না,এটা একটা জাভাস্ক্রীপ্ট ট্রিকস যেটা আমি আপনাদের শেয়ার করার জন্য উপরের মজাটা করেছি।তবে এই মজাটা করায় একটা জিনিস বুঝতে পারলাম যে ফেসবুক কতটা জনপ্রিয়,যা হোক চলুন দেখেনি কি ভাবে আপনি আপনার ফেসবুক বার এর ফেক রং বদলাবেন।

ফেসবুক বার এর ফেক রং বদল

*নিচের জাভাস্ক্রীপ্ট কপি করুন।

javascript:void(document.getElementById('fb_menubar').style.background='red');

*এবার ফেসবুক এ গিয়ে জাভাস্ক্রীপ্টটি address bar এ পেষ্ট করে এন্টার চাপুন এবং দেখুন।

জাভাস্ক্রীপ্ট ব্যবহার করার আগে

tech moin

 

জাভাস্ক্রীপ্ট ব্যবহার করার পরে

tech

আপনি যদি অন্য রং চান যেমন কালো,সাদা,বা সবুজ তবে আপনাকে শুধু জাভাস্ক্রীপ্টের red লেখা টুকু বদলে black, white, green দিতে হবে।

Level New

আমি মঈনুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 159 টি টিউন ও 299 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সব সময় নতুন কিছু শিখতে চেষ্টা করি ..........


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাইজান,
আমার সাধের fb আইডি টা হারাইবার চাই না…….. মেহেরবানি করিয়া আমারে একটু মেইল কইরেন….
[email protected]

Level 0

MOIN vai, ama k o den [email protected]
or
[email protected]

মইন ভাই… ………..

মইন ভাই দেখি হিট খাওয়ার জন্য আমার থেরাপী চালান দিলেন। যাকগা আমার মেইল তো আপনে জানেনই। তবে এ্যাড অনটাতে আবার কোন সমস্যা নাই তো?

তবে আমাকে পারলে ভাইরাসটা দেখার একটু সুযোগ করে দেন।

ভাই আমার ইমেল [email protected]

মঈন ভাই,আমারেও পাঠান।আর আপনার খবর কি……………….?
আপনারে তো কোন জায়গায়ই খুজে পাই না।

    Level New

    এই তো আমি ….. 🙂

ভাই, টিউনটা দেখে ভয় লাগল। [email protected]

ভাই আমাকেও দেন এক কপি আমার আই ডি [email protected]

Level 0

ভাইগো বাচান [email protected]

@মঈন ভাই: সতর্ক করে দেবার জন্য ধন্যবাদ।আমার মেইল আইডি নিচে দিলাম অ্যাড অনটি পাঠিয়ে দিবেন এবং কোন ড্রাইভে ইনস্টল করতে হবে সেটাও জানাবেন।
[email protected]

Level 0

মইন গুরু,ফাটাফাটি আমাকে একটু দিয়েন [email protected]।পিছা ছরলাম না নেটপ্যাড যাদুর একটি ড্রাইভ format করতে ডাবল ক্লিকে হয় না দুবার enter দিতে হয়, অটো তো হয় না?এর কোনো সমাধান থাকলে দয়া করে বলেন।

    Level New

    অটো কি ভাবে করা যায় তা আমি আপনাকে জানাবো …… আগে আমি একটু ট্রাই করে নি ……. আর হ্যা আমাকে গুরু টুরু না লিখলেই খুশি হব।

    মইন ভাই এর এই কথাটার সাথে আমিও একমত আমরা টেকটিউন এর এডমিন, টিউনার এবং ভিজিটর সবাই মিলে একটি পরিবার আমরা এখানে কেউ গুরু, শিষ্য বা মোড়ল না আমরা সবাই বন্ধু। আমাদের পরিবারের সাথে সংযুক্ত হলেই যে কেউ এটা বুঝবে।

    শাকিল ভাই। চাপা মাইরেন না মিয়া। খালি আপনে আপনে করেন আর বলেন ‘”আমরা সবাই বন্ধু।”””!!!!!!

মঈন ভাই,আমারেও পাঠান plz.
[email protected]

Level 0

boss amar dorkar

[email protected]

Level 0

plz vhi bangla natok download nea akta tune koran .thanks for that tune

[email protected]

please send me here…….

PLS ভাই আমাকে দেবেন
[email protected]

Level New

আমি ফেসবুকের অ্যাডঅনটি ডাউনলোড করে ভাইরাস চেক করে আপনাদেরকে পাঠিয়ে দেব।

facebook এ আমি ঘুমিযে থাকি মঈন ভাই আমাকে দিন অ্যাডঅন [email protected]

Level 0

মঈন ভাই প্লিজ আমাকে অ্যাড-অন টি দিন। My ID [email protected]

গুজোব এ কান দিবেন না।

    Level New

    চোখ দিলেই চলবে …..

আমার আইডিটা নিন : [email protected] এ্যাডঅনসটা পাঠাবেন কিন্তু

amer email add hochee [email protected] plz tara tari koren amer Pc ta problem suru hoi gase .

মঈন ভাই প্লিজ ফেসবুকের ভাইরাস টি আমার চাই [email protected]

ভাই আমার ইমেইল [email protected]

Level 0

My Yahoo Id is [email protected]

Level 0

মঈন ভাই PLEASE send me.আমার yahoo id: [email protected]

vai amake tara tari diye din please my email id : [email protected]

ভাই আমার মেইল address দিলাম… দয়াকরে পাঠাবেন। [email protected]

Eder sathe amar nam tao likhe nien.
Thanks.

[email protected]

vai bolen ki basbarchai na mane — tara tari pathan – [email protected]

Level 0

আমার লাগবে
[email protected]

ভাই আমার মেইল address দিলাম… দয়াকরে পাঠাবেন। [email protected]

ভাই আমার ইমেল [email protected]

Level New

Update এরপর আপনাদের মন্তব্য কি ?

আমি আগেই ধারনা করেছিলাম তা হয়তো আমার কমেন্ট থেকে বুঝতে পেরেছেন কিন্তু প্রতিদিন বাঘ বাঘ করে চিৎকার যেদিন সত্যিই বাঘ আসবে…………..

    আমি সাকিল আরেফিন ভায়ের সাথে এক মত

    তবে এই কাজটি করা ঠিক নয়।

    আমার ভয় লাগার কারন এর আগে আমার HDD তে এই রকম সমস্যা হয়েছিল । সব মুছে গিয়েছিল তাই আমার মাথা খারাপ হয়ে গিয়াছিল। bye and thanx

    Level New

    হ্যা আমিও তাই ভাবছিলাম …. তাই তো সবার কাছে ক্ষমা চাচ্ছি ……..

    Level New

    @ আমিনুল ভাই আসলে শুধু জাভাস্ক্রীপ্ট নিয়ে টিউন করলে খুব ছোট টিউন হয়ে যায় এবং অনেকে হয়তো টিউনটা দেখবে না তাই একটু ঘুরিয়ে করা ……..

আমারে ও দিয়েন ভাই ID [email protected]

    Level New

    আরে ভাই টিউনা পুরা পড়েন …….

না ভাই একমত হতে পারলাম না………আমরাও মানুস মজা করাই ্তো জীবন

    কিন্তু এটা কি রকম মজা হল? comment ta dui ber hoe gelo net disconnect er karone

Level 2

আমি বুঝলাম না সবাই এভাবে ইমেইল আইডি দিচ্ছে কেন? মঈন ভাইতো বললেনই এটা একটা ফান। তিনি শুধু জাভাস্ক্রিপট এর কারিশমা দেখানোর জন্য কল্পিত এই ভাইরাসের অবতারণা করেছেন।

    @Ismail, কারিশমা দেখানোর অনেক পথ আছে। কারো সাথে প্রতারনা করে নয়।

    @ মঈন, আশা করি এবারের কমেন্ট মুছবেন না, আর আমার কমেন্টের স্ক্রীনশট নিয়ে রাখছি, মুছলেও সমস্যা নেই।

    Ismail ভাই আপনি ওনাদেরকে বোকা ভাবেন। মঈন ভাই ওনার টিউন ইমেইল দেয়ার পরবর্তিতে আপডেট করেছেন।
    ইচ্ছা করে ধোকা দিয়ে ক্ষমা চাওয়া আরকি।

Level 0

কই দিলেন,আর আমি গান শুনেত গিয়ে ঐটা লিখেছি ব্যপার না,মনে কইরা দিয়েন ভাইসাপ অপেক্ষ থাকিলাম

Level 0

আমার ইমেইল আইডিটা নেন [email protected]

Level 0

ata kamon fajlami???????????????????

Level 0

মইন ভাইয়ের চোখে পরা চাই,ভাইরে দিলেন কই hdd format এর অটোটা,বুঝেত পারছেন না আমার খুব দরকার।যদি পারেন মেইলে পাঠায় দেন,
আমার মেইল [email protected] plzzzzzzzzzzzzzzzzzzzzzz ভাইয়া

Level 0

gd gd…

moja lutlen??/ 🙂

মানুষ এখনো এত বকা রয়ে গেছে, জানতাম না……।

Level 0

ও..ও.. মোর আল্লাহ! এইডা কি দ্যাখলাম…