আজ আমি আপনাদের দেখাবো দুনিয়ার সবচেয়ে সহজ পদ্ধতিতে মেইল ট্রাকিং !! কি বিশ্বাষ হচ্ছে না !!? আসুন এবার দেখে নেওয়া যাক কিভাবে এটি সম্ভব !
আপনারা অবশ্যয় জানেন যে বিভিন্ন অ্যাডঅন্স বা টুলস দ্বারা মেইল ট্র্যাকিং করা যায় কিন্তু এগুলো কষ্টকর এর মধ্যে “রাইট ইনবক্স” এ্যাডঅনস টি ব্যতিক্রম এবং কার্যকারী ও খুবই সহজ ইন্টারফেস এ তৈরী করা হয়েছে ।এই সার্ভিসটি শুধুমাত্র জিমেইলে এবং মজিলা ফায়ারফক্স ও গুগল ক্রোম ব্রাউজারে সমর্থন করে।
[তবে ‘কমিটবার্ড’ ব্যাবহার করিগন ও ইউজ করতে পারবেন তবে সরাসরি অ্যাডঅন্স থেকে নয় , অন্যব্রাওসারে ইনিস্টল করুন এবং ‘কমিটবার্ডে আপনার মেইলটি ওপেন করুন ও ইনিস্ট্রাকশন গুলো ফলো করুন ]
১/ প্রাপকের আইপি এড্রেস পাবেন !
২/ আপনি নিশ্চিত হতে পারবেন যে , আপনার মেইলটি সে পড়েছে কিনা !
৩/ মেইল সেন্ড অপশন কাস্টমাইজ অর্থাৎ আপনি যে কোন নির্দিষ্ট টাইমে মেইল দিতে পারবেন !
৪/প্রাপক কোন কনফিউস হবে না , যে আপনাকে ট্রাক করা হচ্ছে কিনা !
৫/ ব্রাওসারে অতিরুক্ত কোন অপশন যুক্ত থাবে না ! বা কোন অতিরুক্ত টুলবার ইনিস্টল হবে না !
তহলে দেরি না করে চলুন ঝটপট ইনিস্টল করে নিই । প্রথমেই আপনি যে ব্রাওসারে এটি ইনিস্টল করতে চাইন , সেই ব্রাওসার থেকে http://www.rightinbox.com লগঅন করুন ! (লিংকটি ব্রাওসারে কপি/পেষ্ট করুন)
উপরের মতো ছাবি আসলে install now এ ক্লিক করুন
এবার ইনিস্টল করুন (২/৩সেকেন্ড সময় নিবো )
Grant assess এ ক্লিক করুন ও নির্দেশনা ফলো করুন ,ইনিস্টল সিস্টেম খুবই ইজি !
এবার আপনার চাহিদা অনুযায়ী আপগ্রেড করে নিতে পারেন , তবে আমি ফ্রি ইউজ করতেছি 🙂
এবার কম্পোজ মোইল এ ক্লিক করে জাদু দেখুন !! দুটি নতুন বাটন যুক্ত হয়েছে !!
আসলে এটি একটি মজার অপশন , আপনি ইচ্ছা করলে এটি ফ্রেন্ডদের বিশেষ দিয়ে wish করার কাজে লাগাতেও পারেন , আপনি অবশর সময় আপনার মেইলটি সেন্ড করে সিডুইল টাইম ফিক্সড করে দিলেন ,এবার ব্যস্ততার মধ্যে বা গুরুত্বপূর্ন কাজে বিশেষ দিনটি আর ওভাবে মনে রাখার ঝামেলা নেই !!!
[কোন সমস্যা হলো একধিকবার ব্রাওসার রিস্টার্স দিবেন ও মেইল এ সাইন আউট করে সাইন-ইন করবেন। ]
যে মেইলটি ট্রাকিং করতে চান , তা কম্পোজ করে উপরের Track বাটন টি মার্ক করে দিন,
মেইল চেক করার সাথে সাথে [email protected] থেকে একটি Email Tracking মেইল আসবে এতে কখন মেইল খুলেছে সেই সময় (টাইম জোনসহ),দেশের নাম, আইপি এবং লোকেশন (গুগল ম্যাপ) ইত্যাদি আসবে ।
আছাড়াও এ্যাডভান্স কিছু জানতে চাইলে উল্লেখিত আপটি টি পূর্নরাই ট্রাক করুন , আইপি ট্রাক করার জন্যে বিভিন্ট সাইট পাবেন , গুগুলে চার্স দিন খুবই সহজেই পেয়েজাবেন।।
আজ এপর্যন্তই , সুস্থ থাকবেন , সুন্দর থাকবে এই প্রত্যাশা করে আজকের মতো বিদায় নিচ্ছি !
ধন্যবাদ সবাইকে !!
আমি প্রিন্স মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 1118 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Every success story is a story of great failure
বাহ