ঘটনাটা কালকের । একটি ফ্যানপেজে হঠাৎ চোখে পড়ল একটি অশ্লীল ছবি দিয়ে বলছে ভিকারুননেসা স্কুল এন্ড কলেজের এক শিক্ষিকার পর্ণ বের হয়েছে ডাউনলোড করতে নিচের ঠিকানায় যান । এ পেজের মেম্বার ৪১০০০+ । কিন্তু ডাউনলোড লিংকটা নিয়ে বেশ সন্দেহ হল । তাই ঘাটা শুরু করলাম । লিংকটা দেওয়া HTML এ (যে কোন ওয়েবসাইটের পেজ তৈরির কোডগুলোকে HTML বলা হয়) । তারমানে লিংকটি নির্দিস্ট কোন পেজে নিয়ে যাবে । লিংকটায় ঢুকলাম কিন্তু মজিলা ও গুগল ক্রোমে এ লিংকটা নাকি কাজ করবে না শুধু কাজ করবে ইন্টারনেট এক্সপ্লোরারে । ঢুকলাম এবং যা ভাবছিলাম তাই হল । লিংকে ঢুকার পর ফেসবুক একাউন্টে লগিন করতে বলছে । লগিন যেই করবে তার একাউন্টই হ্যাক হবে । এবং কালকে অনেকের একাউন্ট হ্যাক হয়েছে ।
কেন হ্যাক হবে তার আগে একটা তথ্য দেই । পিসিং কি :
পিসিং হল ধোঁকা বা ফাঁদ । যেমন ধরুন আপনাকে আমি, ঠিক ফেসবুকের লগইন করার পেজ এর মত একটা পেজ বানিয়ে আপনার কাছে পাঠিয়ে দিলাম । আপনি মনে করবেন ফেসবুকে হয়ত লগিন করতে বলছে । কিন্তু ওটা আসলে ফেসবুকে লগিন করার পেজ না নিজের বানানো একটি পেজ । এখন ঐ পেজে লগিন করলেই আপনার আইডি আর পাসওয়ার্ড আমি পেয়ে যাব । ফেসবুকসহ অন্যান্য যেকোন একাউন্ট হ্যাক করার সবচেয়ে সহজ উপায় এটি ।
কেমন করে বুঝবেন কেউ আপনাকে পিসিং পেজ পাঠিয়েছে:
১।আপনি ফেসবুকে লগিন অবস্থায় আছেন অথচ তাও আপনাকে নতুন করে লগিন করতে বললে ।
২। লগিন করতে বলার সময় ফেসবুক.কম এর ঠিকানার সাথে বাড়তি কিছু যুক্ত থাকলে । যেমন: http://www.ফেসবুক.com/4fi0rkae/aie
৩। বারবার লগিন করলেও ঐ পেজ পরিবর্তন হবে না ।
*সবচেয়ে বড় কথা আপনি যদি আপনার ফেসবুক একাউন্টটি মোবাইল ভেরিফিকেসন করে রাখেন তাহলে হয়ত অনেক বিপদ থেকে রক্ষা পাবেন ।
*যদি অনেকে আপনার নিজস্ব পিসি ওর ল্যাপটপ ইউজ করে তবে ব্রাউজারে পাসওয়ার্ড সেভ রাখবেন না ।
*ফেসবুকের সিকিউরিটি প্রশ্নের উত্তর দিয়ে রাখুন ।
*ইমেল আইডি আর ফেসবুক আইডির পাসওয়ার্ড আলাদা রাখুন ।
*পাসওয়ার্ড একটু শক্ত রাখতে পারেন । যেমন: *&$#! এসব দিতে পারেন ।
*আর যদি কোন কারনে একাউন্ট হ্যাক হয়েই যায় http://www.ফেসবুক.কম/hacked । এই ঠিকানায় ঢুকে ওদের নির্দেশনা অনুসরন করুন । আশা করা যায় আপনার আইডি পেয়ে যাবেন ।
*পেনড্রাইভ দিয়ে যে কেউ আপনার পিসিতে সেভ করা সব পাসওয়ার্ড চুরি করতে পারে । এজন্য AUTORUN অফ করে রাখুন । আর মজিলার জন্য মাস্টার পাসওয়ার্ড দিয়ে রাখুন ।
এভাবে Tools > Options > Security> Use a master password ।
*ফেসবুকের আপনার স্ট্যাটাস,ফ্রেন্ডলিস্টসহ সব তথ্য ডাউনলোডও করতে পারেন । Account settings এ গেলেই নিচে ডাউনলোড করার লিংক দেখতে পাবেন ।
আমি mehedi hasan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
porasuna korci...........
কি যে লাভ হয় মানুষকে ধোঁকা দিয়ে মাথায় ধরে না, আচ্ছা আমার ফেইসবুকে সিকিউরিটি দেওয়া আছে যদি অন্য কোন কম্পিউটার বা মোবাইলে খুলতে গেলে সিকিউরিটি কোড চায় মোবাইলে কোডটির মেসেজ আসে কোড দিলে তারপর ফেইসবুক খোলে, আমার প্রশ্ন হল আমার আইডিটা কি কেউ হ্যাক করতে পারবে ???????