আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই ?
অনেক দিন পর আজ আবার বসলাম একটা টিউন করতে।
বিষয়ঃ Eset Smart Security Antivirus user & Password.
দ্রুত, নির্ভরযোগ্য ও হালকা Antivirus হিসেবে Eset Smart Security Antivirus কে নতুন করে পরিচয় দেয়ার কিছু নাই।
সমস্যা একটা। License!!!
আজ এই সমস্যাটার একটা সমাধান দেয়ার চেষ্টা করব। (আমার এই Post টা অবশ্যই License কে নিরুৎসাহিত করার জন্য না। একজন programmer যখন একটা কাজ করে, তার মূল্য অবশ্যই তার পাওয়া উচিৎ। তাই সামর্থ্য থাকলে অবশ্যই আমাদের License কেনা উচিৎ।)
যাই হোক, কাজের কথায় আসি। আমরা যারা Eset Smart Security 4, 5, 6 অথবা Nod32 Antivirus এর যেকোনো version ব্যাবহার করি, এই tune তা মূলত তাদের জন্য। প্রথমে TNod 1.4.1.0 Final ডাউনলোড করুন এখান থেকে...
Password : perltech21.com
install করুন।
এরপর প্রথমে আপনার Antivirus Software টি খুলুন। (আমি এক্ষেত্রে Eset Smart Security 5 ব্যাবহার করেছি). Setup Tab এ যান। এরপর Computer এ ক্লিক করুন।
ক্লিক Edit exclusions...
Real-time file system protection এ ক্লিক করুন।
ok করুন আর এবার run করুন Update 32 License নামের file টি। কাজ শেষ। এখন এই ছোট software tool টি নিজ থেকেই বিভিন্ন ওয়েবসাইট থেকে username, password সংগ্রহ করবে এবং সফটওয়্যার টি update করবে। আপডেট শেষে নিজ থেকেই প্রোগ্রামটি বন্ধ হয়ে যাবে। তখন আবার টিক চিহ্ন বসিয়ে ok করে দিন।
কাজ শেষ। আপনার অ্যান্টিভাইরাস টি আপডেট হয়ে গেছে। সাথে Activated with valid license key!!!
আমি Rana Mustafiz। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই, জ্ঞানের সাগরটা কোনদিকে ??
আপনার লিঙ্ক থেকে ডাউনলোড করা জাচ্ছে না।