Eset Smart Security 5 username ও Password সমস্যার সহজ সমাধান।

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই ?
অনেক দিন পর আজ আবার বসলাম একটা টিউন করতে।

বিষয়ঃ Eset Smart Security Antivirus user & Password.

দ্রুত, নির্ভরযোগ্য ও হালকা Antivirus হিসেবে Eset Smart Security Antivirus কে নতুন করে পরিচয় দেয়ার কিছু নাই।
সমস্যা একটা। License!!! 

আজ এই সমস্যাটার একটা সমাধান দেয়ার চেষ্টা করব। (আমার এই Post টা অবশ্যই License কে নিরুৎসাহিত করার জন্য না। একজন programmer যখন একটা কাজ করে, তার মূল্য অবশ্যই তার পাওয়া উচিৎ। তাই সামর্থ্য থাকলে অবশ্যই আমাদের License কেনা উচিৎ।)

যাই হোক, কাজের কথায় আসি। আমরা যারা Eset Smart Security 4, 5, 6 অথবা Nod32 Antivirus এর যেকোনো version ব্যাবহার করি, এই tune তা মূলত তাদের জন্য। প্রথমে TNod 1.4.1.0 Final ডাউনলোড করুন এখান থেকে...
Password : perltech21.com
install করুন।
এরপর প্রথমে আপনার Antivirus Software টি খুলুন। (আমি এক্ষেত্রে Eset Smart Security 5 ব্যাবহার করেছি). Setup Tab এ যান। এরপর Computer এ ক্লিক করুন।

ক্লিক Edit exclusions...

Real-time file system protection এ ক্লিক করুন।

টিক চিহ্ন ৩টি তুলে দিন।

ok করুন আর এবার run করুন Update 32 License নামের file টি। কাজ শেষ। এখন এই ছোট software tool টি নিজ থেকেই বিভিন্ন ওয়েবসাইট থেকে username, password সংগ্রহ করবে এবং সফটওয়্যার টি update করবে। আপডেট শেষে নিজ থেকেই প্রোগ্রামটি বন্ধ হয়ে যাবে। তখন আবার টিক চিহ্ন বসিয়ে ok করে দিন।

 কাজ শেষ। আপনার অ্যান্টিভাইরাস টি আপডেট হয়ে গেছে। সাথে Activated with valid license key!!!

Level 0

আমি Rana Mustafiz। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ভাই, জ্ঞানের সাগরটা কোনদিকে ??


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার লিঙ্ক থেকে ডাউনলোড করা জাচ্ছে না।

    @হিমালয়: ভাই, হচ্ছে তো। Password টা ঠিক মত দিয়ে আবার চেষ্টা করেন।

Level 2

@Rana Mustafiz- vai apnake osongkho dhonnobad tune ta korar jonno
@হিমালয় – vai amar mone hoh apni password ta den ni tai dwnld hoy nai

Level 0

ডাউনলোড করে রাখলাম। আমি এখন ভার্সন ৫ ব্যবহার করছি। ভার্সন ৬ ফাইনাল আসলে ব্যবহার করে দেখবো। সত্যি একটা চরম টিউন করেছেন। আনেক ধন্যবাদ টিউনটির জন্য। ভালো থাকবেন।

    @AmitTunes: ভাই, আমিও ৫ ব্যাবহার করি। কিন্তু শুধু এই টিউন টা করতে আমি ৬ beta ভার্সন ব্যাবহার করে দেখেছি। beta তো তাই username password কম। শুধু রাতের বেলা লাইসেন্স করতে পারে। অন্য টাইম এ failed হয়। ফাইনাল ভার্সন এ এই ঝামেলা হবে না বোধয়।

Level 0

ভাই,
Update 32 License নামের file টি কোথায় পাবো ? একটু বুঝিয়ে দিবেন কি ? এই পদ্ধতি 5 series এর সব ভার্সনে কাজ করবে ? যেমন 5.0.93, 5.0.94, 5.0.95…..

    @rongdhonu99: @nil cactus: ভাই, সফটওয়্যার টি install করলেই আপনার প্রশ্নের উত্তর পাবেন। এটা 4, 5 ও 6 এর সকল সিরিজের জন্য কাজ করে।

TNod 1.4.1.0 Final download korlam .7 zip extract korlam kintu vitore kicui nai.Update 32 License নামের file টি কোথায় পাবো ?বুঝিয়ে দিবেন কি ?

    @rongdhonu99: ভাই, আগে উপরের process গুলো করেন, নাহলে আপনার antivirus ই ফাইল গুলো মুছে ফেলবে। আপনার টা মুছে ফেলা হয়েছে, তাই ভিতরে কিছু দেখতে পাচ্ছেন না।

vai file ta download hoccen last 2kb te jeye cancel hoye jacce

সবার জন্য বলছি (আবার)… ফাইল টা ডাউনলোড করুন। এরপর winrar বা 7zip দিয়ে ফাইল টা open করে install করুন। Extract করবেন না। তাহলে আপনার Eset ই আপনার ফাইল টা কে hacking tool বলে remove করে দিবে। ইন্সটল শেষে desktop এই shortcut তৈরি হবে। না হলে start manu তে All programs এ গিয়ে TNod user & Password Finder নামের folder এর ভেতর দেখুন।

Level 0

@S.M. তানভীর আহমেদ: আপনি কি টিউন পড়েন না ফেসবুকে ভোট চান? সব কমেন্টেই একই লেখা।

    @BD Boy: ভাই, টিউনও পরি সাথে ভোট চাই কি করব প্রথমবার আমার কোন ছবি সিলেক্ট হয়েছে তাই চেষ্টা করছি ৫ জন বিজয়ীর একজন হতে। দুঃখিত কিছু মনে করিয়েন না।

Level 0

Rana Mustafiz vai, download hoi but atato rar file setup hoi na,akhon ki korbo..please vai amake help koren…..

    @BDTuhin: ভাই, RAR ফাইল থেকেই তো Setup হওয়ার কথা। তবুও যদি না হয় তাহলে, screenshot এ দেখানো কাজ গুলো করে, তারপর extract করে তারপর setup দিন। কাজ করার কথা। না করলে জানাবেন।

Level 0

rana vai,apnar process e kaj korar por o product not activated dekhai kano?r password finder ta bar bar set up dite hoi.problem ta ektu solve kre dile upokar hto.r tune ta onek joss hoichhey.next tune er asai thaklam

Level 0

ফাইল টা পাওয়া যাচ্ছে না… যদি আবার একটু আপলোড করতেন…