আশা করি সবাই ভাল আছেন, আজকে আমি সবাই কে দেখাব কি ভাবে Hacker দের Hack করতে হয়। বাংলায় একটি প্রবাদ আছে,
" ইট মারলে পাটকেল খেতে হয়। "
তো, আজকে আমার এই পোস্ট পড়ার পর হয়ত পাটকেল টা আপনারাও বিশেষক্ষেত্রে মারতে পারবেন।
তো এখন আমরা যে টেকনিক শিখব, তার নাম হল "Whealing" অথবা "Reverse Engineering". এটা আমন একটি পধতি যার মধ্যমে কোন ফাইল থেকে Information বের করে আনা হয়। তো এখন কথা হল, Hacker কে Hack করব কিভাবে? এর জন্য আমাদের দরকার একজন Hacker এর তোথ্য পাচারকারি Virus বা Keylogger. Keylogger সম্পর্কে জানা না থালে আমার Blog এ দেখুন।
http://www.nooblearner.blogspot.com/
তো এখন মনে করেন আপনার কাছে কারো কোন Keylogger Virus আছ, আমরা এখন ওটা থেকে অই Virus এর মালিক ওরফে Hacker কে Hack করব। আর তা করার 2 টা উপায় আমি আপনাদের দেখাবো।
শুরু করার আগে বলে নেই যে, এই Method গুলো সব ক্ষেত্রে কাজ করবে না, নির্ভর করে Hacker সাহেব টা কি দিয়ে তৈরি করেছেন তার উপর। তাই, এটা কাজ না করলে আমাকে দোষ দিয়েন না। আমি শুধু আপনদের Basic ধারনা দিচ্ছি।
Method 1
প্রথম এই টেকনিক এর জন্য আমরা ব্যাবহার করব "Resource Hacker".
আমি এই পর্যন্ত শুধু "Repzo Logger" এবং "Decay Logger" এর তৈরি Virus এর উপরই এই টেকনিক কার্যকর পেয়েছি। তার জন্য প্রথম Virus টি Identify করুন।
এইবার Resource Hacker ডাউনলোড করুনঃ http://download.cnet.com/Resource-Hacker/3000-2352_4-10178587.html
এখন, Resource Hacker দিয়ে Virus ফাইল টি ওপেন করুন। আবার ছবিটিকে follow করুন। দেখবেন Hacker এর Email এবং Password আপনার কাছে!!!!
বাকিটা তো আপনি বোঝেনই। হালারে Hack করেন। 😀
Method 2
এটা বেশ ভাল একটি মেথড। অনেক Logger, Trojan ও Bot Virus এর উপর এটি খুব ভাল কাজ করে। আর এ জন্য আমরা ব্যাবহার করব "Hex Workshop" নামের একটি প্রোগ্রাম। চরম একটা জিনিস।
ডাউনলোড করুন এখান থেকেঃ http://www.hexworkshop.com/
আবার দরকার virsu ফাইল। আপনার Virus File এর উপর Right-Click করুন এবং "Hex Edit With Hex Workshop" এ ক্লিক করুন। আবার ফাইল টি Hex Workshop এ খুলবে। এখন Ctrl+f অথবা ফাইন্ড অপশন এ যান। আমাদের কাজ হল এখান থেকে Email Address অথবা Ip Number/ Host Name বের করব। আমারা সবাই জানি যে একটি E-mail address এ "@" Character টি অবশ্যই থাকে। তাই ফাইন্ড অপশন এ গিয়ে "@" দিয়ে Search করুন, আর যেহেতু এসব ক্ষেত্রে Gmail সর্বাধিক ব্যাবহার করা হয়, তাই "gmail" দিয়েও Search করাই ভাল উপায়। আর এভাবেই আপনি পেয়ে যেতে পারেন Hacker সাহেবের Email with Password. নিচের পিকচার টি লক্ষ করুন।
ব্যাস, Hacker সাহেবের সব Information আপনার হাতে। এটি একটি খুবই কার্যকর একটি উপায়। অনেক Trojan Virus এর থেকে IP Number ও এই উপায়ে বের করে আনা যায় এবং Hacker সাহেব কে দেখতে তার বাড়ি যাওয়া যায়। 😀
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
তাহলে আজ এই পর্যন্তই, আর সমস্যা হল যদি Virus টি Encrypted হয়, তাহলে এই ২ টি টেকনিক কাজ করবে না। কিন্তু এগুলো বেশ কার্যকরী।
আর আমি ভাই নতুন ব্লগার, তাই আমার টিউন ভাল লাগলে অবশ্যই আমার ২ টা ব্লগ এ ঘুরে আসবেনঃ
http://www.nooblearner.blogspot.com/ - এখানে পাবেন ইন্টারনেট এ আমার লেখা Tutorial গুলো।
http://www.tncreations.blogspot.com/ - এখানে পাবেন আমার সীমিত প্রোগ্রামিং Knowledge দিয়া তৈরি কিছু প্রোগ্রাম। 🙂
আশা করি আমার টিউন আপনাদের খারাপ লাগে নি। ধন্যবাদ।
আমি Tashfi Nowroz। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Student at Comilla Zilla School, Class 9. Simple boy, simple life. Wanna be Programmer AKA Hacker. See my tutorials & Guides at www.nooblearner.blogspot.com Get my Programming Creations at www.tncreations.blogspot.com
টিউনটা পড়ে অনেক ভাল লাগল।
ধন্যবাদ।