অনেক দিন থেকেই টিউন টি করব করব ভাবছিলাম। কয়েকদিন আগে একটি টিউন দেখেছিলাম কিভাবে সহজে ওয়েবসাইট ডিফেস করা যায়। কিন্তু সেটাতে হোম পেইজ ডিফেস করা দেখানো হয়নি। আজ আমি আপনাদের কিভাবে হোম পেজ ডিফেস করতে হয় দেখাবো। আসলেই খুব সহজ। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক।
* প্রথমে এখান ( http://www.mediafire.com/?qo2o4ksdgc936wk ) থেকে শেল ডাউনলোড করে নিন।
1.google এ গিয়ে এই ডর্কটি লিখে সার্চ করুন।
inurl:admin/view/javascript/fckeditor/editor/filemanager/connectors/test.html
2. এখন অনেকগুলো লিঙ্ক আসবে। যে কোন একটাতে ক্লিক করুন। যেমন আপনার লিঙ্ক হবে এরকম: http://yoursite.com/admin/view/javascript/fckeditor/editor/filemanager/connectors/test.html
3. নিচের চিত্রের মত ড্রপ ডাউন বক্স থেকে PHP সিলেক্ট করে দিন। এবং ডাউনলোড করা শেলটি দেখিয়ে Upload করেন।
চিত্রের মত দেখালে বুঝবেন আপলোড হইয়া গেছে।
4. এখন এভাবে লিঙ্কে যান: http://yoursite.com/r57s.php
4. নিচের চিত্রের মত Edit file এর শেষে index.php অথবা index.html লিখে Edit File প্রেস করুন।
5. এখন চিত্রের মত একটি এডিট বক্স পাবেন। এখানে পুরো কোডটি মুছে দিয়ে আপনার ডিফেস কোড পেস্ট করে Save করুন।
ব্যাস এখন http://yoursite.com এ গিয়ে মজা দেখুন,
হোম পেইজে আপনার ডিফেস পেজ ঝুলছে। 😀 😀
অবশ্যই আপনার IP হাইড করে নিবেন।
জানি না টিউন টা কেমন হয়েছে। ভাল লাগলে কমেন্ট করবেন ভাল না লাগলে ভুল শুধরে দিবেন।
ফেসবুকে আমিঃ http://www.facebook.com/darkrotbd
আমি তাল মিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 74 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Ip hide korbo kevabe?
Ip hide korle kawke amk identify korta parbe?