JPEG ইমেজ ফাইলে লুকিয়ে রাখুন যেকোনো ফাইল কোন সফটওয়্যার এর সাহায্য ছাড়া !!!!!!

আসসালামু আলাইকুম । কেমন আছেন ? এটা আমার পঞ্চম টিউন । সবার আগে একটু দোয়া চেয়ে নিচ্ছি কেননা আগামী সাতই মে আমার এস.এস.সি পরীক্ষার ফল প্রকাশিত হবে তাই দোয়া করবেন।এবার আসুন দেখি কিভাবে একটি *.jpg ফরম্যাট এর ইমেজ ফাইল এ যেকোনো ফাইল লুকিয়ে রাখতে পারবেন। আসলে এখানে একটা সফটওয়্যার অবশ্যই লাগবে যেটা হল WinRar । আশা করি আপনার কম্পিউটার এ WinRar ইন্সটল করা আছে না থাকলে গুগলে সার্চ করে ডাউনলোড করে ইন্সটল করে নিন ।

এবার আসুন দেখি কিভাবে JPEG ইমেজ ফাইলে লুকিয়ে রাখবেন যেকোনো ফাইল কোন সফটওয়্যার এর সাহায্য ছাড়া :

১। প্রথমে আপনার Local Disk (C:) তে গিয়ে Hidden নামে একটা ফোল্ডার তৈরি করুন ।

২।তারপর আপনি যে ফাইল গুলো ছবি তে লুকিয়ে রাখতে চান সেগুল কপি করে secrect (সবকটি অক্ষর ছোট হাতের অক্ষরে হবে) নামের একটি নতুন ফোল্ডার তৈরি করে তাতে পেস্ট করুন ।এবারে secrect নামের ফোল্ডারটির ওপর রাইট ক্লিক করে Add to archive এ ক্লিক করুন । যদি Add to archive অপশনটি না থাকে তাহলে আগে WinRar সফটওয়্যার টি ডাউনলোড করে ইন্সটল করুন তার পর Add to archive অপশন পাবেন ।Add to archive এ ক্লিক করে secrect.rar নামে একটি ফাইল তৈরি করুন এবং ফাইলটি কাট করে Hidden নামের ফোল্ডারটিতে পেস্ট করুন ।

৩।তারপর যে ছবিতে আপনি ফাইল গুলো লুকিয়ে রাখবেন তা সিলেক্ট করে Re-name করুন আর নতুন নাম দিন logo (সবকটি অক্ষর ছোট হাতের অক্ষরে হবে আর ছবিটি *.jpg ফরম্যাট এ হতে হবে) এবং ছবিটি Hidden ফোল্ডার এ কপি করে পেস্ট করুন ।তাহলে Hidden ফোল্ডারটিতে যে ফাইল গুলো ছবিতে হাইড করবেন তা আছে আর যে ছবিতে হাইড করবেন তাও আছে।

৪।এবারে Hidden ফোল্ডারটি ওপেন থাকা অবস্থায় Key Board এর Shift কী তা চেপে ধরে Hidden ফোল্ডারটির যেকোনো খালি স্থানে রাইট ক্লিক করতে হবে । করার পর Contex মেন্যু থেকে Open command window here এ ক্লিক করতে হবে ।

৫।Command window ওপেন হলে তাতে নিচের লাইনটি হুবহু লিখে এন্টার চাপতে হবে । ব্যাস কাজ শেষ।

COPY /b logo.jpg + secrect.rar output.jpg

উপরের লাইনটি লিখে এন্টার চাপার পর Hidden ফোল্ডারে output নামে *.jpg ফরম্যাট এ একটি ইমেজ ফাইল তৈরি হবে । এই ইমেজেই আপনার secrect.rar ফাইলটি লুকান আছে ।

৬।এবারে যদি আপনি output ফাইলটি ডাবল ক্লিক করে ওপেন করেন অথবা রাইট ক্লিক করে preview এ ক্লিক করেন তাহলে একটি সাধারন ছবি দেখা যাবে কিন্তু এর ভেতরে লুকিয়ে রাখা ফাইলটি দেখা যাবে না ।

৭।এখন ফাইলটি দেখতে হলে আপনাকে WinRar এর সাহায্য নিতে হবে । ফাইলটি দেখতে হলে Start Menu তে Search বক্স এ WinRar লিখুন আর WinRar পাবার পর তার উপর রাইট ক্লিক করে Run as administrator এ ক্লিক করুন ।

৮।WinRar ওপেন হলে আপনার output.jpg ফাইলটির Location দেখিয়ে দিন আর ডাবল ক্লিক করে ফাইল Browse করুন অথবা Extract To তে ক্লিক করে কোথায় ফাইল গুলো Extract করবেন তা দেখিয়ে দিন ।

আশা করি টিউনটা আপনাদের ভাল লেগেছে যদি কোন ভুল ত্রুটি করে থাকি তাহলে শুধরাতে সাহায্য করবেন আর কেমন লাগল জানাতে ভুলবেন না । ধন্যবাদ ...। 😀

Level 0

আমি এস.এম.তাসরিক আনাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 48 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন সাধারন মানুষ।অন্যকে সাহায্য করতে মজা লাগে তাই আসলাম and I'm a freak.........


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দুর্দান্ত টিউন। প্রিয়তে নিলাম। তবে টেস্ট করে পরে জানাবো।

Amar O Result..BTW Kajer Tune !:-D

    ভাই রেজাল্ট এর টেনশন পূর্ণ ধন্যবাদ । 🙂

Level 0

Goooooood

Level 0

কাজের টিউন। তবে পরে চেক করব। আপাতত প্রিয়তে। 😀

এর চেয়ে অনেক সহজ নিয়ম আছে

Bhaia, hidden folder-er khali jaigai click korle contex menu-te ‘Open command window here’ option-ta asteche na.

    আপনার কী বোর্ডের Shift কি চেপে ধরে রাইট ক্লিক করেন তাহলেই পাবেন