বন্ধুরা আমি প্রায়ই হ্যাকিং সম্পর্কিত বিভিন্ন উচ্চমানের লেখা আপানাদের ফোরম বা ব্লগে পড়ি এবং কিছু সেখার সুযোগ পাই। আমি ভারতের একটা কোম্পানি থেকে দ্য সিক্রেট অফ হ্যাকিং নামে চারটে বই কিনেছিলাম প্রথম পার্টের বইটা পিডিএফ ফরমাটে ছিলো বাকি গুলো প্রিন্ট ফরমাট এ।
আমি সেজন্য প্রথম পার্টটা আপনাদের দিচ্ছি মিডিয়ফারার এ আপলোড করে।
আমার একটি অনুরোধ আছে বইটা ইংরেজিতে আছে কোনো সহ্রদয় এক্সপার্ট যদি এটাকে বাংলায় অনুবাদ করে ব্লগে/ ফোরাম এ ছাড়েন এবং সেটা নিয়ে নিয়মিত আলোচনা করেবন তাহলে আমার মতো বহু পাঠকের উপকার হয় । লিন্ক
http://www.mediafire.com/view/?vxvlvpmrzj06oay
লেখক বলেছেন: আজকে একটু আগে দেখলাম যে ১৫৮৪ বার ফাইল টা ডাউনলোড হয়েছে
বাংলা অনুবাদ টা কবে আসবে সেটার ইন্তেজার করছি
আমি অর্ণব মুখার্জি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 57 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এই টুকু সময়ের মধ্যেই প্রায় ১০০ টা ডাউনলোড হয়েছে কিন্তু মন্তব্য মাত্র একটা। কেউ একজন তো বাংলা তে অনুবাদ করে দিন