হ্যাকার ভাইজানদের আমি শ্রদ্ধাকরি কারন ওনাদের কিছু নিয়ম কানুন আমার কাছে অনেক ভাল লাগে। তাই হ্যাকার ভাইজানদের বলছি

আসসালামু আলাইকুম,

প্রযুক্তির কারখানায় আমার ননপ্রযুক্তির  টিউনে আপনাকে স্বাগতম। :পি

আমি একজন বাংলাদেশি বলতে লজ্জা করে কারন আমার দেশের হ্যাকার ভাইজানরা আমাদের দেশের সাইট হ্যাক করছে। নিজের দেশের ওয়েবসাইট নিজারাই হ্যাক করছি... চি... 🙁

বাংলাদেশি হয়ে বাংলাদেশের ওয়েব সাইট হ্যাকিং এইটা আমি কোন ভাবেই মানতে পারছি না... 🙁

হ্যাকার ভাইজানদের আমি শ্রদ্ধাকরি কারন ওনাদের কিছু নিয়ম কানুন আমার কাছে অনেক ভাল লাগে।

তাই হ্যাকার ভাইজানদের বলছিঃ ভাইজান আপনি হ্যাকিং শিখেছেন ভাল কথা... তাই বলে কি আপনি নিজের দেশের (বাংলাদেশের)ওয়েবসাইট হ্যাক করবেন ???

হইতো বা আপনি অনেক টাকা দিয়ে হ্যাকিং শিখেছেন...  :পি

কিন্তু একবারও কি আপনি ভেবেছেন , এমন অনেক সাইট হ্যাক করেছেন, যেই সব সাইটদিয়ে অনেক অনেক মানুষ কিছু জানতে পারে... কিছু শিখতে পারে...

ওইসব সাইট হ্যাক করে কি লাব ???

** চাইলেই আপনারা সবকিছু করতে পারেন **

পারলে ওইসব ওয়েবসাইট হ্যাক করুন যে সাইট গুলো দেখে আমাদের বয়সী ছেলে/মেয়ে খারাপের দিকে চলে যাচ্ছে, আরো সাইট আছে যে গুলো আমাদেরকে,সমাজকে,প্রতিনিয়ত দোকা দিচ্ছে।

যেই সব সাইট দিয়ে অনেক অনেক মানুষ কিছু জানতে পারে... কিছু শিখতে পারে... ওইসব সাইট হ্যাক না করে বাংলাদেশে অনেক ১৬+/১৮+/adult সাইট আছে পারলে ঐ সব সাইট হ্যাক করুন তাতে দেশের জন্য,সবার জন্য অনেক উপকার হবে।

ধরে নিন আমি আপনার ছোট ভাই, আমি এমন একটা সাইট প্রতিদিন দেখি যে সাইট দিয়ে আমি কিছু শিখতে পারি, কিছু জানতে পারি , আপনার জানামতে আপনি ঐ সাইট হ্যাক করবেন? কক্ষনো করবেন না কারন আপনার নিজের ভাইয়ের ক্ষতি হবে । 🙂 🙂 🙂

আর আমি যদি ১৬+/১৮+/adult সাইট গুলো ব্রাউজ করি, আর যদি আপনি দেখেন যে, ঐ সাইটগুলো দেখে আমি খারাপের দিখে চলে যাচ্ছি । তখন কি আপনি বসে বসে ভাল সাইট গুলো হ্যাক করবেন... ???

আপনি কি জানেন...? এই বাংলাদেশের জন্য অনেক ভাইজানরা অনেক কিছু করেছেন...

যেমনঃ মেহেদী ভাইজান অভ্র সফট বানিয়ে পুরা বাংলাভাষাকে ইন্টারনেটে ছড়িয়ে দিয়েছে। আমিও আজ এই বাংলা লিখতে পারছি এই অভ্র সফটের কারনে...:)

চাইলে আপনরাও এমন কিছু করতে পারেন যে কাজ গুলো দেখে হ্যাকারদের ভাল বলে।

সবার মুখে মুখে যাতে তাকে    ** হ্যাকাররা সবসময় ভাল কাজ করে আসছে... এই খারাপ কাজটা হ্যাকাররা করতে পারেনা... :পি **

বিঃদ্রঃ যারা হ্যাকিং সম্পর্কে একটু হলেও জানে/বুজে ওনাদের সাথে শেয়ার করতে পারেন।

আপনার মতামত কি কমেন্ট করে জানান।

পোষ্টা ছিল টেকটিউনসের,

টেকটিউনস বন্দ থাকায় ১ম প্রকাশঃ ফেসবুকে আমার নোটে করি ,
দুই একজনের অনুরোধে ২য় প্রকাশঃ টিউনার পেজে করি।
এবং আরো কিছু ভাইজানের অনুরোধে ৩য় প্রকাশঃ প্রিয় টেকে

প্রিয় টেকে ছিল আমার প্রথম পোস্ট,  প্রিয় টেকে পোস্ট করে দেখি একজন আমার সাথে অনেক খারাপ ব্যাবহার করছে।

ইন্টারনেট জগতে ২০০৭ এর লাস্টে প্রবেশ করি তখন থেকে ওনি ছাড়া এই পর্যন্ত ইন্টারনেট জগতে কেও আমার সাথে খারাপ ব্যাবহার করে নাই ।  🙁

আমার দোষ হচ্ছে আমার পোস্টে আমি কেন এই কথা গুলো লেখলামঃ

** যেই সব সাইট দিয়ে অনেক অনেক মানুষ কিছু জানতে পারে... কিছু শিখতে পারে... ওইসব সাইট হ্যাক না করে বাংলাদেশে অনেক ১৬+/১৮+/adult সাইট আছে পারলে ঐ সব সাইট হ্যাক করুন তাতে দেশের জন্য,সবার জন্য অনেক উপকার হবে। **

ঐখানে এই লোকটা আমাকে কমেন্টের মধ্যে খারাপ ব্যাবহার করে।

ইতি মধ্যে আমি প্রিয় টেকের ফেসবুক পেজে Complaint জানাই দিছি। লিঙ্ক

ওনারা যদি কোন ব্যবস্থা না নেন তাহলে আমি আমার আই ডি ও পোস্ট ডিলিট করে দিব। 🙁

টেকটিউনস ভালোবাসে প্রযুক্তিকে আর আমরা ভালবাসি টেকটিউনসকে।

তাই আসুন সবাই মিলে মেতে উঠি প্রযুক্তির সুরে...

Level 0

আমি মোঃ ওমর ফারুক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 215 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

বাংলার সোশ্যাল নেটওয়ার্কে আপনাকে স্বাগতম - https://mymeetbook.com/


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই, আসল ভাইদের দৃষ্টি গোচর করার জন্য আপনাকে ধন্যবাদ ।

Level 0

কমেন্ট করার জন্য আপনাকেও ধন্যবাদ ।

THANK YOU FOR GOOD POST. I AGREE WITH YOU.

ধন্যবাদ পোষ্টের জন্য,আমিও আপনার সাথে এক মত এবং আমি প্রচন্ড ভাবে ইচ্ছা পোশন করি যেই সব সাইট আমাদের প্রজন্মকে খারাপের দিকে নিয়ে যাচ্ছে সেই সব সাইট হ্যাক বা বন্ধ করে দেশকে রক্ষা করেন কিন্তু টিটির মতন একটা ভাল ও উপকারি সাইট হ্যাক করার মাঝে কোন বাহাদুরি নাই বরং হাজারো মানুষের ৃনার পাত্র হবেন।

ভাই, আপনার পোষ্টের বিষয়বস্তু অনেক চমৎকার। তবে যেটা বাদ পরেছে সেটা হলো হ্যাকারদের ক্লাসিফিকেশন। হ্যাকার তিন রকমের। হোয়াইট হ্যাট- সোজা বাংলায় ভালো হ্যাকার, গ্রে হ্যাট – যখন ইচ্ছে ভালো কাজ করে যখন ইচ্ছে খারাপ, মাঝখানে, ব্ল্যাক হ্যাট- নীতিহীন হ্যাকার, শুধু ক্ষতিই করে। সমস্যা হলো যারা বাংলাদেশী সাইট হ্যাক করছে তারা সবাই ব্ল্যাক হ্যাট। এদের কোন নীতি নাই। এদের বলেও লাভ নেই, শুনবে না। আপনার উদ্দেশ্য মহৎ স্বীকার করি।

খুব কাজের কথা বলেছেন ভাই , আমার মনে হয় আপনার সাথে যে খারাপ আচারন করেছে সেও এসবের সাথে জড়িত , আরে আমরা স্বাধীন দেশের মানুষ যে কোন বিষয় নিয়ে সমালোচনা করতে পারেন মুখ বুজে থাকার জন্য কি দেশ স্বাধীন হয়েছিল ?

    Level 0

    @GM অর্ণব: কমেন্ট করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ । 🙂 🙂

”hacking” for the hackers . they are knowing about their works what is they do or done
it i am not a active hacker but i agree with you………thanks for the post……..:)