আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই ? আশা করি মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে সবাই ভাল আছেন । অনেক দিন হয়েছে টেকটিউনস-এ কোন টিউন করি নাই। আজ আমি টিউন করতে বসলাম। মানুষ চারদিকে এখন ছোটাছুটি করে হ্যাকিং শিখার জন্য। আর তাদের জন্য আমি আজ হ্যাকিং নিয়ে টিউন করব। আমি আপনাদের শিখাব কিভাবে ট্রোজান ভাইরাস দিয়ে হ্যাকিং করতে হয় এবং ভিকটিমের পিসি পুরাপরি কন্ট্রোল করতে হয়। আড়ও শিখাব কিভাবে এই ভাউরাসের আক্রমনের হাত থেকে রক্ষা পাওয়া যায়। আমি ট্রোজান নিয়ে ধারাবাহিক টিউন করার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক ।
আজকে যে Trojan নিয়ে লিখব তার নাম হল “beast”
বিঃদ্রঃ- দয়া করে কারো ক্ষতির উদ্দেশ্যে ব্যবহার করবেন না। আমার এ টিউন করার মানে হল শুধু শিখার জন্য। কারো ক্ষতি হলে আমি অথবা টেকটিউনস দায়ী থাকবে না।
প্রথম সফটওয়্যার টি ডাউনলোড করে নিন
সফটওয়্যার টি ওপেন করার পর নিচের ছবির মত আসবে। এইটা হল কাঙ্ক্ষিত সফটওয়্যার। যেটা দিয়ে ভাইরাস Trojan virus বানানো হবে।
এখন চলুন শুরু করা যাক কিভাবে Trojan বানাবেন। “Build Server”-এ ক্লিক করুন। আর statistics টা ক্লোজ করে দেন।
basicএ ক্লিক করে, Name-এ আপনার ইচ্ছা মত যেকোনো নাম দিতে পারেন। এবং ভাল মানের একটি পাসওয়ার্ড দিন। এ ২টা জিনিস মনে রাখতে হবে। পরে কাজে লাগবে। এখন basic এর কাজ শেষ।
“SIN”-এ ক্লিক করুন। তারপর Get IPতে ক্লিক করন। এবং Connection Time-out-এ ২০, ৩০, ৫০, ২০০ ইচ্ছা মত সেকেন্ড দিতে পারেন। এইটা হল কত সেকেন্ড পর connection বিচ্ছিন্ন হবে।
“E-Mail” আপনার মেইল address লিখুন। আপনি যে মেইল-এ notification পেতে চান ওই mail address লিখুন।
ICQ & CGI সম্পর্কে যদি না জানেন তাহলে ওগুলো পরিবরতন করার প্রয়োজন নাই।
সব গুলো ঘরে টিক দিন। [যদি ডিফল্ট ভাবে টিক না দেওয়া থাকে ]
এখন “Kill AV -FW On Start” & “Disable XP FireWall” ঘরে টিক দিন । এই ধাপের কাজ শেষ ।
এখন প্রথম ৪ টা ঘরে টিক দিন।[উপরের ছবি দেখুন]
এগুলো হল (১)ভিকটিম-এর পিসি-টে melt server install, (২)KeyLogger সেটআপ করা , (৩) Restore point রিমুভ করে দেওয়া। যাতে ভিকটিম তার পিসি restore করতে পারবে না। (৪)একটু পর পর ফেক ইরর বার্তা শোও করা। এখন আপনি ইচ্চা করলে বাকি গুলোও মার্ক করতে পারেন।
এখন যেকোনো একটা আইকন সিলেক্ট করেন। এক্ষেত্রে একটু চালাকি করতে হয়। যেমন আপনি একটি ভাল আইকন দিতে পারেন। যাতে ভিকটিক খুব আগ্রহের সাথে ফাইলটি-তে ক্লিক করে। অথবা আপনি আপনার পিসি থেকেও সুন্দর যেকোনো আইকন দিতে পারেন। এখন সব কাজ শেষ এখন শুধু ফাইলটা বানানোর পালা।
“Save Server”এ ক্লিক করলে ভাইরাস ফাইল তৈরী হবে।
এখন Beast software টি যে ফোল্ডার(location) থেকে রান করেছেন ওইখানে দেখুন ফাইলটি সেভ হয়েছে।
এখন server নামের ফাইল টা rename করেন । এবং এমন একটা নাম দেন জেন ভিকটিম সহজে ক্লিক করে।
এখন ফাইলটা কে compressed করেন এবং মেইল করে পাঠিয়ে দিন আপনার শত্রুকে। আমি আপনাদের কিছু ইমেইল অ্যাড্রেস দিমাল এখানে।
এখন ভিকটিম যদি আপনার বানান ফাইল-এ ক্লিক করে তাহলে আপনার মেইল অ্যাকাউন্ট-এ message আসবে, যে কেউ আপনার ফাইল-এ ক্লিক করেছে।
এখন host-এ IP address টি লিখুন। এবং আপনার পাসওয়ার্ড টি লিখে Go BEAST!-এ ক্লিক করে connect করুন। (“Notifications”2-এ যে ip ছিল ওইটা)
connect হয়ার পর সফটওয়্যার-এর দান পাশের অপশন গুলো দ্বারা ভিকটিম-এর পিসি নিয়ন্ত্র করতে পারবেন।
অনেক গুলো অপশন থেকে আমি মাত্র কয়েকটা নিয়ে লিখব আর বাকি গুল আশা করি আপনারা নিজেরাই বুজতে পারবেন।
এখানে অনেক গুলো অপশন আছে।
এখান থেকে আপনি ভিকটিম আর webcam,Screen, Apps, File ect দেখতে পারবেন।
এখানেও অনেক গুলো অপশন আছে।
এখান থেকে আপনি ভিকটিম-এর সব কিছু হাইড, crash,shut down, restart, log off করতে পারবেন।
অনেকে আছে জারা লেমান মানে জানেন না। লেমার মানে হল ক্ষোরা বা পঙ্গু লোক।
এখানেও অনেক গুলো অপশন আছে।
এখান থেকে আপনি ভিকটিম-এর মাউস হাইড, সিডি রম লক, ওয়ালপেপার পরিবর্তন এবং চ্যাট করতে পারবেন।
নিচের ছবি টা দেখেন তাহলে সব বুজতে পারবেন ।
আশা করি এখন BEAST সম্পর্কে আপনাদের মটামটি ধারনা হয়েছে আর কিভাবে এটা দিয়ে attack করতে হয় তা জানতে পারেছেন। অপরিচিত কেউ আপনাকে mail করে কোন ফাইল পাঠালে ডাউনলোড করার পর ওপেন করার আগে অবশ্যই স্ক্যান করে নিবেন। তাহলে আপনি সেফ থাকতে পারবেন।
***
বিঃদ্রঃ-দয়াকরে এই ট্রাজোন-এর কেউ অপব্যবহার করবেন না। আর কেউ ক্ষতিগ্রশ্ত হলে আমি(মীর) অথবা techtunes দায়ী থাকবেনা। নিজ দ্বায়িত্বে ব্যবহার করুন।
আমি Dz-MiR। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 220 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অসাধারন টিউন !
নিয়মিত টিউন চাই…………