আসুন কম্পিউটারকে করে ফেলি Write protect…………….

প্রথম টিউন তাই ফালতু কিছু পোস্ট করলাম।

অনেকে এ সম্পর্কে জেনে থাকবেন জানলে ভাল না জানলে আরও ভাল আমার পোস্ট পড়ে  জানবেন।

এই টিউনে আমি আপনাদের জানাবো কি ভাবে আপনার ফাইল আপনার অনপুস্থিতিতে কেও copy, paste , delete করতে পারবে না।

১। প্রথমে এই লিংক http://www.mediafire.com/?0aadchvp40jqf2t ক্লিক করুন ।

২। zip ফাইল ওপেন করে prevent.exe ফাইল সেটাপ দিন।

৩। hot key set করুন যার ফলে আপনি write protection off করতে পারবেন ।

কেও যাতে prevent.exe ফাইল খোঁজে না সে জন্য আপনি অন্য ফোল্ডার  এ setup দিতে পারেন।

এক নজরে এর সুবিধাগুলোঃ
1. Stops Cut
2. Stops Paste
3. Stops Copy
4. Stops Delete
5. Stops Copy To
6. Stops Move to
7. Stops Send To
8. Prevents renaming
9. Disables Task Manager‘s End Process button.

অর্থাৎ পুরো কম্পিউটার হবে Write protect...............।

ভাল লাগলে জানাবেন।

কিছু  screenshot......

ফলাফল......

Level 0

আমি sp jishan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জানি না আমি কেমন?????


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

নিজেকে আরেকটু সুন্দর ভাষায় গুছিয়ে উপস্থাপন করুন। প্রথম টিউন তাই টিটিতে সাদর আমন্ত্রণ। প্রথম হলেও কাজের টিউন। নতুনদের জন্য অত্যন্ত কাজে। দেবে খুব সম্ভবত এটি নিয়ে আগে টিউন হয়েছিল।অগামীতে আরো সুন্দর সুন্দর টিউন পাবো এই প্রত্যাশায়………… ধন্যবাদ।

ধন্যবাদ।

Level 0

ভাই টিউন টা খুব কাজের। ট্রাই করে দেখলাম খুব ভাল লাগলো। ধন্যবাদ।

টিটিতে স্বাগতম !
পুরো পাঙ্খা পোষ্ট ! বহুত কাজের , নিয়মিত চালিয়ে যান…….

ভালো হচ্ছে চালিয়ে যান ধন্যবাদ

Level 0

vai kono risk nai to abr???

ভাল টিউন করেছেন ভাই। ধন্যবাদ। কিন্তু এর ১টা সমস্যা হল, পিসি রিস্টার্ট করলে আবার যা তাই হয়ে যায়। প্রটেকশান চলে যায়। আবার নতুন করে প্রটেক্ট করা লাগে।