সবাইকে সালাম ও ভালোবাসা জানাই।
আশা করি ভালো আছেন।
আপনারা ফেসবুক ও আরো যে সকল গন মাধ্যম আছে তার মাধ্যমে জেনে গেছেন ইতিমধ্যে শুরু হয়েছে বাংলাদেশ ও ইন্ডিয়ার সাইবার যুদ্ধ।
সীমান্তে নিরিহ বাংলাদেশী হত্যার প্রতিবাদে বাংলাদেশী হ্যাকার’রা ইন্ডিয়ান সরকারের প্রতি মেসেজ দেয় বেশ কিছু সাইট হ্যাক করে। সেখানে মুলত বাংলাদেশ ব্লাক হ্যাট হ্যাকারদেরই বেশি দেখা যায়।
এর প্রতিবাদে বাংলাদেশ সাইবার স্পেস ধ্বংস করার হুমকি দেয় ইন্ডিয়ান সাইবার আর্মি সহ ওদের বেশ কয়েকটি হ্যাকার টিম। তারা বাংলাদেশ পুলিশ এর ওয়েব সাইট সহ আরো বেশ কিছু সাইট হ্যাক করে।
যুদ্ধ ঘোষনা দেয় বাংলাদেশ হ্যাকার টিমগুলো। মত ও চিন্তার অমিল থাকলেও বাংলাদেশ এর হ্যাকার টিমগুলো একত্রিত হয়ে আজ সন্ধ্যা থেকে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইন্ডিয়ার উপর। প্রথম দিকে শ’খানেক বাংলাদেশী সাইট হ্যাক করলেও এখন চুপসে পড়েছে তারা।
এদিকে বাংলাদেশ এর ‘বাংলাদেশ সাইবার আর্মি’’ ও ‘’বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার’’ টিম দুটি
ইন্ডিয়ান হাইকোর্ট,আইটি, লাইব্রেরিসহ প্রায় আট হাজার সাইট হ্যাক করে ফেলেছে।
এই ঘটনায় আসলে দু’টি ব্যাপার আমাদের সামনে এসেছে।
> বাংলাদেশের মানূষ মাথা নিচু করে বাঁচতে পারেনা
>> যত মতের অমিল হোক, দেশের জন্য আমরা সব কিছু করতে পারি।
সতর্কতাঃ
> ইন্ডিয়ার সাইট হ্যাক হচ্ছে শুধু এই খুশিতে থাকলেই হবেনা। আমাদের নিজেদের সতর্ক হতে হবে।।
> শক্তিশালী পাসওয়ার্ড দিন সাইটে।
সবাই ভালো থাকুন। নিজের যত্ন নিন।
যোগ দিনঃ
বাংলাদেশ সাইবার আর্মিঃ
গ্রুপঃ https://www.facebook.com/groups/bdcyberarmy/
পেজঃ https://www.facebook.com/BDCyberArmy
বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকারসঃ
পেজঃ https://www.facebook.com/pages/Bangladesh-Black-HAT-Hackers/223971171015070
বাংলাদেশী হ্যাকারদের হ্যাক করা কিছু সাইটঃ
http://9bricks.in/
http://aakash.bytegrafix.in/
http://acumenhr.in/
http://agarbattibazar.com/
http://apclindia.co.in/
http://arunchaudhari.com/
http://arwa.bytegrafix.in/
http://atm4u.in/
http://balajinursery.com/
http://balajinursery.com/
http://balanceworkout.in/
http://bhandarkargroup.com/
http://bytegrafix.co.in/
http://bytegrafix.in/
http://bytegrafix.net/
http://bytetech.in/
http://bytetechnologies.in/
http://bytetechnologies.net/
http://chiragsolar.net/
http://deepakpetrochem.com/
http://deltascientific.in/
http://dtone.co.in/
http://dwarkadhisjinihaveli.org/
http://e360paisavasool.com/
http://earthpestcontrol.co.in/
http://eshoppe2500.com/
http://exercoreengineering.com/
http://famefactormagazine.com/
http://gewbellows.com/
http://gmmodular.com/
http://graffititools.net/
http://grindlygases.com/
http://hasu.bytegrafix.net/
http://healthandwealthinvestments.com/
http://hostbyte.co.in/
http://hostbyte.in/
http://hotbite.in/
http://imperialpaversandblocks.com/
http://musicx.in/
http://newjatt.com/
http://punjabimob.com/index.html
http://rdxtop.com/
http://waptadka.com/
http://civilsupplieskerala.gov.in/
http://www.minorityaffairs.gov.in/
সুত্রঃ BCA, BBHH
>>>> টেকটিউনস এ ৯৯ টির বেশি লিঙ্ক দেওয়া যায় না... তাই... আরো কয়েক হাজার লিঙ্ক দেখুন এখানেঃ http://blog.seudolab.com/post-id/1636
আরো প্রকাশিতঃ সুডো ব্লগে
আমি Rubel Oron। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 229 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
______''সুডো ব্লগ''_এ আপনাকে স্বাগতম!' ________'প্রোগ্রামারের পৃথিবী''_তে আপনাকে স্বাগতম! _______''Rubel Orion on Facebook! :D
আমাদের সমৃদ্ধশালী গৌরবোজ্জল অতীত বলে যে আমরা যে কোন অন্যায় কোন কিছু মাথা পেতে নিতে জানি না।
তাই তো কবির সুরে সূর মিলায়:
চল চল চল
ঊর্দ্ধ গগনে বাজে মাদল
নিম্নে উতলা ধরণী তল
অরুণ প্রাতের তরুণ দল
চল রে চল রে চল
চল চল চল।।
ঊষার দুয়ারে হানি’ আঘাত
আমরা আনিব রাঙা প্রভাত
আমরা টুটাব তিমির রাত
বাঁধার বিন্ধ্যাচল।।
নব নবীনের গাহিয়া গান
সজীব করিব মহাশশ্মান
আমরা দানিব নূতন প্রাণ
বাহুতে নবীন বল।
চলরে নওজোয়ান, শোনরে পাতিয়া কান
মৃত্যু তোরণ দুয়ারে দুয়ারে জীবনের আহ্বান
ভাঙ্গরে ভাঙ্গ আগল
চল রে চল রে চল
চল চল চল।।
– কাজী নজরুল ইসলাম